ETV Bharat / bharat

মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর - Omar Abdullah latest news today

জম্মু-কাশ্মীর নিয়ে সম্প্রতি সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা ৷ তবে তাঁর ছেলে তথা দলের নেতা ওমর আবদুল্লা স্পষ্ট করেছেন যে, তাঁরা 370 ধারা ফেরানোর দাবি থেকে সরছেন না ৷

omar abdulla said they wont back off their mission to restore article 370 in jammu & kashmir
মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর
author img

By

Published : Jun 26, 2021, 4:03 PM IST

শ্রীনগর, 26 জুন : জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) রাজনৈতিক প্রক্রিয়া স্বাভাবিক করার পথে উদ্যোগী হয়েছে কেন্দ্র ৷ ইতিমধ্যে ওই রাজ্যের সর্বদলীয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর সেই উদ্যোগকে স্বাগত জানালেও ভূস্বর্গের রাজনৈতিক নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে তাঁরা অনড় থাকবেন ৷

শনিবার জম্মু-কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের (National Conference) নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah) এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, শুধু মেহবুবা মুফতি নয়, ফারুক আবদুল্লাও (Farooq Abdullah) সংবিধানের 370 ধারা (Article 370) পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অনড় ৷ এই ধারা সংবিধান থেকে বাদ দেওয়া বিজেপির (BJP) অ্যাজেন্ডা ছিল ৷ তারা 70 বছর ধরে এই দাবি জানিয়ে আসছে ৷

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো ও বিধানসভা নির্বাচনের দাবি তুলল কংগ্রেস

বিজেপির তাদের অ্যাজেন্ডায় সফল হলেও তাঁরা ফের জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে অনড় থাকবেন ৷ 70 সপ্তাহ হোক, কিংবা 70 মাস অথবা তার থেকেও বেশি সময় যদি কেটে যায়, তাও তাঁরা এই লক্ষ্য থেকে সরবেন না ৷ এদিন এই কথাই জানিয়েছেন ওমর আবদুল্লা ৷

এদিকে তাঁর বাবা তথা ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে ৷ প্রতিটি দল তাদের কথা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছে ৷ জম্মু-কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া আবার শুরু করার জন্য ভালো পরিস্থিতি তৈরি করতে এটা তাঁর তরফ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ ৷ কিন্তু তাঁরা গুপকর ঘোষণা থেকে সরছেন না ৷

আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি রাজনৈতিক দল গুপকর জোট তৈরি করেছে ৷ সেই জোটের লক্ষ্য ওই রাজ্যে আবার সংবিধানের 370 ধারা পুনঃপ্রতিষ্ঠা করা ৷ ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির মতো বেশ কয়েকটি দল রয়েছে ওই জোটে ৷ তবে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তাঁরা জোট হিসেবে যাননি বলেও স্পষ্ট করেছেন ফারুক আবদুল্লা ৷

অন্যদিকে জম্মু-কাশ্মীরে কংগ্রেসের সভাপতি গুলাম আহমেদ মীর জানান, বরফ গলানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ যদি দিল্লি দক্ষিণের দিকে দেখে, তাহলে আমরা উত্তরের দিকে দেখেছি ৷ এই বৈঠকে সবকিছু একটি লক্ষ্যে হয়েছে ৷ জম্মু-কাশ্মীরের সব নেতার কথা বৈঠকে কোনওরকম বাধা ছাড়াই শোনা হয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi on Emergency : জরুরি অবস্থার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

শ্রীনগর, 26 জুন : জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) রাজনৈতিক প্রক্রিয়া স্বাভাবিক করার পথে উদ্যোগী হয়েছে কেন্দ্র ৷ ইতিমধ্যে ওই রাজ্যের সর্বদলীয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর সেই উদ্যোগকে স্বাগত জানালেও ভূস্বর্গের রাজনৈতিক নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে তাঁরা অনড় থাকবেন ৷

শনিবার জম্মু-কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের (National Conference) নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah) এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, শুধু মেহবুবা মুফতি নয়, ফারুক আবদুল্লাও (Farooq Abdullah) সংবিধানের 370 ধারা (Article 370) পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অনড় ৷ এই ধারা সংবিধান থেকে বাদ দেওয়া বিজেপির (BJP) অ্যাজেন্ডা ছিল ৷ তারা 70 বছর ধরে এই দাবি জানিয়ে আসছে ৷

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো ও বিধানসভা নির্বাচনের দাবি তুলল কংগ্রেস

বিজেপির তাদের অ্যাজেন্ডায় সফল হলেও তাঁরা ফের জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে অনড় থাকবেন ৷ 70 সপ্তাহ হোক, কিংবা 70 মাস অথবা তার থেকেও বেশি সময় যদি কেটে যায়, তাও তাঁরা এই লক্ষ্য থেকে সরবেন না ৷ এদিন এই কথাই জানিয়েছেন ওমর আবদুল্লা ৷

এদিকে তাঁর বাবা তথা ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে ৷ প্রতিটি দল তাদের কথা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছে ৷ জম্মু-কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া আবার শুরু করার জন্য ভালো পরিস্থিতি তৈরি করতে এটা তাঁর তরফ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ ৷ কিন্তু তাঁরা গুপকর ঘোষণা থেকে সরছেন না ৷

আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি রাজনৈতিক দল গুপকর জোট তৈরি করেছে ৷ সেই জোটের লক্ষ্য ওই রাজ্যে আবার সংবিধানের 370 ধারা পুনঃপ্রতিষ্ঠা করা ৷ ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির মতো বেশ কয়েকটি দল রয়েছে ওই জোটে ৷ তবে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তাঁরা জোট হিসেবে যাননি বলেও স্পষ্ট করেছেন ফারুক আবদুল্লা ৷

অন্যদিকে জম্মু-কাশ্মীরে কংগ্রেসের সভাপতি গুলাম আহমেদ মীর জানান, বরফ গলানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ যদি দিল্লি দক্ষিণের দিকে দেখে, তাহলে আমরা উত্তরের দিকে দেখেছি ৷ এই বৈঠকে সবকিছু একটি লক্ষ্যে হয়েছে ৷ জম্মু-কাশ্মীরের সব নেতার কথা বৈঠকে কোনওরকম বাধা ছাড়াই শোনা হয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi on Emergency : জরুরি অবস্থার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.