দিল্লি, 2 জানুয়ারি : বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাইরে চলছে বিক্ষোভ । টানা এক মাসের উপর হয়ে গেল, দিল্লির সীমান্তে প্রতিবাদ-অবস্থান করছেন কৃষকরা । দফায় দফায় বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র আসেনি । দু'দিন পরেই ফের এক দফা বৈঠক রয়েছে । এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে ট্র্যাক্টর ব়্যালির হুঁশিয়ারি দিয়ে রাখলেন কৃষকরা ।
4 জানুয়ারি আরও এক দফা আলোচনায় বসতে চলেছে কৃষক-কেন্দ্র । 5 জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে বিষয়টি নিয়ে । যদি তারপরেও কোনও সিদ্ধান্ত না আসে, তবে 6 জানুয়ারি কুন্দলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ট্র্যাক্টর মিছিল করা হবে বলে জানালেন কৃষক নেতা দর্শনপাল । টানা 15 দিন ধরে চলবে প্রতিবাদ । 23 জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে রাজ্যপালের বাসভবনের সামনে প্রতিবাদ জানাবে আন্দোলনরত কৃষকরা ।
এরপর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে তেরঙ্গা পতাকা নিয়ে ট্র্যাক্টর মিছিল করা হবে বলেও জানান তিনি । পাশাপাশি, সারা দেশে যাতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রতিটি দলীয় কার্যালয়ে নির্দেশ দেওয়া হবে ।
আরও পড়ুন : আন্দোলনরত কৃষকের ঝুলন্ত দেহ শৌচাগারে
এদিকে কৃষক-বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হতে শুরু করেছে । ঝাড়খন্ডের কৃষিমন্ত্রী বাদল পটলেখ ইতিমধ্যেই বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন । স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, কৃষি আইনের বিরুদ্ধে এই আন্দোলনে পাশে রয়েছে ঝাড়খণ্ড । কৃষকদের সমর্থনে পাশে দাঁড়িয়েছে বাম শ্রমিক সংগঠনগুলিও । শিলিগুড়িতে কৃষি আইনের প্রতিবাদে পথে নামতে দেখা যায় সিটুকে ।