ETV Bharat / bharat

দেশের 12 রাজ্যে কোভিড সাব ভ্যারিয়্যান্ট জেএন.1 এ আক্রান্ত 819 !

Covid Sub-Variant JN.1: সরকারি সূত্র থেকে জানা গিয়েছে দেশের 12টি রাজ্যে সোমবার পর্যন্ত কোভিড-19 এর সাব ভ্যারিয়্যান্ট জেএন.1 এ আক্রান্ত হয়েছেন 819 জন ৷ তালিকায় শীর্ষে মহারাষ্ট্র ৷ সেখানে আক্রান্তের সংখ্যা আড়াইশো ৷

Covid Sub-Variant JN.1
Covid Sub-Variant JN.1
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 2:36 PM IST

Updated : Jan 9, 2024, 2:57 PM IST

নয়াদিল্লি, 9 জুন: কোভিড-19 এর সাব ভ্যারিয়্যেন্ট জেএন.1-এ আক্রান্তের সংখ্য়া সোমবার পর্যন্ত পৌঁছেছে 819-এ পৌঁছেছে ৷ সরকারি সূত্র থেকে এই তথ্য মিলেছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই সংখ্যা দেশের 12টি রাজ্যের ৷ এই রাজ্যগুলি হল - মহারাষ্ট্র (250 জন আক্রান্ত), কর্ণাটক (199 জন আক্রান্ত), কেরালা (148 জন আক্রান্ত), গোয়া (49 জন আক্রান্ত), গুজরাত (36 জন আক্রান্ত), অন্ধ্রপ্রদেশ (30 জন আক্রান্ত), রাজস্থান (30 জন আক্রান্ত), তামিলনাড়ু (26 জন আক্রান্ত), তেলেঙ্গানা (26 জন আক্রান্ত), দিল্লি (21 জন আক্রান্ত), ওড়িশা (3 জন আক্রান্ত) ও হরিয়ানা (3 জন আক্রান্ত) ৷

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, জেএন.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তবে এই নিয়ে এখনই বেশি আতংকিত হওয়ার কিছু নেই ৷ কারণ, আক্রান্তদের অধিকাংশই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন ৷ আক্রান্তরা অসুস্থও হচ্ছেন সামান্য় ৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলা হয়েছে ৷ এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ কেন্দ্রের তরফে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পাঠানো হয়েছে ৷

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কতজন জেএন1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে ৷ প্রয়োজনীয় গাইড যাতে মেনে চলা হয়, দেখতে হবে সেই বিষয়টিও ৷ প্রতিটি জেলায় খতিয়ে দেখতে হবে যে কেউ ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার ভুগছেন কি না, কারও শ্বাসকষ্ট জনিত গভীর সমস্যা তৈরি করা হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্য়ে জানিয়েছে যে কোভিড-19 এর এই সাব ভ্যারিয়্যান্ট জেএন.1 দ্রুত ছড়াচ্ছে ৷ তবে এই সাব ভ্যারিয়্যান্ট থেকে ঝুঁকি অনেক কম ৷

নয়াদিল্লি, 9 জুন: কোভিড-19 এর সাব ভ্যারিয়্যেন্ট জেএন.1-এ আক্রান্তের সংখ্য়া সোমবার পর্যন্ত পৌঁছেছে 819-এ পৌঁছেছে ৷ সরকারি সূত্র থেকে এই তথ্য মিলেছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই সংখ্যা দেশের 12টি রাজ্যের ৷ এই রাজ্যগুলি হল - মহারাষ্ট্র (250 জন আক্রান্ত), কর্ণাটক (199 জন আক্রান্ত), কেরালা (148 জন আক্রান্ত), গোয়া (49 জন আক্রান্ত), গুজরাত (36 জন আক্রান্ত), অন্ধ্রপ্রদেশ (30 জন আক্রান্ত), রাজস্থান (30 জন আক্রান্ত), তামিলনাড়ু (26 জন আক্রান্ত), তেলেঙ্গানা (26 জন আক্রান্ত), দিল্লি (21 জন আক্রান্ত), ওড়িশা (3 জন আক্রান্ত) ও হরিয়ানা (3 জন আক্রান্ত) ৷

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, জেএন.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তবে এই নিয়ে এখনই বেশি আতংকিত হওয়ার কিছু নেই ৷ কারণ, আক্রান্তদের অধিকাংশই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন ৷ আক্রান্তরা অসুস্থও হচ্ছেন সামান্য় ৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলা হয়েছে ৷ এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ কেন্দ্রের তরফে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পাঠানো হয়েছে ৷

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কতজন জেএন1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে ৷ প্রয়োজনীয় গাইড যাতে মেনে চলা হয়, দেখতে হবে সেই বিষয়টিও ৷ প্রতিটি জেলায় খতিয়ে দেখতে হবে যে কেউ ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার ভুগছেন কি না, কারও শ্বাসকষ্ট জনিত গভীর সমস্যা তৈরি করা হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্য়ে জানিয়েছে যে কোভিড-19 এর এই সাব ভ্যারিয়্যান্ট জেএন.1 দ্রুত ছড়াচ্ছে ৷ তবে এই সাব ভ্যারিয়্যান্ট থেকে ঝুঁকি অনেক কম ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.1, সংক্রমণের হার বেশি হলেও ঝুঁকি কম; মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  2. কোভিড টিকার প্রভাবে কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? বিশেষজ্ঞের মত জানুন
  3. ফের দেশে তেজি কোভিড গ্রাফ, নতুন করে আক্রান্ত 743; মৃত 7
Last Updated : Jan 9, 2024, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.