ETV Bharat / bharat

Road Accident in UP: একদিনে জোড়া দুর্ঘটনা, একই পরিবারের 5 জন-সহ উত্তরপ্রদেশে মৃত 10 - উত্তরপ্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু

একই দিনে উত্তরপ্রদেশে দু’টি পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের ৷ যার মধ্যে 4 জন শিশু ৷ একটি ঘটনা ঘটেছে বদায়ুুন ও একটি হরদৈ-তে ৷

ETV Bharat
উত্তরপ্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:15 AM IST

বদায়ুন / হরদৈ (উত্তরপ্রদেশ), 31 অক্টোবর: স্কুলবাসের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ৷ তার জেরে মৃত্যু হল মারুতির চালক ও চার শিশুর ৷ বাস ও মারুতি দু’টিই পড়ুয়া বোঝাই ছিল ৷ সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুনের নবিগঞ্জের উসাওয়ান থানার কাছে ৷ মারুতিটিতে ছিল স্কুলের 20 জন শিশু ৷ দুর্ঘটনার জেরে আহত হয় 19 জন ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷ স্থানীয়রা ছুটে যান এলাকায় ৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত শিশুদের ও চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ সেখানে 4 শিশু ও মারুতি চালকের মৃত্যু হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যান শিশুদের পরিবারের সদস্যরা ৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাচ্চাদের টিফিনবক্স, ব্যাগ ও বইপত্র ৷ দ্রুত তাঁরা হাসপাতালে যান ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে আহত শিশুর সংখ্যা ছিল 16 ৷ তারপর তা বেড়ে হয় 19 ৷ তবে দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয় মানুষের মধ্য়েও ক্ষোভ দেখা দেয় ৷ রাস্তার পাশে গর্ত থাকার ফলেই এই দুর্ঘটনা বলে অনুমান ৷ এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনকেই দুষেছেন এই দুর্ঘটনায় ৷

ETV Bharat
মৃত মারুতির চালক ও চার স্কুল পড়ুয়া

অন্যদিকে, এদিন অর্থাৎ সোমবারই রাত 10টার দিকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 5 জনের ৷ হরদৈয়ের সওয়াইজপুর কোতোয়ালি এলাকার অন্তর্গত বিলহাউর-কাটরা সড়কের খামারিয়া মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ যার জেরে মৃত্যু হয় এক শিশু-সহ 5 জনের ৷ নিহতরা সকলেই পাঁচদেভরা থানা এলাকার বরকান্ত গ্রামের একই পরিবারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরদৈয়ের পুলিশ সুপার, এএসপি ও একাধিক থানার পুলিশ ৷ ক্ষতিগ্রস্ত গাড়িতে পাওয়া মোবাইল ফোনের সাহায্যে এই দুর্ঘটনার কথা মৃতদের পরিবারের সদস্যদের জানানো হয় ৷

এই বিষয়ে হরদৈয়ের পুলিশ সুপার দুর্গেশ কুমার সিং জানিয়েছেন, মোট চারজন লোক এবং চার বছরের এক শিশু একটি গাড়িতে করে বড়কাঁথা গ্রাম থেকে নয়াগাঁও যাচ্ছিল । পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় । সবাইকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে । পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : দু’টি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালক ও খালাসির

বদায়ুন / হরদৈ (উত্তরপ্রদেশ), 31 অক্টোবর: স্কুলবাসের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ৷ তার জেরে মৃত্যু হল মারুতির চালক ও চার শিশুর ৷ বাস ও মারুতি দু’টিই পড়ুয়া বোঝাই ছিল ৷ সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুনের নবিগঞ্জের উসাওয়ান থানার কাছে ৷ মারুতিটিতে ছিল স্কুলের 20 জন শিশু ৷ দুর্ঘটনার জেরে আহত হয় 19 জন ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷ স্থানীয়রা ছুটে যান এলাকায় ৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত শিশুদের ও চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ সেখানে 4 শিশু ও মারুতি চালকের মৃত্যু হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যান শিশুদের পরিবারের সদস্যরা ৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাচ্চাদের টিফিনবক্স, ব্যাগ ও বইপত্র ৷ দ্রুত তাঁরা হাসপাতালে যান ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে আহত শিশুর সংখ্যা ছিল 16 ৷ তারপর তা বেড়ে হয় 19 ৷ তবে দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয় মানুষের মধ্য়েও ক্ষোভ দেখা দেয় ৷ রাস্তার পাশে গর্ত থাকার ফলেই এই দুর্ঘটনা বলে অনুমান ৷ এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনকেই দুষেছেন এই দুর্ঘটনায় ৷

ETV Bharat
মৃত মারুতির চালক ও চার স্কুল পড়ুয়া

অন্যদিকে, এদিন অর্থাৎ সোমবারই রাত 10টার দিকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 5 জনের ৷ হরদৈয়ের সওয়াইজপুর কোতোয়ালি এলাকার অন্তর্গত বিলহাউর-কাটরা সড়কের খামারিয়া মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ যার জেরে মৃত্যু হয় এক শিশু-সহ 5 জনের ৷ নিহতরা সকলেই পাঁচদেভরা থানা এলাকার বরকান্ত গ্রামের একই পরিবারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরদৈয়ের পুলিশ সুপার, এএসপি ও একাধিক থানার পুলিশ ৷ ক্ষতিগ্রস্ত গাড়িতে পাওয়া মোবাইল ফোনের সাহায্যে এই দুর্ঘটনার কথা মৃতদের পরিবারের সদস্যদের জানানো হয় ৷

এই বিষয়ে হরদৈয়ের পুলিশ সুপার দুর্গেশ কুমার সিং জানিয়েছেন, মোট চারজন লোক এবং চার বছরের এক শিশু একটি গাড়িতে করে বড়কাঁথা গ্রাম থেকে নয়াগাঁও যাচ্ছিল । পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় । সবাইকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে । পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : দু’টি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালক ও খালাসির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.