ETV Bharat / bharat

RBI Governor on Inflation: মুদ্রাস্ফীতি কমানোই মূল লক্ষ্য, চড়া সুদের হার আপাতত বজায় থাকার ইঙ্গিত আরবিআই গভর্নরের

RBI Governor on High Interest Rates: মুদ্রাস্ফীতিকে বাগে আনতে রেপো রেট বাড়িয়েছে আরবিআই ৷ এই চড়া সুদের হার আপাতত জারি থাকবে বলেই জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 5:56 PM IST

নয়াদিল্লি, 20 অক্টোবর: মুদ্রাস্ফীতি কমাতে সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷ এই বর্ধিত মুদ্রাস্ফীতির হার যতক্ষণ না স্থায়ীভাবে কমতে শুরু করছে ততক্ষণ সুদের হার কমানোর কথা ভাবছে না আরবিআই ৷ শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ৷ মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে দেশের এই কেন্দ্রীয় ব্যাংক যে বিষয়টির উপর 'অর্জুনের চোখ' রেখে চলেছে তাও জানিয়েছেন আরবিআই গভর্নর ৷ মুদ্রাস্ফীতিকে আয়ত্ত্বে আনতে গত বছরের মে মাস থেকে ধারাবাহিকভাবে এখনও পর্যন্ত 250 বেসিস পয়েন্ট রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ চলতি বছরের জুলাই মাসে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 7.44 শতাংশ ৷

তবে এই মুদ্রাস্ফীতির হার সম্প্রতি কিছুটা কমেছে ৷ খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে দাঁড়িয়েছে 5 শতাংশে ৷ কিন্তু সরকার চাইছে এই মুদ্রাস্ফীতির হার আরও কমিয়ে স্থায়ীভাবে 4 শতাংশে বাঁধতে ৷ এই বার্তা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংককেও ৷ আর এই লক্ষ্যপূরণের স্বার্থেই এখনই চড়া সুদের হার কমানো সম্ভব নয় বলে মনে করছে আরবিআই ৷ কারণ, সুদের হার কমালে তা ফের মুদ্রাস্ফীতিকে ঠেলে তুলতে পারে ৷ এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কৌটিল্য ইকনমিক্স কনক্লেভ 2023 এর মঞ্চে আরবিআই গভর্নর শন্তিকান্ত দাস বলেছেন, "সুদের হার বেশিই থাকবে ৷ কতদিন এই বর্ধিত সুদের হার বজায় থাকবে তা নির্ভর করছে সময় ও বিশ্ব বাজারের পরিবর্তনের উপর ৷"

আরও পড়ুন: আন্তঃসীমান্ত অর্থ লেনদেনে শীর্ষে ভারতের ইউপিআই, জানালেন মার্কিন ট্রেজারি আধিকারিক

একইসঙ্গে শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রাস্ফীতির বিষয়টি নিয়ে আরবিআই সতর্ক ৷ তাঁর কথায়,"আমরা বাড়তি নজর রাখছি এবং মুদ্রাস্ফীতিকে কমাতে যা করণীয় তা আমরা করব ৷ আমাদের লক্ষ্য স্থায়ীভাবে মুদ্রাস্ফীতি কমিয়ে আনা ৷ 4 শতাংশে মুদ্রাস্ফীতিকে বাঁধার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷" অন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে বাড়ছে সেই প্রসঙ্গে তিনি বলেন, "ভারতে পাম্পগুলিতে তেলের (পেট্রোল, ডিজেল) দাম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷"

নয়াদিল্লি, 20 অক্টোবর: মুদ্রাস্ফীতি কমাতে সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷ এই বর্ধিত মুদ্রাস্ফীতির হার যতক্ষণ না স্থায়ীভাবে কমতে শুরু করছে ততক্ষণ সুদের হার কমানোর কথা ভাবছে না আরবিআই ৷ শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ৷ মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে দেশের এই কেন্দ্রীয় ব্যাংক যে বিষয়টির উপর 'অর্জুনের চোখ' রেখে চলেছে তাও জানিয়েছেন আরবিআই গভর্নর ৷ মুদ্রাস্ফীতিকে আয়ত্ত্বে আনতে গত বছরের মে মাস থেকে ধারাবাহিকভাবে এখনও পর্যন্ত 250 বেসিস পয়েন্ট রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ চলতি বছরের জুলাই মাসে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 7.44 শতাংশ ৷

তবে এই মুদ্রাস্ফীতির হার সম্প্রতি কিছুটা কমেছে ৷ খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে দাঁড়িয়েছে 5 শতাংশে ৷ কিন্তু সরকার চাইছে এই মুদ্রাস্ফীতির হার আরও কমিয়ে স্থায়ীভাবে 4 শতাংশে বাঁধতে ৷ এই বার্তা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংককেও ৷ আর এই লক্ষ্যপূরণের স্বার্থেই এখনই চড়া সুদের হার কমানো সম্ভব নয় বলে মনে করছে আরবিআই ৷ কারণ, সুদের হার কমালে তা ফের মুদ্রাস্ফীতিকে ঠেলে তুলতে পারে ৷ এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কৌটিল্য ইকনমিক্স কনক্লেভ 2023 এর মঞ্চে আরবিআই গভর্নর শন্তিকান্ত দাস বলেছেন, "সুদের হার বেশিই থাকবে ৷ কতদিন এই বর্ধিত সুদের হার বজায় থাকবে তা নির্ভর করছে সময় ও বিশ্ব বাজারের পরিবর্তনের উপর ৷"

আরও পড়ুন: আন্তঃসীমান্ত অর্থ লেনদেনে শীর্ষে ভারতের ইউপিআই, জানালেন মার্কিন ট্রেজারি আধিকারিক

একইসঙ্গে শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রাস্ফীতির বিষয়টি নিয়ে আরবিআই সতর্ক ৷ তাঁর কথায়,"আমরা বাড়তি নজর রাখছি এবং মুদ্রাস্ফীতিকে কমাতে যা করণীয় তা আমরা করব ৷ আমাদের লক্ষ্য স্থায়ীভাবে মুদ্রাস্ফীতি কমিয়ে আনা ৷ 4 শতাংশে মুদ্রাস্ফীতিকে বাঁধার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷" অন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে বাড়ছে সেই প্রসঙ্গে তিনি বলেন, "ভারতে পাম্পগুলিতে তেলের (পেট্রোল, ডিজেল) দাম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.