ETV Bharat / bharat

Non-consensual Sex with Minor Wife: নাবালিকা স্ত্রীর অসম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণের সামিল: দিল্লির এলজি

author img

By

Published : Nov 6, 2022, 7:58 PM IST

নাবালিকা স্ত্রীর অসম্মতিতে তার সঙ্গে তার স্বামী যৌন সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণের (Non-consensual Sex with Minor Wife) সামিল ৷ এই মর্মে আইপিসি সংশোধনের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের কাছে প্রস্তাব পাঠালেন দিল্লির এলজি ভিকে সাক্সেনা (Delhi LG)৷

Non-consensual sex with minor wife be treated as rape, says Delhi LG
নাবালিকা স্ত্রীর অসম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণের সামিল: দিল্লির এলজি

নয়াদিল্লি, 6 নভেম্বর: 15 থেকে 18 বছর বয়সি স্ত্রীর সঙ্গে অসম্মতিমূলক যৌন সম্পর্ক স্থাপন করলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তা ধর্ষণ এবং শাস্তিযোগ্য হওয়া উচিত (Non-consensual Sex with Minor Wife)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই প্রস্তাব পাঠালেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা (Delhi LG)৷ দিল্লি পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে । এটি কার্যকর হলে তা পক্সো আইন ও এই ধারায় ভারতীয় দণ্ডবিধিতে বর্তমানে যে আইন রয়েছে, তার মধ্যে পার্থক্যও দূর করবে বলে মত তাঁর ৷

সূত্র জানিয়েছেন, "ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 375-এর যে ব্যতিক্রম 2 রয়েছে, তা বাতিল করার সুপারিশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন সাক্সেনা ৷ সেই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, যদি 15 থেকে 18 বছরের মধ্যে কোনও মেয়ে বিবাহিত হয়, তবে তার স্বামী অসম্মতিক্রমে তার সঙ্গে যৌন মিলন করতে পারে । সে ক্ষেত্রে তাঁকে আইপিসি-এর অধীনে শাস্তি পেতে হয় না ৷ কিন্তু যদি সুপারিশটি অন্তর্ভুক্ত করা হয় এবং আইপিসি সংশোধন করা হয়, তাহলে 15 থেকে 18 বছরের মধ্যে স্ত্রীর সঙ্গে অসম্মতিমূলক যৌন সম্পর্ক করা হলে তাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে তা শাস্তিযোগ্য হবে ৷ আমি পক্সো আইনের মধ্যে অসঙ্গতিও দূর করতে চাই ৷"

আরও পড়ুন: বড় ছেলেকে বাঁচাতে কুসংস্কারের বশে মেয়েকে খুন করল মা !

স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠির জবাবে দিল্লি পুলিশ এবং আইন বিভাগ এই প্রস্তাবটি পাঠিয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এই বিষয়ে দিল্লির সরকারের মতামত চেয়েছিল ৷ আইপিসির 375 নং ধারার ব্যতিক্রম 2 এর বৈধতাকে চ্যালেঞ্জ করে সেই রিট পিটিশন করা হয় ৷ যেহেতু বিষয়টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের আওতাধীন, সেই কারণে এর সুদূরপ্রসারী ফলাফলের কথা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মতামত চেয়েছিল ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: 15 থেকে 18 বছর বয়সি স্ত্রীর সঙ্গে অসম্মতিমূলক যৌন সম্পর্ক স্থাপন করলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তা ধর্ষণ এবং শাস্তিযোগ্য হওয়া উচিত (Non-consensual Sex with Minor Wife)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই প্রস্তাব পাঠালেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা (Delhi LG)৷ দিল্লি পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে । এটি কার্যকর হলে তা পক্সো আইন ও এই ধারায় ভারতীয় দণ্ডবিধিতে বর্তমানে যে আইন রয়েছে, তার মধ্যে পার্থক্যও দূর করবে বলে মত তাঁর ৷

সূত্র জানিয়েছেন, "ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 375-এর যে ব্যতিক্রম 2 রয়েছে, তা বাতিল করার সুপারিশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন সাক্সেনা ৷ সেই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, যদি 15 থেকে 18 বছরের মধ্যে কোনও মেয়ে বিবাহিত হয়, তবে তার স্বামী অসম্মতিক্রমে তার সঙ্গে যৌন মিলন করতে পারে । সে ক্ষেত্রে তাঁকে আইপিসি-এর অধীনে শাস্তি পেতে হয় না ৷ কিন্তু যদি সুপারিশটি অন্তর্ভুক্ত করা হয় এবং আইপিসি সংশোধন করা হয়, তাহলে 15 থেকে 18 বছরের মধ্যে স্ত্রীর সঙ্গে অসম্মতিমূলক যৌন সম্পর্ক করা হলে তাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে তা শাস্তিযোগ্য হবে ৷ আমি পক্সো আইনের মধ্যে অসঙ্গতিও দূর করতে চাই ৷"

আরও পড়ুন: বড় ছেলেকে বাঁচাতে কুসংস্কারের বশে মেয়েকে খুন করল মা !

স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠির জবাবে দিল্লি পুলিশ এবং আইন বিভাগ এই প্রস্তাবটি পাঠিয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এই বিষয়ে দিল্লির সরকারের মতামত চেয়েছিল ৷ আইপিসির 375 নং ধারার ব্যতিক্রম 2 এর বৈধতাকে চ্যালেঞ্জ করে সেই রিট পিটিশন করা হয় ৷ যেহেতু বিষয়টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের আওতাধীন, সেই কারণে এর সুদূরপ্রসারী ফলাফলের কথা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মতামত চেয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.