কলকাতা, 23 জুলাই: "সেটা 2009 সাল ৷ আমার মাথায় তখন নতুন ছবির ভাবনা ৷ প্লট তৈরি ৷ কিন্তু, ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে নতুন মুখ চাই ৷ অথচ, তেমন কাউকে খুঁজেই পাচ্ছি না ! এমনই একটা সময়ে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ৷ রাস্তায় এক জায়গায় দেখলাম, একটি ছবির পোস্টার লাগানো রয়েছে ৷ তাতে এক তরুণীকে দেখলাম ৷ আমি তাঁকে চিনি না ৷ মেয়েটিকে দেখেই মনে হল, এই হবে আমার ছবি খলনায়িকা !" মোবাইলের অন্য প্রান্ত থেকে যিনি এই কথাগুলি বললেন, তাঁর নাম অশোক পতি (Ashok Pati) ৷ ওড়িয়া ছবির পরিচালক ৷ 2009 সালে তাঁর 'প্রেম রোগী' ছবির অন্যতম অভিনেত্রী ছিলেন অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) ৷ এই হলেন সেই অর্পিতা মুখোপাধ্য়ায়, যিনি শুক্রবার রাত থেকেই খবরের শিরোনামে ৷
ইডি (ED) সূত্রের দাবি, অর্পিতা নাকি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ ! এই অর্পিতার ফ্ল্যাট থেকেই প্রায় 21 কোটি টাকা নগদ, প্রচুর গয়না, স্মার্ট ফোন, নথি প্রভৃতি উদ্ধার করেছেন কেন্দ্রীয় এজেন্সির (Enforcement Directorate) গোয়েন্দারা ৷ একটা সময় একের পর এক ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন অর্পিতা (Arrpieta) ৷ কেমন ছিল সেই দিনগুলো ? ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেকথাই জানালেন অশোক ৷
আরও পড়ুন: ED Arrests Partha: ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ! আজই পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্টে
অশোকের মনে আছে, রাস্তায় একটি ছবির পোস্টারে অর্পিতাকে আবিষ্কার করার পরই তাঁর সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন তিনি ৷ জানতে পারেন, বাঙালি অভিনেত্রী অর্পিতা আদ্যন্ত কাজ-পাগল ! সেই সময় অর্পিতা কলকাতায় ছিলেন ৷ কয়েকদিন পর একটি ছবির গান রেকর্ডিংয়ের কাজে অশোকও কলকাতায় পৌঁছে যান ৷ সেখানেই প্রথমবার দেখা এবং কথা হয় দু'জনের ৷ অর্পিতাকে নিজের ছবির গল্প শোনান অশোক ৷ তা পছন্দ হয় অভিনেত্রীর ৷ ঠিক করেন, অশোকের ছবিতে তিনি কাজ করবেন ৷
'প্রেম রোগী' ছবিতে যে চরিত্রে অর্পিতা অভিনয় করেছিলেন, তিনি বড়লোকের আদুরে মেয়ে ৷ তাঁর দাদা শিল্পপতি ৷ বোনের চোখে জল তাঁর সহ্য হয় না ৷ আর সেই বোনই কি না প্রেমে পড়ে এক আমআদমির ৷ সেই যুবক হোটেলে গান গেয়ে উপার্জন করেন ৷ অর্পিতার চরিত্র সেই যুবককে পেতে পাগল ! এই যুবকই ছবির নায়ক ৷ কিন্তু, নায়কের জীবনে আগে থেকেই রয়েছেন অন্য নারী ৷ তিনি তাঁর ছোটবেলার বান্ধবী ৷ এই নিয়েই শুরু হয় টানাপোড়েন ৷ এই ছবির অন্য়ান্য চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত মহাপাত্র, বুধাদিত্য মোহান্তি, বর্ষা প্রিয়দর্শিনী প্রমুখ ৷
কথায় কথায় অশোক জানালেন, সেই সময় অর্পিতার অভিনয় দক্ষতা তাঁকে মুগ্ধ করেছিল ৷ কাজের বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত পেশাদার ৷ ভোর চারটের সময় শুটিংয়ের 'কল টাইম' থাকলেও কোনও দিন দেরি করতেন না ৷ সেটের প্রত্যেকটি মানুষের সঙ্গে তাঁর ব্যবহার ছিল অমায়িক ও আন্তরিক ৷ কখনও কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি ৷ ওড়িয়া অভিনেত্রীদের মধ্যে অনেকের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল অর্পিতার ৷ বাঙালি হয়েও ভালো মতো রপ্ত করেছিলেন ওড়িয়া ভাষা ৷
আরও পড়ুন: Partha Chatterjee Arrested: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?
অশোক বলেন, "প্রেম রোগী দর্শকদের মন জয় করেছিল ৷ অর্পিতার অভিনয় সকলের ভালো লেগেছিল ৷ ওঁর সঙ্গে কাজ করার পর আরও অনেক পরিচালক ও প্রযোজককে আমি ওঁর কথা বলেছিলাম ৷ আমি বলেছিলাম, ওঁরা চাইলে অর্পিতাকে ওঁদের ছবির জন্য নির্বাচিত করতে পারেন ৷ কারণ, তিনি আবেগ দিয়ে অভিনয় করেন ৷ এবং সবথেকে বড় কথা, অর্পিতা অত্যন্ত ভালো একজন মানুষ ৷"
অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের খবর শোনার পর অশোকের প্রতিক্রিয়া হল, "অর্পিতার সঙ্গে বহু বছর আমার কোনও যোগাযোগ নেই ৷ ঠিক কী ঘটেছে, সেটা আমি জানি না ৷ কে, কোন পরিস্থিতিতে কী করেছেন, সম্পূর্ণ ঘটনা না-জেনে সেই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত নয় বলেই আমি মনে করি ৷"