ETV Bharat / bharat

প্রেমিককে সঙ্গে নিয়ে রেমিডিসিভিরের কালোবাজারি করতে গিয়ে ধৃত ভোপালের নার্স

author img

By

Published : Apr 24, 2021, 1:02 PM IST

ওই নার্স রোগীদের রেমিডিসিভিরের বদলে অন্য ইনজেকশন দিতেন ৷ আর সেই রেমিডিসিভর পাঠিয়ে দিতেন প্রেমিক ঝালখানের কাছে ৷ তার পর ঝালখান বাজারের চাহিদা অনুযায়ী সেগুলিকে বিক্রি করতেন ৷

প্রেমিককে সঙ্গে নিয়ে রেমিডিসিভিরের কালোবাজারি করতে গিয়ে ধৃত ভোপালের নার্স
প্রেমিককে সঙ্গে নিয়ে রেমিডিসিভিরের কালোবাজারি করতে গিয়ে ধৃত ভোপালের নার্স

ভোপাল, 24 এপ্রিল : করোনার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনজেকশন রেমিডিসিভিরের কালোবাজারির অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ভোপালে ৷ সেখানকার একটি কোভিড সেন্টার থেকেই এই কালোবাজারি হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম ঝালখান ও শালিনি বর্মা ৷ ঝালখান ওই কোভিড সেন্টারে কাজ করেন ৷ আর শালিনি সেখানকার হাসপাতালের নার্স ৷ শালিনি ঝালখানের প্রেমিকা ৷ পুলিশের দাবি, দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করেছেন ৷

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, ওই নার্স রোগীদের রেমিডিসিভিরের বদলে অন্য ইনজেকশন দিতেন ৷ আর সেই রেমিডিসিভর পাঠিয়ে দিতেন প্রেমিক ঝালখানের কাছে ৷ তার পর ঝালখান বাজারের চাহিদা অনুযায়ী সেগুলিকে বিক্রি করতেন ৷ এই ভাবে তাঁরা ইতিমধ্যেই 20 হাজার টাকা রোজগার করেছে ৷ যেহেতু কোভিড ওয়ার্ডে রোগীর আত্মীয়দের ঢুকতে দেওয়া হয় না, সেই সুযোগের সদ্ব্যবহার করেই এই কীর্তিকলাপ করতেন তাঁরা ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতির জেরে বঙ্গ-ভোটে প্রচার বাতিল অমিত শাহের

তবে একজন চিকিৎসক তাঁদের থেকে ওষুধ নেওয়ার জন্য অনলাইনে পেমেন্ট করেছিলেন ৷ সেখান থেকেই পুলিশ ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ পুলিশের দাবি জেরায় অভিযুক্তরা জানিয়েছেন, তাঁদের বেতন অনেক কম ছিল ৷ তাই অতিরিক্ত টাকা রোজগারের জন্য তাঁরা এই কাজ করেছিলেন ৷

ভোপাল, 24 এপ্রিল : করোনার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনজেকশন রেমিডিসিভিরের কালোবাজারির অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ভোপালে ৷ সেখানকার একটি কোভিড সেন্টার থেকেই এই কালোবাজারি হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম ঝালখান ও শালিনি বর্মা ৷ ঝালখান ওই কোভিড সেন্টারে কাজ করেন ৷ আর শালিনি সেখানকার হাসপাতালের নার্স ৷ শালিনি ঝালখানের প্রেমিকা ৷ পুলিশের দাবি, দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করেছেন ৷

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, ওই নার্স রোগীদের রেমিডিসিভিরের বদলে অন্য ইনজেকশন দিতেন ৷ আর সেই রেমিডিসিভর পাঠিয়ে দিতেন প্রেমিক ঝালখানের কাছে ৷ তার পর ঝালখান বাজারের চাহিদা অনুযায়ী সেগুলিকে বিক্রি করতেন ৷ এই ভাবে তাঁরা ইতিমধ্যেই 20 হাজার টাকা রোজগার করেছে ৷ যেহেতু কোভিড ওয়ার্ডে রোগীর আত্মীয়দের ঢুকতে দেওয়া হয় না, সেই সুযোগের সদ্ব্যবহার করেই এই কীর্তিকলাপ করতেন তাঁরা ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতির জেরে বঙ্গ-ভোটে প্রচার বাতিল অমিত শাহের

তবে একজন চিকিৎসক তাঁদের থেকে ওষুধ নেওয়ার জন্য অনলাইনে পেমেন্ট করেছিলেন ৷ সেখান থেকেই পুলিশ ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ পুলিশের দাবি জেরায় অভিযুক্তরা জানিয়েছেন, তাঁদের বেতন অনেক কম ছিল ৷ তাই অতিরিক্ত টাকা রোজগারের জন্য তাঁরা এই কাজ করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.