ETV Bharat / bharat

BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

29 অক্টোবরের তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা সরকার জানিয়েছে, সেখানে প্রবেশ করতে হলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ৷

one day before tmc abhishek banerjee rally tripura biplab deb government rtpcr test mandatory
BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার
author img

By

Published : Oct 30, 2021, 1:41 PM IST

Updated : Oct 30, 2021, 2:46 PM IST

কলকাতা, 30 অক্টোবর : ত্রিপুরায় (Tripura) প্রবেশ করতে হলে আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা বাধ্যতামূলক ৷ শুক্রবার, 29 অক্টোবরের তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল সেখানকার সরকার ৷ আর এই নিয়ে ফের সরগরম উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের রাজনীতি ৷

আরও পড়ুন : Mamata Banerjee : কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

অভিযোগ উঠছে যে, তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিপ্লব দেবের (Biplab Deb) সরকার ৷

কারণ, আগামিকাল ওই রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ প্রশ্ন উঠছে, সেই কর্মসূচি আটকাতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হল ?

আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার

ত্রিপুরা সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করা হয়েছে ৷ জানানো হয়েছে যে ওই 9টি রাজ্যে যেহেতু একাধিক জেলায় করোনার সংক্রমণ 5 শতাংশের বেশি ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আরটিপিসিআর ছাড়া কেউ ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে তাঁকে বিমানবন্দর, রেল স্টেশন বা চড়ুইবাড়িতে পরীক্ষা করাতে হবে ৷

আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে আক্রমণ করা হয়েছে ৷ এই নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসকে রুখতেই অর্ধেক পরিশ্রম করছে বিজেপি সরকার ৷ 2023 সালে ত্রিপুরার মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে ৷

এদিন এই নিয়ে টুইট করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে গত 26 অক্টোবরের হিসেব অনুযায়ী বাংলায় কোভিড পজিটিভিটি রেট 5 শতাংশের বেশি নয় ৷

আরও পড়ুন : Mamata in Goa : দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা

কলকাতা, 30 অক্টোবর : ত্রিপুরায় (Tripura) প্রবেশ করতে হলে আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা বাধ্যতামূলক ৷ শুক্রবার, 29 অক্টোবরের তারিখে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল সেখানকার সরকার ৷ আর এই নিয়ে ফের সরগরম উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের রাজনীতি ৷

আরও পড়ুন : Mamata Banerjee : কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

অভিযোগ উঠছে যে, তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিপ্লব দেবের (Biplab Deb) সরকার ৷

কারণ, আগামিকাল ওই রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ প্রশ্ন উঠছে, সেই কর্মসূচি আটকাতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হল ?

আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার

ত্রিপুরা সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করা হয়েছে ৷ জানানো হয়েছে যে ওই 9টি রাজ্যে যেহেতু একাধিক জেলায় করোনার সংক্রমণ 5 শতাংশের বেশি ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আরটিপিসিআর ছাড়া কেউ ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে তাঁকে বিমানবন্দর, রেল স্টেশন বা চড়ুইবাড়িতে পরীক্ষা করাতে হবে ৷

আরও পড়ুন : Goa TMC : লুইজিনহো-লিয়েন্ডার সহ একাধিক মুখ তৈরি গোয়া তৃণমূলে

এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে আক্রমণ করা হয়েছে ৷ এই নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসকে রুখতেই অর্ধেক পরিশ্রম করছে বিজেপি সরকার ৷ 2023 সালে ত্রিপুরার মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে ৷

এদিন এই নিয়ে টুইট করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে গত 26 অক্টোবরের হিসেব অনুযায়ী বাংলায় কোভিড পজিটিভিটি রেট 5 শতাংশের বেশি নয় ৷

আরও পড়ুন : Mamata in Goa : দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা

Last Updated : Oct 30, 2021, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.