কটক (ওড়িশা): ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 292-এ পৌঁছল ৷ এখনও পর্যন্ত ওই ভয়াবহ দুর্ঘটনার সর্বশেষ শিকার কলকাতার এক যুবক ৷
2 জুনের দুর্ঘটনার কবলে পড়া পল্টু নস্কর (26) কটক এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেন্ট্রাল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৷ রবিবার তাঁর মৃত্যু হয় ৷ গত কয়েক সপ্তাহে ট্রেন দুর্ঘটনায় আহত চারজন মারা গিয়েছেন ৷ তার পর থেকে কটকের হাসপাতালে একা লড়াই চালাচ্ছেন পল্টু ৷ তবে শেষরক্ষা হল না ৷
2 জুন চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী শালিমার এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ওড়িশালার বালাসোরে বাহানাগা বাজার স্টেশনে ৷ মৃতদের বেশিরভাগই করমণ্ডল এক্সপ্রেসের অসংরক্ষিত কেবিনে সফর করছিলেন । ঘটনার দুই দিন পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের কারণে এই ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে । দুর্ঘটনার পর থেকে সে রাজ্যে ত্রাণ ও উদ্ধারকাজের নেতৃত্ব দেন দেন রেলমন্ত্রী ৷
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার 10 দিন, মাথা কামিয়ে হিন্দুরীতিতে পারলৌকিক কাজ সারল বাহানাগা
তবে দুর্ঘটনার তদন্ত শীঘ্রই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) কাছে হস্তান্তর করা হয় । সিবিআই আধিকারিকরা দুর্ঘটনার স্থান, ট্র্যাক, সিগন্যালিং রুম, কন্ট্রোল রুম পরীক্ষা করেন এবং বাহানাগা বাজারের স্টেশন মাস্টার ও সিগন্যালিং অফিসারকে তুলে নিয়ে গিয়ে বালাসোরে একটি অজ্ঞাত স্থানে জিজ্ঞাসাবাদ করেন । তদন্তের জন্য বাহানাগা বাজার রেল স্টেশনের যন্ত্রপাতি ও রেকর্ডও সিল করে দেওয়া হয় । তদন্তে আর কোনও আপডেট এজেন্সি এখনও পর্যন্ত দেয়নি ।
অশ্বিনী বৈষ্ণবের 21 জুন বালাসোরে যাওয়ার কথা । সে দিনই আন্তর্জাতিক যোগ দিবস হওয়ায় বিজেপি নেতারা সে দিন সারা দেশে যোগ ক্রিয়াকলাপে অংশ নেবেন । কেন্দ্রীয় মন্ত্রী সে দিন ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী ও যাঁরা রেল দুর্ঘটনার কঠিন সময়ে মানুষকে উদ্ধার করতে এসেছিলেন, তাঁদের সঙ্গে দেখা করে যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা দানের জন্য তাঁদের ধন্যবাদ জানাবেন ৷