নয়াদিল্লি, 5 জানুয়ারি : ক্যাথলিক ধর্ম প্রতিষ্ঠান মিশনারিজ অফ চ্যারিটিকে আর্থিক সাহায্য দেবে ওড়িশা সরকার ৷ স্বরাষ্ট্র মন্ত্রক মাদার টেরেসা স্থাপিত এই সংস্থার এফসিআরএ লাইসেন্স (Foreign Contribution Regulation Act) পুনর্নবীকরণ করেনি ৷ এর ফলে বিদেশ থেকে আসা অনুদান আপাতত বন্ধ হয়ে গিয়েছে ৷ সঙ্কটের মুখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মপ্রতিষ্ঠান (Odisha will give financial aid to the Missionaries of Charity) ৷
এমন সময় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক একটি বিবৃতিতে জানান, তাঁর সরকারের ত্রাণ তহবিল (Chief Minister's Relief Fund) থেকে 78.76 লক্ষ টাকা দেওয়া হবে মিশনারিজ অফ চ্যারিটিকে ৷ 1950-এ কলকাতায় মাদার টেরেসা এই প্রতিষ্ঠানের সূচনা করেন ৷ ওডিশায় কুষ্ঠ রোগীদের সেবা এবং অনাথদের জন্য আশ্রম রয়েছে মিশনারিজ অফ চ্যারিটির ৷
এখানে 8টি জেলায় 13টি শাখায় যাতে কোনও আর্থিক সমস্যা না হয়, সে বিষয়ে দেখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ 900-রও বেশি লোকের দেখভাল করে এই ধর্ম প্রতিষ্ঠান ৷
বিবৃতিতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Chief Minister Naveen Patnaik) জানিয়েছেন, "জেলাশাসকদের ওডিশায় মিশনারিজ অফ চ্যারিটির সঙ্গে সব সময় যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ এই প্রতিষ্ঠানের কোনও সদস্য যেন সমস্যায় না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ যখনই প্রয়োজন হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য করা হবে ৷"
25 ডিসেম্বর বড়দিনে স্বরাষ্ট্র মন্ত্রক এই সংস্থায় বিদেশ থেকে আসা আর্থিক সাহায্য পাওয়ার সুবিধে বাতিল করে দেয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এফসিআরএ-র ছাড়পত্র দিলে, তবেই কোনও এনজিও বা সামাজিক প্রতিষ্ঠান বিদেশি অর্থ ব্যবহার করতে পারে ৷
যতক্ষণ না পর্যন্ত এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের বিদেশি অর্থ আসার এসবিআই অ্যাকাউন্টগুলি (State Bank of India) বন্ধ রাখার কথা জানায় মিশনারিজ অফ চ্যারিটি (Missionaries of Charity Account Freeze) ৷ কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা হয় দেশজুড়ে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ৷