ETV Bharat / bharat

Rahul Gandhi on G20: জি20-তে আমন্ত্রিত নন বিরোধী নেতারা, ক্ষোভ উগড়ে দিলেন রাহুল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 11:10 PM IST

শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত জি20 নৈশভোজে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি বলেই খবর ৷

Etv Bharat
রাহুল গান্ধি

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: জি20-তে বিরোধী নেতাদের আমন্ত্রণ না জানানোর জেরে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধি ৷ সরকারকে কটাক্ষ করে শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান যে, এতেই প্রমাণিত হয় বর্তমান কেন্দ্রের শাসকদলের নেতৃত্বাধীন সরকার ভারতের জনসংখ্যার 60 শতাংশ মানুষের মতামতের মূল্যই দেয় না ৷ একই সঙ্গে, এই বিষয়ে দেশের সাধারণ মানুষের চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন রাহুল ৷ অন্যদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতা এবং লোকসভার বিরোধী দলনেতাকে নৈশভোজে আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অধীর চৌধুরীও ৷

শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত জি20 নৈশভোজে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি বলেই খবর ৷ আর তা নিয়ে এদিন ব্রাসেলসে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, "সরকারের পদক্ষেপ তার চিন্তাভাবনা, মানসিকতার কথাই বলে দিচ্ছে।"

সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে রাহুল গান্ধি বলেন, "এতে বোঝা যায় যে এর মধ্য দিয়ে সরকার আপনাকে কিছু বলে দিতে চাইছে ৷ আপনাকে তা বুঝে নিতে হবে ৷" তিনি আরও বলেন, "তারা (কেন্দ্রীয় সরকার) বিরোধীদলের নেতাদের আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এটার মধ্য দিয়ে আপনাকে কিছু বলে দিতে চাইছে। এটি আপনাকে বলে যে, তারা ভারতের জনসংখ্যার 60 শতাংশ মানুষের মতকে মূল্য দেয় না ৷" রাহুল বলেন, "এটি এমন কিছু বিষয় যা নিয়ে মানুষের চিন্তা করা উচিত ৷ তারা কেন এটি করার প্রয়োজন অনুভব করছে এবং এর পিছনে কী ধরণের চিন্তাভাবনা রয়েছে তাও আপনাদের বুঝতে হবে ৷"

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন বাইডেনের

রাহুল গান্ধি বর্তমানে বেলজিয়াম, ফ্রান্স এবং নরওয়েতে তিন দেশের ইউরোপীয় সফরে রয়েছেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের (এমইপি) কয়েকজন সদস্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন তিনি। অন্যদিকে, এই প্রসঙ্গে এদিন অধীর চৌধুরী বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে ৷ প্রধানমন্ত্রী মোদি সবকিছুকেই নিজের জমিদারি মনে করে নিয়েছেন ৷"

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: জি20-তে বিরোধী নেতাদের আমন্ত্রণ না জানানোর জেরে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধি ৷ সরকারকে কটাক্ষ করে শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান যে, এতেই প্রমাণিত হয় বর্তমান কেন্দ্রের শাসকদলের নেতৃত্বাধীন সরকার ভারতের জনসংখ্যার 60 শতাংশ মানুষের মতামতের মূল্যই দেয় না ৷ একই সঙ্গে, এই বিষয়ে দেশের সাধারণ মানুষের চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন রাহুল ৷ অন্যদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতা এবং লোকসভার বিরোধী দলনেতাকে নৈশভোজে আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অধীর চৌধুরীও ৷

শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত জি20 নৈশভোজে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি বলেই খবর ৷ আর তা নিয়ে এদিন ব্রাসেলসে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, "সরকারের পদক্ষেপ তার চিন্তাভাবনা, মানসিকতার কথাই বলে দিচ্ছে।"

সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে রাহুল গান্ধি বলেন, "এতে বোঝা যায় যে এর মধ্য দিয়ে সরকার আপনাকে কিছু বলে দিতে চাইছে ৷ আপনাকে তা বুঝে নিতে হবে ৷" তিনি আরও বলেন, "তারা (কেন্দ্রীয় সরকার) বিরোধীদলের নেতাদের আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এটার মধ্য দিয়ে আপনাকে কিছু বলে দিতে চাইছে। এটি আপনাকে বলে যে, তারা ভারতের জনসংখ্যার 60 শতাংশ মানুষের মতকে মূল্য দেয় না ৷" রাহুল বলেন, "এটি এমন কিছু বিষয় যা নিয়ে মানুষের চিন্তা করা উচিত ৷ তারা কেন এটি করার প্রয়োজন অনুভব করছে এবং এর পিছনে কী ধরণের চিন্তাভাবনা রয়েছে তাও আপনাদের বুঝতে হবে ৷"

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন বাইডেনের

রাহুল গান্ধি বর্তমানে বেলজিয়াম, ফ্রান্স এবং নরওয়েতে তিন দেশের ইউরোপীয় সফরে রয়েছেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের (এমইপি) কয়েকজন সদস্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন তিনি। অন্যদিকে, এই প্রসঙ্গে এদিন অধীর চৌধুরী বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে ৷ প্রধানমন্ত্রী মোদি সবকিছুকেই নিজের জমিদারি মনে করে নিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.