নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করার পরই বিশ্বের বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম ৷ রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে এই আশঙ্কা থেকেই বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ল ৷ এখন ব্যারেল প্রতি ওই জ্বালানির দাম ছুঁল 100 মার্কিন ডলার (Oil prices soar past 100 dollar) ৷
বিশ্বের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠা-পড়ার উপর নির্ভর করে ভারতের পেট্রোপণ্যের দাম ৷ ফলে ভারতে ফের পেট্রোপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে যে এই পরিস্থিতি তৈরি হতে পারে, তা আগে থেকেই আশঙ্কা করছিল ভারত ৷ গত মঙ্গলবার সেই আশঙ্কা প্রকাশও করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি জানিয়েছিলেন, অপরিশোধিত তেলের পরিস্থিতি ভয়ের ৷ ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে ৷
ভারত চেয়েছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হোক ৷ রাষ্ট্রসঙঘের নিরাপত্তা পরিষদেও ভারত এই মত প্রকাশ করেছিল ৷ মঙ্গলবার মুম্বইতে একই কথা শোনা গিয়েছিল নির্মলা সীতারমনের মুখেও ৷ তার সঙ্গে তিনি জানিয়েছিলেন, গত ডিসেম্বরে বিশ্বের বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি 70 ডলারে পাওয়া যাচ্ছিল ৷ পরবর্তী তিন মাসে সেই দাম প্রায় 40 শতাংশ বেড়ে গিয়েছে ৷
ভারতে যা পেট্রোপণ্যের ব্যবহার হয়, তার 80 শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয় ৷ ফলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হলে সেই আমদানিতে প্রভাব পড়বে ৷ তাতে ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা তো রয়েছেই (Oil price in India following Ukraine crisis) ৷ পাশাপাশি মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : পুতিনের হামলায় বন্ধ ইউক্রেনের আকাশসীমা, মাঝ আকাশ থেকে ভারতে ফিরল উদ্ধারকারী বিমান