ETV Bharat / bharat

Karnataka: ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বিছানায় শুয়েই আদালতে বৃদ্ধা মা - কর্নাটক

ভুল বুঝিয়ে সম্পত্তি হাতিয়েছে ছেলে (Property Dispute Case) ৷ শয্যাশায়ী অবস্থায় আদালতে সাক্ষ্য দিতে হাজির হলেন 75 বছরের বৃদ্ধা মা ৷ বৃহস্পতিবার চামরাজানগর জেলার কোলেগালায় ঘটনাটি ঘটেছে ৷

old woman arrives at court in bed to accuse son in Karnataka
Karnataka: ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বিছানায় শুয়েই আদালতে বৃদ্ধা মা
author img

By

Published : Dec 16, 2022, 3:24 PM IST

চামরাজানগর (কর্নাটক), 16 ডিসেম্বর: একটি সম্পত্তি বিবাদের মামলায় (Property Dispute Case) একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে শুনানির জন্য আদালতে শয্যাশায়ী অবস্থায় হাজির করানো হল ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কর্নাটকের (Karnataka) চামরাজানগর জেলার কোলেগালা তালুকে । ওই মহিলা আদালতের সহকারি কমিশনারের কাছে হাজির হয়েছিলেন ৷ সেখানে তিনি জানান, তাঁর ছেলে জালিয়াতি করে তাঁর পুরো সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে ৷

চামরাজানগরের বাসিন্দা মমতাজ বেগম (75) তাঁর ছোট ছেলে আব্দুল রাজ্জাকের (সিদ্দিক) বিরুদ্ধে প্রিজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এর অধীনে আদালতে আবেদন করেছিলেন ৷ কিন্তু তিনি অসুস্থতার কারণে গত দুই মাস বিচারে অংশ নিতে পারেননি । এর পরিপ্রেক্ষিতে তাঁকে ডিসেম্বরে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয় আদালতের তরফে ।

মমতাজের মেয়ে নূর আয়েশা তাঁর আত্মীয়দের সহায়তায় তাঁর মাকে বিচারের জন্য শয্যাশায়ী অবস্থায় আদালতে হাজির করেন ৷ এতে চমকে গিয়েছেন সকলেই । জানা গিয়েছে, মমতাজের তিন কন্যা ও ছয় ছেলে ৷ তাঁর স্বামী নিসার আহমেদের মৃত্যুর পর তাঁর নামে 3.28 একর জমি পেয়েছিলেন ।

মমতাজের অভিযোগ, তাঁর ছোট ছেলে আব্দুল রাজ্জাক মিথ্যে বলে তাঁর কাছ থেকে জমির নথি নিয়েছিলেন ৷ রাজ্জাক হজযাত্রার জন্য পাসপোর্ট (Passport) তৈরিতে সম্পত্তির নথি চেয়েছিলেন ৷ তখনই জালিয়াতি করে সম্পত্তিটি নিজের নামে করে নেয় রাজ্জাক ৷ এক আবেদনে মমতাজ দাবি করেন, "সে আমার নামে লাখ লাখ টাকা ধার নিয়েছে । আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে । আমার ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।"

সহকারী কমিশনার গীতা হুডা বলেন, "বিছানায় শুয়ে অসুস্থ মমতাজ বেগমের একটি ছবি আমরা পেয়েছি ৷ এর পর আদালত মমতাজকে শুনানিতে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দিয়েছে । আমরা তাঁকে এই অবস্থায় শুনানিতে উপস্থিত না হতে বলেছিলাম । তবে পরিবার তাঁকে শয্যাশায়ী (Bed Ridden) অবস্থায় সঙ্গে নিয়ে আসে ।’’

আরও পড়ুন: ক্যারাভ্যানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি

চামরাজানগর (কর্নাটক), 16 ডিসেম্বর: একটি সম্পত্তি বিবাদের মামলায় (Property Dispute Case) একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে শুনানির জন্য আদালতে শয্যাশায়ী অবস্থায় হাজির করানো হল ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কর্নাটকের (Karnataka) চামরাজানগর জেলার কোলেগালা তালুকে । ওই মহিলা আদালতের সহকারি কমিশনারের কাছে হাজির হয়েছিলেন ৷ সেখানে তিনি জানান, তাঁর ছেলে জালিয়াতি করে তাঁর পুরো সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে ৷

চামরাজানগরের বাসিন্দা মমতাজ বেগম (75) তাঁর ছোট ছেলে আব্দুল রাজ্জাকের (সিদ্দিক) বিরুদ্ধে প্রিজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এর অধীনে আদালতে আবেদন করেছিলেন ৷ কিন্তু তিনি অসুস্থতার কারণে গত দুই মাস বিচারে অংশ নিতে পারেননি । এর পরিপ্রেক্ষিতে তাঁকে ডিসেম্বরে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয় আদালতের তরফে ।

মমতাজের মেয়ে নূর আয়েশা তাঁর আত্মীয়দের সহায়তায় তাঁর মাকে বিচারের জন্য শয্যাশায়ী অবস্থায় আদালতে হাজির করেন ৷ এতে চমকে গিয়েছেন সকলেই । জানা গিয়েছে, মমতাজের তিন কন্যা ও ছয় ছেলে ৷ তাঁর স্বামী নিসার আহমেদের মৃত্যুর পর তাঁর নামে 3.28 একর জমি পেয়েছিলেন ।

মমতাজের অভিযোগ, তাঁর ছোট ছেলে আব্দুল রাজ্জাক মিথ্যে বলে তাঁর কাছ থেকে জমির নথি নিয়েছিলেন ৷ রাজ্জাক হজযাত্রার জন্য পাসপোর্ট (Passport) তৈরিতে সম্পত্তির নথি চেয়েছিলেন ৷ তখনই জালিয়াতি করে সম্পত্তিটি নিজের নামে করে নেয় রাজ্জাক ৷ এক আবেদনে মমতাজ দাবি করেন, "সে আমার নামে লাখ লাখ টাকা ধার নিয়েছে । আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে । আমার ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।"

সহকারী কমিশনার গীতা হুডা বলেন, "বিছানায় শুয়ে অসুস্থ মমতাজ বেগমের একটি ছবি আমরা পেয়েছি ৷ এর পর আদালত মমতাজকে শুনানিতে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দিয়েছে । আমরা তাঁকে এই অবস্থায় শুনানিতে উপস্থিত না হতে বলেছিলাম । তবে পরিবার তাঁকে শয্যাশায়ী (Bed Ridden) অবস্থায় সঙ্গে নিয়ে আসে ।’’

আরও পড়ুন: ক্যারাভ্যানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.