জবলপুর, (মধ্যপ্রদেশ), 3 এপ্রিল: মধ্যপ্রদেশের জবলপুরে হনুমান জি'কে খুশি করতে অনন্য প্রয়াস মহিলাদের ৷ এক টনের লাড্ডু প্রসাদ হিসেবে পরিবেশন করা হয়েছে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে ৷ জবলপুরের গড়া এলাকায় গোন্ড রাজাদের স্থাপিত পঞ্চমাথা হনুমান মন্দির রয়েছে ৷ সেখানেই প্রতিবছর ধুমধাম করে হনুমান জয়ন্তী পালন করা হয় ৷ সেখানেই গত বছর থেকে হনুমান মন্দিরে 1 টনের লাড্ডু প্রসাদ হিসেবে অর্পণ করা হচ্ছে ৷ এ বছর 6 এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষ্যে 1 টনের মতিচুরের লাড্ডু সেখানে প্রসাদ হিসেবে অর্পণ করা হয়েছে ৷
1 টনের মতিচুরের লাড্ডু:
হনুমান জয়ন্তী উপলক্ষে পঞ্চমাথা হনুমান জি-কে 1 টন মতিচুরের লাড্ডু প্রসাদ হিসেবে দেওয়া হয় ৷ এই প্রথা গত বছর থেকে শুরু হয়েছে ৷ স্থানীয় কয়েকজন যুবক এই প্রথা শুরু করেন ৷ এ বছর মহিলারা সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ৷ আশেপাশের মহিলারা এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে 1 টনের মতিচুর লাড্ডু তৈরি করেছেন তাঁরা ৷ এই লাড্ডু তৈরি করতে মিষ্টি তৈরির বিশেষ কারিগরদের ডাকা হয়েছিল ৷ কারণ, বিশালাকৃতির ওই লাড্ডু তৈরির জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় ৷ লাড্ডুটির ব্যাস প্রায় 4 ফুট বলে জানিয়েছেন উদ্যোক্তরা ৷
গরিবদের মধ্যে এই লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ:
প্রায় 1 সপ্তাহ ধরে এই লাড্ডু তৈরি করা হয়েছে ৷ তারপর প্রসাদ হিসেবে লাড্ডু হনুমানের সামনে অর্পণ করেছেন উদ্যোক্তরা ৷ এমনকি জবলপুরের একাধিক সাধু এবং সন্তরা হনুমান জয়ন্তীর পুজোয় অংশ নিয়েছিলেন ৷ তাঁরাই মন্ত্রচ্চারণের মাধ্যমে পুজো অর্চনা করেন ৷ উল্লেখ্য, এই লাড্ডুটিকে 6 এপ্রিল হনুমান জয়ন্তী পর্যন্ত মন্দিরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত করে রাখা হবে ৷ সাধারণ মানুষ মন্দির দর্শনের পাশাপাশি, ওই লাড্ডুর দর্শনও করতে পারবেন ৷ এতদিন ধরে রাখার ফলে যাতে সেটি নষ্ট না হয় এবং মতিচুরের স্বাদ ও গুণমান বজায় থাকে সেই বিষয়টিও মাথায় রাখা হয় ৷
আরও পড়ুন: রামনবমীতে ঝাড়গ্রামে 31 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন মৎস্যমন্ত্রীর