ETV Bharat / bharat

Fire in Gorakhpur Hospital: হাসপাতালে আগুন, দম বন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী

উত্তরপ্রদেশের একটি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে আগুন লাগে ৷ সেই সময় ওই ওয়ার্ডে 58 জন রোগী ছিলেন ৷ এক রোগী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ৷ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

Fire in Gorakhpur Hospital
আগুন লাগার ঘটনা
author img

By

Published : Jul 28, 2023, 2:06 PM IST

গোরখপুর, 28 জুলাই: হাসপাতালে আগুন লেগে এক ব্য়ক্তির মৃত্যু হল ৷ বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরের নেহরু হাসপাতালের বিআরডি মেডিক্যাল কলেজে ৷ শ্বাসরোধ হয়ে ওই ব্য়ক্তির মৃত্যু হয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, ওই আগুন লাগার সময় ইমার্জেন্সি ওয়ার্ডে 58 জন রোগী ছিলেন ৷

মৃতের নাম অখণ্ডপ্রতার সিং ৷ পুলিশের উচ্চআধিকারিক জানিয়েছেন, হাসপাতালে আগুন লাগার সঙ্গে সঙ্গে সব রোগীদের দ্রুত ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ সেইসময় হইচই হচ্ছিল ৷ একজন রোগীর দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷ তিনি অখণ্ডপ্রতাপ সিং ৷ পুলিশ আধিকারিক বলেন, "অখণ্ডপ্রতাপ সিং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ৷ তারপর এই আগুন লাগার ফলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷"

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মেডিসিন ইমার্জেন্সি ওয়ার্ডের ইলেকট্রিক্যাল বোর্ডে শট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে ৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৃষ্ণা করুণেশ এবং এসএসপি গৌরব গ্রোভার এবং অন্য আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান ৷ দমকলবাহিনীর আধিকারিক এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের একটি বিশেষ দল হাসপাতালে পৌঁছয় ৷ তাঁরা সেখানে গিয়ে এই আগুন কী করে লাগল, তা খতিয়ে দেখেন ৷

ইমার্জেন্সি ওয়ার্ডে কালো ধোঁয়া ভরতি হয়ে যায় ৷ এতে রোগী এবং হাসপাতালের কর্মীদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় ৷ তবে এরই মধ্যে নার্সেরা তৎপরতার সঙ্গে রোগীদের নিরাপদে বের করে আনেন বলে জানা গিয়েছে ৷ আবার আগুন দেখে বেশ কিছু রোগী তাঁদের অক্সিজেনের নল, ক্যাথিটার খুলে পালানোর চেষ্টা করছিলেন ৷ তবে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ৷ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ দমকল বাহিনীকে ডেকে পাঠানো হয় ৷

আরও পড়ুন: সাতপুরা ভবনে বিধ্বংসী আগুন নেভাতে বায়ুসেনা, 15 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল পরিস্থিতি

যোগীরাজ্যে এই ঘটনা 2017 সালের স্মৃতি ফিরিয়ে আনল ৷ ওই বছর এই হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছিল, তা অক্সিজেন স্ক্যান্ডাল নামে পরিচিত ৷ তাই হাসপাতালে আগুন লাগার ঘটনায় স্বভাবতই চাপে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

গোরখপুর, 28 জুলাই: হাসপাতালে আগুন লেগে এক ব্য়ক্তির মৃত্যু হল ৷ বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরের নেহরু হাসপাতালের বিআরডি মেডিক্যাল কলেজে ৷ শ্বাসরোধ হয়ে ওই ব্য়ক্তির মৃত্যু হয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, ওই আগুন লাগার সময় ইমার্জেন্সি ওয়ার্ডে 58 জন রোগী ছিলেন ৷

মৃতের নাম অখণ্ডপ্রতার সিং ৷ পুলিশের উচ্চআধিকারিক জানিয়েছেন, হাসপাতালে আগুন লাগার সঙ্গে সঙ্গে সব রোগীদের দ্রুত ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ সেইসময় হইচই হচ্ছিল ৷ একজন রোগীর দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷ তিনি অখণ্ডপ্রতাপ সিং ৷ পুলিশ আধিকারিক বলেন, "অখণ্ডপ্রতাপ সিং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ৷ তারপর এই আগুন লাগার ফলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷"

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মেডিসিন ইমার্জেন্সি ওয়ার্ডের ইলেকট্রিক্যাল বোর্ডে শট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে ৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৃষ্ণা করুণেশ এবং এসএসপি গৌরব গ্রোভার এবং অন্য আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান ৷ দমকলবাহিনীর আধিকারিক এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের একটি বিশেষ দল হাসপাতালে পৌঁছয় ৷ তাঁরা সেখানে গিয়ে এই আগুন কী করে লাগল, তা খতিয়ে দেখেন ৷

ইমার্জেন্সি ওয়ার্ডে কালো ধোঁয়া ভরতি হয়ে যায় ৷ এতে রোগী এবং হাসপাতালের কর্মীদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় ৷ তবে এরই মধ্যে নার্সেরা তৎপরতার সঙ্গে রোগীদের নিরাপদে বের করে আনেন বলে জানা গিয়েছে ৷ আবার আগুন দেখে বেশ কিছু রোগী তাঁদের অক্সিজেনের নল, ক্যাথিটার খুলে পালানোর চেষ্টা করছিলেন ৷ তবে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ৷ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ দমকল বাহিনীকে ডেকে পাঠানো হয় ৷

আরও পড়ুন: সাতপুরা ভবনে বিধ্বংসী আগুন নেভাতে বায়ুসেনা, 15 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল পরিস্থিতি

যোগীরাজ্যে এই ঘটনা 2017 সালের স্মৃতি ফিরিয়ে আনল ৷ ওই বছর এই হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছিল, তা অক্সিজেন স্ক্যান্ডাল নামে পরিচিত ৷ তাই হাসপাতালে আগুন লাগার ঘটনায় স্বভাবতই চাপে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.