ETV Bharat / bharat

ONGC chopper in Arabian Sea: আরব সাগরে জরুরি অবতরণ করল ওএনজিসি'র কপ্টার

মুম্বই হাই-এর সাগর কিরণ রিগে দুই চালক-সহ মোট 9 জনকে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি । প্রত্যেককেই ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে (ONGC chopper makes emergency landing) ৷

ONGC chopper
ONGC chopper
author img

By

Published : Jun 28, 2022, 3:42 PM IST

Updated : Jun 28, 2022, 4:10 PM IST

মুম্বই, 28 জুন: আরব সাগরে জরুরি অবতরণ করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টার । মুম্বই হাই-এর সাগর কিরণ রিগে দুই চালক-সহ মোট 9 জনকে নিয়ে নামে হেলিকপ্টারটি । ইতিমধ্যেই উদ্ধারকারী নৌকো প্রত্যেককে উদ্ধার করেছে (ONGC chopper makes emergency landing in Arabian Sea) ৷

সংবাদসংস্থা জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছ'জন ওএনজিসি কর্মী এবং কোম্পানির ঠিকাদারের অধীনে কর্মরত আরেক কর্মী ছিলেন ৷ হেলিকপ্টারটি মুম্বই উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে অবস্থিত রিগে অবতরণ করে । রিগের ল্যান্ডিং জোন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছিল কপ্টারটি ।

আরও পড়ুন : পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ভেসেল মালভিয়া-16 কে উদ্ধার অভিযানে নামানো হয় এমআরসিসি মুম্বইয়ের তরফে ৷ ওএনজিসি'র তরফে টুইটে জানানো হয়েছে, কপ্টারে থাকা প্রত্যেক সদস্যকে উদ্ধার করা হয়েছে ৷

মুম্বই, 28 জুন: আরব সাগরে জরুরি অবতরণ করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টার । মুম্বই হাই-এর সাগর কিরণ রিগে দুই চালক-সহ মোট 9 জনকে নিয়ে নামে হেলিকপ্টারটি । ইতিমধ্যেই উদ্ধারকারী নৌকো প্রত্যেককে উদ্ধার করেছে (ONGC chopper makes emergency landing in Arabian Sea) ৷

সংবাদসংস্থা জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছ'জন ওএনজিসি কর্মী এবং কোম্পানির ঠিকাদারের অধীনে কর্মরত আরেক কর্মী ছিলেন ৷ হেলিকপ্টারটি মুম্বই উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে অবস্থিত রিগে অবতরণ করে । রিগের ল্যান্ডিং জোন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছিল কপ্টারটি ।

আরও পড়ুন : পাঠানকোটে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ভেসেল মালভিয়া-16 কে উদ্ধার অভিযানে নামানো হয় এমআরসিসি মুম্বইয়ের তরফে ৷ ওএনজিসি'র তরফে টুইটে জানানো হয়েছে, কপ্টারে থাকা প্রত্যেক সদস্যকে উদ্ধার করা হয়েছে ৷

Last Updated : Jun 28, 2022, 4:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.