ETV Bharat / bharat

Truck Drivers Charred to Death: ওড়িশায় তীব্র সংঘর্ষে বিধ্বংসী আগুন 3 ট্রাকে, দগ্ধ হয়ে মৃত 3 চালক

ওড়িশার ঝাড়সুগুড়ায় তীব্র সংঘর্ষে বিধ্বংসী আগুন লেগে গেল তিনটি ট্রাকে ৷ তার ফলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 3 চালকের ৷

Truck Drivers Charred to Death ETv bharat
বিধ্বংসী আগুন তিন ট্রাকে
author img

By

Published : Apr 6, 2023, 1:31 PM IST

Updated : Apr 6, 2023, 1:47 PM IST

ওড়িশায় তীব্র সংঘর্ষে বিধ্বংসী আগুন 3 ট্রাকে

ঝাড়সুগুড়া, 6 এপ্রিল: ওড়িশায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ৷ ঝাড়সুগুড়ায় তিনটি ট্রাক একে-অপরের সঙ্গে ধাক্কা লেগে তাতে বিধ্বংসী আগুন লেগে যায় ৷ এই ঘটনায় প্রাণ গেল তিন চালকের ৷ আহত হয়েছেন তিনজন ৷ বুধবার গভীর রাতে 49 নং জাতীয় সড়কে সদর থানার কাছে এই দুর্ঘটনা ঘটে ৷ এ দিন তিনটি ট্রাকে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন চালকের ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে 49 নং জাতীয় সড়কে একই দিকে যাওয়ার সময় 2টি ট্রাক একে-অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল । এই সময় তাদের পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল আরও একটি ট্রাক । একই দিকে যাওয়া দুটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে-অপরের সঙ্গে ধাক্কা খায় । তখন পেছন থেকে দ্রুত গতিতে আসা অপর ট্রাকটি এসে দুর্ঘটনার কবলে পড়া ট্রাক দুটিকে ধাক্কা মারে ।

তীব্র সংঘর্ষে তিনটি ট্রাকেই বিধ্বংসী আগুন ধরে যায় । আগুনের তীব্রতা এতটাই ছিল যে, চালকরা ট্রাক থেকে নামতে পারেননি ৷ ফলে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেন তাঁরা । কী পরিস্থিতিতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে চালকদের অসাবধানতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা ।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন এতটাই তীব্র ছিল যে, আগুন নেভাতে প্রায় দু ঘণ্টা সময় লেগে যায় ৷ অন্যদিকে, জাতীয় সড়কে এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে রাস্তায় আটকে পড়ে শতাধিক যানবাহন । দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷ দীর্ঘ সময় পেরিয়ে যান চলাচল স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস; মৃত 2, আহত 30

ওড়িশায় তীব্র সংঘর্ষে বিধ্বংসী আগুন 3 ট্রাকে

ঝাড়সুগুড়া, 6 এপ্রিল: ওড়িশায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ৷ ঝাড়সুগুড়ায় তিনটি ট্রাক একে-অপরের সঙ্গে ধাক্কা লেগে তাতে বিধ্বংসী আগুন লেগে যায় ৷ এই ঘটনায় প্রাণ গেল তিন চালকের ৷ আহত হয়েছেন তিনজন ৷ বুধবার গভীর রাতে 49 নং জাতীয় সড়কে সদর থানার কাছে এই দুর্ঘটনা ঘটে ৷ এ দিন তিনটি ট্রাকে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন চালকের ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে 49 নং জাতীয় সড়কে একই দিকে যাওয়ার সময় 2টি ট্রাক একে-অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল । এই সময় তাদের পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল আরও একটি ট্রাক । একই দিকে যাওয়া দুটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে-অপরের সঙ্গে ধাক্কা খায় । তখন পেছন থেকে দ্রুত গতিতে আসা অপর ট্রাকটি এসে দুর্ঘটনার কবলে পড়া ট্রাক দুটিকে ধাক্কা মারে ।

তীব্র সংঘর্ষে তিনটি ট্রাকেই বিধ্বংসী আগুন ধরে যায় । আগুনের তীব্রতা এতটাই ছিল যে, চালকরা ট্রাক থেকে নামতে পারেননি ৷ ফলে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেন তাঁরা । কী পরিস্থিতিতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে চালকদের অসাবধানতার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা ।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন এতটাই তীব্র ছিল যে, আগুন নেভাতে প্রায় দু ঘণ্টা সময় লেগে যায় ৷ অন্যদিকে, জাতীয় সড়কে এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে রাস্তায় আটকে পড়ে শতাধিক যানবাহন । দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷ দীর্ঘ সময় পেরিয়ে যান চলাচল স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস; মৃত 2, আহত 30

Last Updated : Apr 6, 2023, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.