ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন ওমর - গুলাম নবি আজাদ

2019-এ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে দুটি আলাদা রাজ্য তৈরি করে হয়েছে ৷ কিন্তু এর রাজনৈতিক প্রক্রিয়াকরণ বাকি রয়েছে ৷ আগামী 24 জুন জম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনায় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে ৷ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ওমর আবদুল্লাহ
ওমর আবদুল্লাহ
author img

By

Published : Jun 20, 2021, 11:16 AM IST

শ্রীনগর, 20 জুন : জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ৷ আগামী বৃহস্পতিবার, 24 জুন, বিকেল 3টেয় নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে 14 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ওমর ছাড়া জম্মু ও কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতি আর কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও থাকবেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সংশ্লিষ্ট নেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে বিজেপির সহ-সভাপতি মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিশেষ মর্যাদা-সহ, বিধানসভা অধিবেশন চালু করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী ৷ 2019-এর অগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দু'টি ভিন্ন কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে বিভক্ত করার পর এই প্রথম বৈঠক করবে কেন্দ্রীয় সরকার ৷ উপস্থিত থাকবেন অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ কেন্দ্রের অন্যান্য নেতা, উচ্চাধিকারিকেরা ৷

7টি দল নিয়ে গঠিত গুপকার অ্যালায়েন্স বা পিএজিডি জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা তুলবে এই বৈঠকে ৷

শ্রীনগর, 20 জুন : জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ৷ আগামী বৃহস্পতিবার, 24 জুন, বিকেল 3টেয় নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে 14 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ওমর ছাড়া জম্মু ও কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতি আর কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও থাকবেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সংশ্লিষ্ট নেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে বিজেপির সহ-সভাপতি মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিশেষ মর্যাদা-সহ, বিধানসভা অধিবেশন চালু করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী ৷ 2019-এর অগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দু'টি ভিন্ন কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে বিভক্ত করার পর এই প্রথম বৈঠক করবে কেন্দ্রীয় সরকার ৷ উপস্থিত থাকবেন অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ কেন্দ্রের অন্যান্য নেতা, উচ্চাধিকারিকেরা ৷

7টি দল নিয়ে গঠিত গুপকার অ্যালায়েন্স বা পিএজিডি জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা তুলবে এই বৈঠকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.