ETV Bharat / bharat

Emraan Hashmi: ইমরান হাশমিকে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার এক - Emraan Hashmi

সোমবার শুটিং সেরে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন ইমরান (Emraan Hashmi) ৷ সেখানেই তাঁকে আক্রমণ করে বসে অজ্ঞাতপরিচয় কয়েকজন ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে (One arrested in pelting stone incident) ৷

One arrested for pelting stone at Emraan Hashmi in Pahalgam
One arrested for pelting stone at Emraan Hashmi in Pahalgam
author img

By

Published : Sep 20, 2022, 10:25 AM IST

Updated : Sep 20, 2022, 1:06 PM IST

পহেলগাঁও (জম্মু-কাশ্মীর), 20 সেপ্টেম্বর: জম্মু-কাশ্মীরে শুটিং করতে গিয়ে আক্রান্ত হন অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi) ৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ এমনটাই জানাল অনন্তনাগ পুলিশ ৷

প্রসঙ্গত, উপত্যকায় তাঁর আসন্ন ছবি 'গ্রাউন্ড জিরো'-র শুটিং সারছেন ইমরান ৷ জানা গিয়েছে, সোমবার শুটিং সেরে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন ইমরান ৷ সেখানেই তাঁকে আক্রমণ করে বসে অজ্ঞাতপরিচয় কয়েকজন ৷ জনাকয়েক দুষ্কৃতী পাথর ছুড়ে মারে তাঁকে ৷ আর সেই আঘাতেই আক্রান্ত হন অভিনেতা ৷ অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ এরপরেই গ্রেফতার হয়েছে একজন ৷

জানা গিয়েছে, অনন্তনাগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এজিইউএইচ-এর সঙ্গে যুক্ত দুই হাইব্রিড সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে । জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে ওয়াঘামা-ওপজান রোডে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ তল্লাশি চালায় ।

আরও পড়ুন: উপত্যকায় শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি, ছোড়া হল পাথর

উল্লেখ্য, গত 24 অগস্ট থেকে উপত্যকাতেই রয়েছেন ইমরান হাশমি ৷ সোশাল মিডিয়ায় নয়া ছবির শুটিং শুরুর কথা শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ তেজস দেওস্করের পরিচালনায় 'গ্রাউন্ড জিরো' ছবিতে এক সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ শেষবার সমীর মেহরার পরিচালনায় 'চেহরে' ছবিতে দেখা গিয়েছিল ইমরানকে ৷

পহেলগাঁও (জম্মু-কাশ্মীর), 20 সেপ্টেম্বর: জম্মু-কাশ্মীরে শুটিং করতে গিয়ে আক্রান্ত হন অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi) ৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ এমনটাই জানাল অনন্তনাগ পুলিশ ৷

প্রসঙ্গত, উপত্যকায় তাঁর আসন্ন ছবি 'গ্রাউন্ড জিরো'-র শুটিং সারছেন ইমরান ৷ জানা গিয়েছে, সোমবার শুটিং সেরে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন ইমরান ৷ সেখানেই তাঁকে আক্রমণ করে বসে অজ্ঞাতপরিচয় কয়েকজন ৷ জনাকয়েক দুষ্কৃতী পাথর ছুড়ে মারে তাঁকে ৷ আর সেই আঘাতেই আক্রান্ত হন অভিনেতা ৷ অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ এরপরেই গ্রেফতার হয়েছে একজন ৷

জানা গিয়েছে, অনন্তনাগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এজিইউএইচ-এর সঙ্গে যুক্ত দুই হাইব্রিড সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে । জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে ওয়াঘামা-ওপজান রোডে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ তল্লাশি চালায় ।

আরও পড়ুন: উপত্যকায় শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি, ছোড়া হল পাথর

উল্লেখ্য, গত 24 অগস্ট থেকে উপত্যকাতেই রয়েছেন ইমরান হাশমি ৷ সোশাল মিডিয়ায় নয়া ছবির শুটিং শুরুর কথা শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ তেজস দেওস্করের পরিচালনায় 'গ্রাউন্ড জিরো' ছবিতে এক সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ শেষবার সমীর মেহরার পরিচালনায় 'চেহরে' ছবিতে দেখা গিয়েছিল ইমরানকে ৷

Last Updated : Sep 20, 2022, 1:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.