ETV Bharat / bharat

Mamata Banerjee: 'অ্যান্টি কলিসন ডিভাইসে এড়ানো যেত দুর্ঘটনা', রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা - পাঁচজন মুখ্যমন্ত্রীর

রেল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিজ্ঞতা আর পাঁচজন মুখ্যমন্ত্রীর থেকে অনেকটাই পৃথক। রেলের খুঁটিনাটি সম্পর্কে অনেকের পক্ষে জানা সম্ভব না।

Etv Bharat
ক্ষোভ উগড়ে দিলেন মমতা
author img

By

Published : Jun 3, 2023, 4:16 PM IST

বালাসোর, ৩ জুন: রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনে অ্যান্টি কলিসন ডিভাইস ব্যবহারের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । বালাসোর দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ফের সেই প্রসঙ্গের পুনরুত্থাপন করলেন তিনি । সেইসঙ্গে, এই ভয়াবহ দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা নিয়েও সংশয় প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

তিনবার রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা। তাঁর আমলেই ঘটেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার মতো বড় ঘটনা। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার আগে 2009 সালেই অবশ্য রেল বাজেটে রেলের সুরক্ষা নিয়ে একগুচ্ছ দাওয়াই দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই উঠে এসেছিল অ্যান্টি কলিসন ডিভাইসের কথা । এমনকী ট্রেনে তা পরীক্ষামূলক সাফল্যও লাভ করে । কিন্তু খোদ মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তুললেন, যখন অ্যান্টি কলিসন ডিভাইস সাফল্য লাভ করেছিল, সেখানে তার ব্যবহার করা হচ্ছে না কেন? সুতরাং পূর্ববর্তী দুর্ঘটনা থেকে কোনও শিক্ষাই নেয়নি বর্তমান রেল প্রশাসক, তা স্পষ্ট । আর তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন মমতা ।

উল্লেখ্য, রেল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিজ্ঞতা আর পাঁচজন মুখ্যমন্ত্রীর থেকে অনেকটাই পৃথক। রেলের খুঁটিনাটি সম্পর্কে অনেকের পক্ষে জানা সম্ভব না। শনিবার বালাসোর পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এটা রাজনীতি করার সময় নয়। তাঁর সরকার এই ভয়ানক দুর্ঘটনা সামলাতে সবধরনের সাহায্য করবে বলেও সাফ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গতকাল দুর্ঘটনার পর থেকেই সক্রিয় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । রাত পর্যন্ত প্রত্যেক ঘণ্টায় তিনি নিজে মনিটরিং করেছেন গোটা ঘটনা । কথা বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দলের সঙ্গেও । পাশাপাশি ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রক্ষার কাজও করেন। এদিন সকাল হতেই নিজে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়েই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । এই দুর্ঘটনার পিছনে রেলের সমন্বয়ের অভাবকেই বড় কারণ হিসাবে তুলে ধরেছেন মমতা । তিনি সাফ জানান, তাঁর আমলে তৈরি হওয়া অ্যান্টি কলিসন ডিভাইস থাকলে এই ধরনের ঘটনা ঘটত না। এদিন রেলমন্ত্রীকে পাশে দাঁড় করিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন রেল দুর্ঘটনা রুখতে অ্যান্টি কলিসন ডিভাইস তৈরি করেছিলাম। এই ডিভাইস ব্যবহারের পর থেকেই রেল দুর্ঘটনা অনেক কমেছে।" বাংলার মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, যদি ট্রেনের মধ্যে এই ডিভাইস ইনস্টল করা থাকে সে ক্ষেত্রে দুটো ট্রেন মুখোমুখি চলে এলে দাঁড়িয়ে যায়। অথবা ড্রাইভারকে সিগন্যাল দিয়ে সতর্ক করা হয়। এর ফলে বড়সড় দুর্ঘটনা অনেকটাই এড়িয়ে যাওয়া যায়।

আরও পড়ুন: দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি যখন এখানে আছেন আমি বলব আপনি তদন্ত করে দেখুন এই অ্যান্টি কলিসন ডিভাইস দু'টি ট্রেনে ছিল কি না ! এই ডিভাইসটা থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। আমি যতদূর খবর পেয়েছি, ট্রেনগুলিতে এই অ্যান্টি কলিসন ডিভাইস ছিল না।" একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দুর্ঘটনাটা ঘটে গিয়েছে এখন এইসব ভাবার সময় নয়। তদন্তের সময় বিষয়গুলি আসবে। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত উদ্ধার কাজ এবং যাতে আহতদের সবচেয়ে উৎকৃষ্ট চিকিৎসা দেওয়া যায় সেই দিকেই। তারা মারা গিয়েছেন তাদের জীবন তো ফিরে পাওয়া যাবে না। আমাদের উচিত উদ্ধার কাজকে যাতে আরও ভালোভাবে করা যায় তা নজর দেওয়া। যারা মারা গিয়েছেন তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে হবে।" একইসঙ্গে মৃতদের পরিবার পিছু চাকরির ব্যবস্থা করা যায় কি না, তাও ভাবনা চিন্তা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক না হয় ওড়িশা সরকার রেলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে রাজ্য।

বালাসোর, ৩ জুন: রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনে অ্যান্টি কলিসন ডিভাইস ব্যবহারের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । বালাসোর দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ফের সেই প্রসঙ্গের পুনরুত্থাপন করলেন তিনি । সেইসঙ্গে, এই ভয়াবহ দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা নিয়েও সংশয় প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

তিনবার রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা। তাঁর আমলেই ঘটেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার মতো বড় ঘটনা। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার আগে 2009 সালেই অবশ্য রেল বাজেটে রেলের সুরক্ষা নিয়ে একগুচ্ছ দাওয়াই দিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই উঠে এসেছিল অ্যান্টি কলিসন ডিভাইসের কথা । এমনকী ট্রেনে তা পরীক্ষামূলক সাফল্যও লাভ করে । কিন্তু খোদ মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তুললেন, যখন অ্যান্টি কলিসন ডিভাইস সাফল্য লাভ করেছিল, সেখানে তার ব্যবহার করা হচ্ছে না কেন? সুতরাং পূর্ববর্তী দুর্ঘটনা থেকে কোনও শিক্ষাই নেয়নি বর্তমান রেল প্রশাসক, তা স্পষ্ট । আর তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন মমতা ।

উল্লেখ্য, রেল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিজ্ঞতা আর পাঁচজন মুখ্যমন্ত্রীর থেকে অনেকটাই পৃথক। রেলের খুঁটিনাটি সম্পর্কে অনেকের পক্ষে জানা সম্ভব না। শনিবার বালাসোর পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এটা রাজনীতি করার সময় নয়। তাঁর সরকার এই ভয়ানক দুর্ঘটনা সামলাতে সবধরনের সাহায্য করবে বলেও সাফ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গতকাল দুর্ঘটনার পর থেকেই সক্রিয় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । রাত পর্যন্ত প্রত্যেক ঘণ্টায় তিনি নিজে মনিটরিং করেছেন গোটা ঘটনা । কথা বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দলের সঙ্গেও । পাশাপাশি ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রক্ষার কাজও করেন। এদিন সকাল হতেই নিজে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়েই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । এই দুর্ঘটনার পিছনে রেলের সমন্বয়ের অভাবকেই বড় কারণ হিসাবে তুলে ধরেছেন মমতা । তিনি সাফ জানান, তাঁর আমলে তৈরি হওয়া অ্যান্টি কলিসন ডিভাইস থাকলে এই ধরনের ঘটনা ঘটত না। এদিন রেলমন্ত্রীকে পাশে দাঁড় করিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন রেল দুর্ঘটনা রুখতে অ্যান্টি কলিসন ডিভাইস তৈরি করেছিলাম। এই ডিভাইস ব্যবহারের পর থেকেই রেল দুর্ঘটনা অনেক কমেছে।" বাংলার মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, যদি ট্রেনের মধ্যে এই ডিভাইস ইনস্টল করা থাকে সে ক্ষেত্রে দুটো ট্রেন মুখোমুখি চলে এলে দাঁড়িয়ে যায়। অথবা ড্রাইভারকে সিগন্যাল দিয়ে সতর্ক করা হয়। এর ফলে বড়সড় দুর্ঘটনা অনেকটাই এড়িয়ে যাওয়া যায়।

আরও পড়ুন: দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি যখন এখানে আছেন আমি বলব আপনি তদন্ত করে দেখুন এই অ্যান্টি কলিসন ডিভাইস দু'টি ট্রেনে ছিল কি না ! এই ডিভাইসটা থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। আমি যতদূর খবর পেয়েছি, ট্রেনগুলিতে এই অ্যান্টি কলিসন ডিভাইস ছিল না।" একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দুর্ঘটনাটা ঘটে গিয়েছে এখন এইসব ভাবার সময় নয়। তদন্তের সময় বিষয়গুলি আসবে। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত উদ্ধার কাজ এবং যাতে আহতদের সবচেয়ে উৎকৃষ্ট চিকিৎসা দেওয়া যায় সেই দিকেই। তারা মারা গিয়েছেন তাদের জীবন তো ফিরে পাওয়া যাবে না। আমাদের উচিত উদ্ধার কাজকে যাতে আরও ভালোভাবে করা যায় তা নজর দেওয়া। যারা মারা গিয়েছেন তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে হবে।" একইসঙ্গে মৃতদের পরিবার পিছু চাকরির ব্যবস্থা করা যায় কি না, তাও ভাবনা চিন্তা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক না হয় ওড়িশা সরকার রেলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে রাজ্য।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.