ETV Bharat / bharat

Chief Justice NV Ramana: বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির - এন ভি রামানা

সুগম বিচারব্যবস্থা সামাজিক মুক্তির অন্যতম হাতিয়ার ৷ এমনটাই মনে করেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India NV Ramana) ৷ শনিবার এনএএলএসএ (NALSA)-এর একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি ৷

NV Ramana says access to justice is tool of social emancipation
Chief Justice NV Ramana: বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির
author img

By

Published : Jul 30, 2022, 3:25 PM IST

নয়াদিল্লি, 30 জুলাই: বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ শনিবার এমনটাই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India NV Ramana) ৷ এদিন 'জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ' (National Legal Services Authority) বা এনএএলএসএ (NALSA)-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেখানেই নিজের ভাষণে প্রধান বিচারপতি বলেন, "সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যেই আধুনিক ভারত গড়ে উঠেছিল ৷ আর গণতন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যা সামাজিক ক্ষেত্রে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে ৷"

এই প্রসঙ্গে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, "সামাজিক মুক্তি ছাড়া এই অংশগ্রহণ সম্ভব নয় ৷ এবং বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ পিরামিডের একেবারে নীচে থাকা মানুষটির কাছেও যাতে পৌঁছনো যায়, তা নিশ্চিত করতেই 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণয়ন করা হয়েছিল ৷" এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতির গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর ৷ তাঁর কথায়, "মোট জনসংখ্য়ার মধ্য়ে খুব কম মানুষই বিচারব্যবস্থার সুফল পাওয়ার সুযোগ পান ৷ আজকের দিনে এটাই সত্যি ৷ অনেকেই নির্বাক হয়ে সহ্য করেন ৷ তাঁরা এই বিষয়ে সচেতন নন এবং তাঁদের সুবিচার পাওয়ার উপায়ও জানা নেই ৷"

আরও পড়ুন: Opposition supports CJI comment: দেশে বিরোধী পরিসর সংকীর্ণ হচ্ছে, প্রধান বিচারপতির বক্তব্যে সহমত বাম-কং-তৃণমূল

প্রসঙ্গত, ভারতে যাঁরা নিজেদের খরচে মামলা লড়তে পারেন না, তাঁদের সহযোগিতা করে NALSA ৷ দেশের মোট জনসংখ্য়ার প্রায় 70 শতাংশ এই সুবিধা নেন ৷ আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে যা গোটা বিশ্বে সর্বোচ্চ ৷ প্রধান বিচারপতি মনে করেন, আইনজীবী ও বিচারপতিদের একাংশের আন্তরিক প্রচেষ্টার কারণেই গত 27 বছর ধরে অসংখ্য় মানুষকে পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছে NALSA ৷

ভারতের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার পাহাড় নিয়েও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ৷ বিচারাধীন এমন বহু মামলার নিষ্পত্তি করতে দেশের বিভিন্ন প্রান্তে লোক আদালত বসানো হয় ৷ এই লোক আদালতগুলির সঙ্গে সরাসরি সমন্বয় রেখে কাজ করে চলেছে NALSA ৷ তাদের এই ভূমিকারও প্রশংসা করেছেন প্রধান বিচারপতি ৷

নয়াদিল্লি, 30 জুলাই: বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ শনিবার এমনটাই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India NV Ramana) ৷ এদিন 'জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ' (National Legal Services Authority) বা এনএএলএসএ (NALSA)-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেখানেই নিজের ভাষণে প্রধান বিচারপতি বলেন, "সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যেই আধুনিক ভারত গড়ে উঠেছিল ৷ আর গণতন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যা সামাজিক ক্ষেত্রে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে ৷"

এই প্রসঙ্গে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, "সামাজিক মুক্তি ছাড়া এই অংশগ্রহণ সম্ভব নয় ৷ এবং বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ পিরামিডের একেবারে নীচে থাকা মানুষটির কাছেও যাতে পৌঁছনো যায়, তা নিশ্চিত করতেই 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণয়ন করা হয়েছিল ৷" এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতির গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর ৷ তাঁর কথায়, "মোট জনসংখ্য়ার মধ্য়ে খুব কম মানুষই বিচারব্যবস্থার সুফল পাওয়ার সুযোগ পান ৷ আজকের দিনে এটাই সত্যি ৷ অনেকেই নির্বাক হয়ে সহ্য করেন ৷ তাঁরা এই বিষয়ে সচেতন নন এবং তাঁদের সুবিচার পাওয়ার উপায়ও জানা নেই ৷"

আরও পড়ুন: Opposition supports CJI comment: দেশে বিরোধী পরিসর সংকীর্ণ হচ্ছে, প্রধান বিচারপতির বক্তব্যে সহমত বাম-কং-তৃণমূল

প্রসঙ্গত, ভারতে যাঁরা নিজেদের খরচে মামলা লড়তে পারেন না, তাঁদের সহযোগিতা করে NALSA ৷ দেশের মোট জনসংখ্য়ার প্রায় 70 শতাংশ এই সুবিধা নেন ৷ আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে যা গোটা বিশ্বে সর্বোচ্চ ৷ প্রধান বিচারপতি মনে করেন, আইনজীবী ও বিচারপতিদের একাংশের আন্তরিক প্রচেষ্টার কারণেই গত 27 বছর ধরে অসংখ্য় মানুষকে পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছে NALSA ৷

ভারতের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার পাহাড় নিয়েও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ৷ বিচারাধীন এমন বহু মামলার নিষ্পত্তি করতে দেশের বিভিন্ন প্রান্তে লোক আদালত বসানো হয় ৷ এই লোক আদালতগুলির সঙ্গে সরাসরি সমন্বয় রেখে কাজ করে চলেছে NALSA ৷ তাদের এই ভূমিকারও প্রশংসা করেছেন প্রধান বিচারপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.