ETV Bharat / bharat

Farmer Death : কৃষক বিক্ষোভে পুলিশের লাঠি, প্রাণ গেল এক বিক্ষোভকারীর - কার্নাল

বিজেপির বৈঠকের প্রতিবাদে অবস্থান ৷ বিক্ষোভরত কৃষকদের হঠাতে লাঠিচার্জ পুলিশের ৷ ঘটনায় মৃত্যু হয় এক কৃষকের ৷ শনিবার অশান্তির ঘটনাটি ঘটে হরিয়ানার কার্নালে ৷ পরদিন মারা যান আহত ওই কৃষক ৷

One dead after police lathi-charge on farmers in Haryana
Farmer Death : কৃষক বিক্ষোভে পুলিশের লাঠি, প্রাণ গেল এক বিক্ষোভকারীর
author img

By

Published : Aug 30, 2021, 6:20 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট : পুলিশের লাঠির ঘায়ে প্রাণ গেল এক কৃষকের ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার কার্নালে ৷ সূত্রের খবর, গত শনিবার কার্নালে বিজেপি রাজ্য নেতৃত্বের একটি বৈঠক হওয়ার কথা ছিল ৷ সেই বৈঠকের প্রতিবাদেই জমায়েত করেন কৃষকরা ৷ তাঁদের সেখান থেকে হঠাতে লাঠি চালায় পুলিশ ৷ তাতেই জখম এক কৃষকের একদিন পর মৃত্যু হয় ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন কৃষকরাও ৷ সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

আরও পড়ুন : কৃষকদের পাশে গান্ধিজির নাতনি, গেলেন গাজিপুরে

স্বাভাবিকভাবেই পুলিশের লাঠির ঘায়ে কৃষক মৃত্যুর ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) ৷ এই প্রসঙ্গে একটি টুইট করেন তিনি ৷ তাতে রাকেশ লেখেন, ‘‘কৃষকের রক্ত যত ঝরবে, ততই কঠোর হবেন কৃষকরা ৷’’ রাকেশের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷ আগামী 5 সেপ্টেম্বর মুজফ্ফরনগরে সংযুক্ত কিষাণ মোর্চার মহাপঞ্চায়েত রয়েছে ৷ রাকেশের যুক্তি, সেই কর্মসূচি থেকে সকলের নজর ঘোরাতেই কার্নালে কৃষকদের উপর লাঠি চালায় পুলিশ ৷

আরও পড়ুন : ছলে-বলে কৃষকদের আন্দোলন ভাঙতে চাইছে কেন্দ্র, অভিযোগ অধীরের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারের অশান্তির সময় জখম হন চার কৃষক ৷ অন্যদিকে, আহত হন পুলিশের 10 জন কর্মীও ৷ রবিবার আহত কৃষকদের মধ্যে একজনের মৃত্য়ু হয় ৷ তাঁর নাম সুশীল কাজল ৷ তিনি কার্নালের রাইপুর জত্তন গ্রামের বাসিন্দা ছিলেন ৷

নয়াদিল্লি, 30 অগস্ট : পুলিশের লাঠির ঘায়ে প্রাণ গেল এক কৃষকের ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার কার্নালে ৷ সূত্রের খবর, গত শনিবার কার্নালে বিজেপি রাজ্য নেতৃত্বের একটি বৈঠক হওয়ার কথা ছিল ৷ সেই বৈঠকের প্রতিবাদেই জমায়েত করেন কৃষকরা ৷ তাঁদের সেখান থেকে হঠাতে লাঠি চালায় পুলিশ ৷ তাতেই জখম এক কৃষকের একদিন পর মৃত্যু হয় ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন কৃষকরাও ৷ সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

আরও পড়ুন : কৃষকদের পাশে গান্ধিজির নাতনি, গেলেন গাজিপুরে

স্বাভাবিকভাবেই পুলিশের লাঠির ঘায়ে কৃষক মৃত্যুর ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) ৷ এই প্রসঙ্গে একটি টুইট করেন তিনি ৷ তাতে রাকেশ লেখেন, ‘‘কৃষকের রক্ত যত ঝরবে, ততই কঠোর হবেন কৃষকরা ৷’’ রাকেশের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷ আগামী 5 সেপ্টেম্বর মুজফ্ফরনগরে সংযুক্ত কিষাণ মোর্চার মহাপঞ্চায়েত রয়েছে ৷ রাকেশের যুক্তি, সেই কর্মসূচি থেকে সকলের নজর ঘোরাতেই কার্নালে কৃষকদের উপর লাঠি চালায় পুলিশ ৷

আরও পড়ুন : ছলে-বলে কৃষকদের আন্দোলন ভাঙতে চাইছে কেন্দ্র, অভিযোগ অধীরের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারের অশান্তির সময় জখম হন চার কৃষক ৷ অন্যদিকে, আহত হন পুলিশের 10 জন কর্মীও ৷ রবিবার আহত কৃষকদের মধ্যে একজনের মৃত্য়ু হয় ৷ তাঁর নাম সুশীল কাজল ৷ তিনি কার্নালের রাইপুর জত্তন গ্রামের বাসিন্দা ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.