কলকাতা, 30 অক্টোবর : ত্রিপুরায় (Tripura) প্রবেশ করতে হলে আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা বাধ্যতামূলক ৷ শুক্রবার, 29 অক্টোবরের তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল সেখানকার সরকার ৷ আর এই নিয়ে ফের সরগরম উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের রাজনীতি ৷
আরও পড়ুন : Mamata Banerjee : কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা
অভিযোগ উঠছে যে, তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিপ্লব দেবের (Biplab Deb) সরকার ৷
কারণ, আগামিকাল ওই রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ প্রশ্ন উঠছে, সেই কর্মসূচি আটকাতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হল ?
আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার
-
Negative RT-PCR test report mandatory for entry into Tripura for travellers from those states where more than one district has positivity rate of 5% or more irrespective of COVID19 vaccination status from 30th October: Government of Tripura pic.twitter.com/gBW2RB0je4
— ANI (@ANI) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Negative RT-PCR test report mandatory for entry into Tripura for travellers from those states where more than one district has positivity rate of 5% or more irrespective of COVID19 vaccination status from 30th October: Government of Tripura pic.twitter.com/gBW2RB0je4
— ANI (@ANI) October 30, 2021Negative RT-PCR test report mandatory for entry into Tripura for travellers from those states where more than one district has positivity rate of 5% or more irrespective of COVID19 vaccination status from 30th October: Government of Tripura pic.twitter.com/gBW2RB0je4
— ANI (@ANI) October 30, 2021
ত্রিপুরা সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করা হয়েছে ৷ জানানো হয়েছে যে ওই 9টি রাজ্যে যেহেতু একাধিক জেলায় করোনার সংক্রমণ 5 শতাংশের বেশি ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আরটিপিসিআর ছাড়া কেউ ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে তাঁকে বিমানবন্দর, রেল স্টেশন বা চড়ুইবাড়িতে পরীক্ষা করাতে হবে ৷
আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে
-
If @BJP4Tripura and @BjpBiplab put half the effort into governance that they do into keeping @AITC4Tripura out of the State, maybe Tripura's people would have had access to basic amenities by now. RT PCR test or not, come 2023, BJP will definitely be out of the State. pic.twitter.com/2ru6bWdC7m
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If @BJP4Tripura and @BjpBiplab put half the effort into governance that they do into keeping @AITC4Tripura out of the State, maybe Tripura's people would have had access to basic amenities by now. RT PCR test or not, come 2023, BJP will definitely be out of the State. pic.twitter.com/2ru6bWdC7m
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 30, 2021If @BJP4Tripura and @BjpBiplab put half the effort into governance that they do into keeping @AITC4Tripura out of the State, maybe Tripura's people would have had access to basic amenities by now. RT PCR test or not, come 2023, BJP will definitely be out of the State. pic.twitter.com/2ru6bWdC7m
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 30, 2021
এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে আক্রমণ করা হয়েছে ৷ এই নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসকে রুখতেই অর্ধেক পরিশ্রম করছে বিজেপি সরকার ৷ 2023 সালে ত্রিপুরার মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে ৷
এদিন এই নিয়ে টুইট করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে গত 26 অক্টোবরের হিসেব অনুযায়ী বাংলায় কোভিড পজিটিভিটি রেট 5 শতাংশের বেশি নয় ৷
আরও পড়ুন : Mamata in Goa : দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা