ভুবনেশ্বর (ওড়িশা), 29 জানুয়ারি: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Odisha Minister Attack) গুলি করার ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল সে রাজ্যের সরকার ৷ রবিবার সরকারি আধিকারিকরা এ কথা জানিয়েছেন ৷ তাঁরা জানান, "মামলার তদন্ত করার জন্য ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দেওয়া হয়েছে । ক্রাইম ব্রাঞ্চের (Crime Branch) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলা হয়েছে ৷"
গুলি চালানোর নিন্দায় সরব নবীন পট্টনায়েক: রবিবার সকালে ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরের কাছে একজন পুলিশকর্মী ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে লক্ষ্য করে গুলি চালান ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা করেছেন এবং নব দাসের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন । তিনি বলেন,"মাননীয় মন্ত্রী নব দাসের উপর হামলার দুর্ভাগ্যজনক ঘটনায় আমি মর্মাহত । আমি তাঁর উপর হামলার তীব্র নিন্দা করছি । তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ৷"
এয়ারলিফট করা হয় নব দাসকে: কর্মকর্তাদের মতে, স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক (Naba Das critical)। তাঁকে ঝাড়সুগুড়া থেকে ভুবনেশ্বরে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ দল এবং লাইফ সাপোর্ট জিনিসপত্র-সহ একটি একটি মেডিক্যাল টিম । ভুবনেশ্বর বিমানবন্দর থেকে তাঁকে অবিলম্বে সেখানকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন । অ্যাপোলো হাসপাতাল, এসসিবি এমসিএইচ, এবং ক্যাপিটাল হাসপাতাল থেকে নেওয়া রাজ্যের সেরা বিশেষজ্ঞদের একটি দল তাঁকে দেখাশোনা করছেন বলে জানিয়েছেন আধিকারিকরা ।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি পুলিশকর্মীর , আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে
হাসপাতালে ওড়িশার মুখ্যমন্ত্রী: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও অ্যাপোলো হাসপাতালে যান ৷ আক্রান্ত মন্ত্রীর চিকিৎসার বিষয়ে স্বাস্থ্যসচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি । এর আগে, একজন প্রত্যক্ষদর্শী, অ্যাডভোকেট রাম মোহন রাও বলেন যে, এক পুলিশকর্মী ওড়িশার মন্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় । তিনি জানান, "এই ঘটনাটি গান্ধি চকে দুপুর 12.30 নাগাদ ঘটে ৷ নব দাস তখন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ তাঁর বুকের বাঁদিকে বুলেটের আঘাত লাগায় তাঁর পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে ৷"
প্রত্যক্ষদর্শীর বয়ান: তিনি আরও বলেন, "একটি পাবলিক গ্রিভান্স অফিসের উদ্বোধনে নব দাস প্রধান অতিথি ছিলেন । তিনি যখন সেখানে পৌঁছন, তখন জনতা স্বাগত জানাতে জড়ো হয়েছিল । হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায় । আমরা দেখি পুলিশকর্মী গুলি করার পর সেখান থেকে পালাচ্ছেন ৷ মন্ত্রীকে ভুবনেশ্বরে এয়ারলিফট করা হয় ৷" গুলি চালানোর পিছনে সঠিক কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয় ।