গুয়াহাটি, 26 ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর-পূর্ব ভারত দেশের উন্নয়নে সামনের সারিতে চলেছে এসেছে। শনিবার গুয়াহাটিতে এই কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, মোদি দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্ব ভারতকে একেবারে কেন্দ্রীয় অবস্থানে রেখেছে। গত ছয় বছরে 30 বার উত্তর পূর্ব ভারতে এসেছেন প্রধানমন্ত্রী। আর প্রতিবারই কিছু না কিছু উপহার নিয়ে এসেছেন।
এদিন বেশ কিছু প্রকল্পের সূচনা করে একটি অনুষ্ঠানে অমিত শাহ অসম সরকারের প্রংশসা করেন। জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসম শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন, "অসমকে আগে বিক্ষোভ ও হিংসার রাজ্য হিসেবে মানুষ চিনত। কিন্তু সোনেওয়াল ও শর্মা রাজ্য এবং এই অঞ্চলের মানুষকে দেশের অন্য অংশের সঙ্গে একাত্ম করেছেন।" অসমের ঐতিহ্যকে তুলে ধরে তাঁরা এই কাজ করেছেন বলে মন্তব্য অমিত শাহের।
আরও পড়ুন: সুনীল মণ্ডলের গাড়িতে হামলা, অমিত শাহকে ফোন কৈলাসের
পাশাপাশি তিনি জানিয়েছেন, সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যরাই আত্মসমর্পণ করেছেন এবং ফিরে এসেছেন সমাজের মূলস্রোতে। সম্প্রতি বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন হয়েছে। সেখানে ভালো ফল করেছে বিজেপি। এটাকে অসম বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল বলে ব্যাখ্যা করেছেন অমিত শাহ। অন্যদিকে নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ নিয়েও তিনি মুখ খুলেছেন। কৃষকদের কাছে আলোচনার আর্জি জানিয়েছেন।