ETV Bharat / bharat

Odisha Health Minister: চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - ওড়িশার মন্ত্রী গুলিবিদ্ধ

রবিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসের (Odisha Minister Naba Das died) ৷ এদিন সকালেই গুলিবিদ্ধ হন তিনি ৷ তাঁর বুকে গুলি লাগে ৷

ETV Bharat
প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী
author img

By

Published : Jan 29, 2023, 8:13 PM IST

Updated : Jan 29, 2023, 9:59 PM IST

ভুবনেশ্বর, 29 জানুয়ারি: শেষরক্ষা হল না ৷ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও মৃত্যু হল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসের ৷ রবিবারই গুলিবিদ্ধ হন তিনি ৷ সন্ধেয় ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি (Naba Das passes away) ৷ এদিন সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনাগরের কাছে গুলিবিদ্ধ হন তিনি ৷ এএসআই পদস্থ এক পুলিশ কর্মী তাঁকে লক্ষ্য করে গুলি চালান ৷ বুকে গুলি লাগে নব দাসের ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷

  • ରାଜ୍ୟର ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ତଥା @bjd_odisha ର ନେତା ନବ କିଶୋର ଦାସଙ୍କ ଅକାଳ ବିୟୋଗ ବିଷୟରେ ଜାଣି ମୁଁ ଶୋକରେ ମ୍ରିୟମାଣ। ତୃଣମୂଳସ୍ତର ନେତା ଭାବେ ତାଙ୍କ ପ୍ରତି ଲୋକଙ୍କ ଓ ଦଳମତ ନିର୍ବିଶେଷରେ ସମସ୍ତଙ୍କ ଭଲପାଇବା ଓ ସମ୍ମାନ ରହିଛି। ସମଗ୍ର ରାଜ୍ୟ ପାଇଁ ଏହା ଅପୂରଣୀୟ କ୍ଷତି। ସରକାର ଓ ଦଳରେ ତାଙ୍କ ଭୂମିକା ସର୍ବଦା ସ୍ମରଣୀୟ ରହିବ।

    — Naveen Patnaik (@Naveen_Odisha) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া থেকে এয়ারলিফ্ট করে ভুবনেশ্বরে নিয়ে আসা হয় ৷ ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে ৷ এদিন সন্ধ্যায় সেখানেই মারা যান তিনি ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, নব দাসের বুকের বাঁ-দিকে গুলি লেগেছিল ৷ চিকিৎসক দেবাশিস নায়েকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ গুলিটি তাঁর বুকের ভিতরে ঢুকে হৃদপিণ্ড ও ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ এর জেরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় মন্ত্রীর শরীরে (Odisha Minister died) ৷

আরও পড়ুন: নিজেকে 'হিন্দু' বলে উল্লেখ্য কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের

অ্যাপোলো হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, "তাঁর ক্ষতস্থান থেকে গুলি বের করে হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন মাত্রা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল ৷ আইসিইউ'তে চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু সব চেষ্টাই পরে ব্যর্থ হয় ৷" উল্লেখ্য, এই ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে ওড়িশা সরকার ৷ আহত মন্ত্রীকে এদিন হাসপাতালে দেখতেও যান রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নব দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে ৷

  • Saddened by the unfortunate demise of Minister in Odisha Government, Shri Naba Kishore Das Ji. Condolences to his family in this tragic hour. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মন্ত্রিসভার সদস্যের এই অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ এক শোকবার্তায় তিনি জানান, এই মৃত্যুর ঘটনায় তিনি স্তম্ভিত ও বিধ্বস্ত ৷ নব দাস রাজ্য মন্ত্রিসভায় ও দলের (বিজু জনতা দল) একজন সম্পদ ছিলেন ৷ তাঁর মৃত্যু ওড়িশার জন্য এক বড় ক্ষতি ৷

ভুবনেশ্বর, 29 জানুয়ারি: শেষরক্ষা হল না ৷ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও মৃত্যু হল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসের ৷ রবিবারই গুলিবিদ্ধ হন তিনি ৷ সন্ধেয় ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি (Naba Das passes away) ৷ এদিন সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনাগরের কাছে গুলিবিদ্ধ হন তিনি ৷ এএসআই পদস্থ এক পুলিশ কর্মী তাঁকে লক্ষ্য করে গুলি চালান ৷ বুকে গুলি লাগে নব দাসের ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷

  • ରାଜ୍ୟର ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ତଥା @bjd_odisha ର ନେତା ନବ କିଶୋର ଦାସଙ୍କ ଅକାଳ ବିୟୋଗ ବିଷୟରେ ଜାଣି ମୁଁ ଶୋକରେ ମ୍ରିୟମାଣ। ତୃଣମୂଳସ୍ତର ନେତା ଭାବେ ତାଙ୍କ ପ୍ରତି ଲୋକଙ୍କ ଓ ଦଳମତ ନିର୍ବିଶେଷରେ ସମସ୍ତଙ୍କ ଭଲପାଇବା ଓ ସମ୍ମାନ ରହିଛି। ସମଗ୍ର ରାଜ୍ୟ ପାଇଁ ଏହା ଅପୂରଣୀୟ କ୍ଷତି। ସରକାର ଓ ଦଳରେ ତାଙ୍କ ଭୂମିକା ସର୍ବଦା ସ୍ମରଣୀୟ ରହିବ।

    — Naveen Patnaik (@Naveen_Odisha) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া থেকে এয়ারলিফ্ট করে ভুবনেশ্বরে নিয়ে আসা হয় ৷ ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে ৷ এদিন সন্ধ্যায় সেখানেই মারা যান তিনি ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, নব দাসের বুকের বাঁ-দিকে গুলি লেগেছিল ৷ চিকিৎসক দেবাশিস নায়েকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ গুলিটি তাঁর বুকের ভিতরে ঢুকে হৃদপিণ্ড ও ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ এর জেরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় মন্ত্রীর শরীরে (Odisha Minister died) ৷

আরও পড়ুন: নিজেকে 'হিন্দু' বলে উল্লেখ্য কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের

অ্যাপোলো হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, "তাঁর ক্ষতস্থান থেকে গুলি বের করে হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন মাত্রা বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল ৷ আইসিইউ'তে চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু সব চেষ্টাই পরে ব্যর্থ হয় ৷" উল্লেখ্য, এই ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে ওড়িশা সরকার ৷ আহত মন্ত্রীকে এদিন হাসপাতালে দেখতেও যান রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নব দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে ৷

  • Saddened by the unfortunate demise of Minister in Odisha Government, Shri Naba Kishore Das Ji. Condolences to his family in this tragic hour. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মন্ত্রিসভার সদস্যের এই অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ এক শোকবার্তায় তিনি জানান, এই মৃত্যুর ঘটনায় তিনি স্তম্ভিত ও বিধ্বস্ত ৷ নব দাস রাজ্য মন্ত্রিসভায় ও দলের (বিজু জনতা দল) একজন সম্পদ ছিলেন ৷ তাঁর মৃত্যু ওড়িশার জন্য এক বড় ক্ষতি ৷

Last Updated : Jan 29, 2023, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.