মুম্বই, 28 জুন: আরব সাগরে জরুরি অবতরণ করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টার । মুম্বই হাই-এর সাগর কিরণ রিগে দুই চালক-সহ মোট 9 জনকে নিয়ে নামে হেলিকপ্টারটি । ইতিমধ্যেই উদ্ধারকারী নৌকো প্রত্যেককে উদ্ধার করেছে (ONGC chopper makes emergency landing in Arabian Sea) ৷
সংবাদসংস্থা জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছ'জন ওএনজিসি কর্মী এবং কোম্পানির ঠিকাদারের অধীনে কর্মরত আরেক কর্মী ছিলেন ৷ হেলিকপ্টারটি মুম্বই উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে অবস্থিত রিগে অবতরণ করে । রিগের ল্যান্ডিং জোন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছিল কপ্টারটি ।
-
#Helicopter carrying 7 passengers & 2 pilots makes emergency landing in #Arabian Sea near #ONGC rig Sagar Kiran in #Mumbai High. Four rescued. Rescue operations in full swing. @HardeepSPuri @Rameswar_Teli @PetroleumMin
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) June 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Helicopter carrying 7 passengers & 2 pilots makes emergency landing in #Arabian Sea near #ONGC rig Sagar Kiran in #Mumbai High. Four rescued. Rescue operations in full swing. @HardeepSPuri @Rameswar_Teli @PetroleumMin
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) June 28, 2022#Helicopter carrying 7 passengers & 2 pilots makes emergency landing in #Arabian Sea near #ONGC rig Sagar Kiran in #Mumbai High. Four rescued. Rescue operations in full swing. @HardeepSPuri @Rameswar_Teli @PetroleumMin
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) June 28, 2022
আরও পড়ুন : পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ভেসেল মালভিয়া-16 কে উদ্ধার অভিযানে নামানো হয় এমআরসিসি মুম্বইয়ের তরফে ৷ ওএনজিসি'র তরফে টুইটে জানানো হয়েছে, কপ্টারে থাকা প্রত্যেক সদস্যকে উদ্ধার করা হয়েছে ৷