ETV Bharat / bharat

Ajay Devgn Style Stunt: অজয় দেবগণের স্টান্ট করে শ্রীঘরে তরুণ, বাজেয়াপ্ত 2 দামি এসইউভি

author img

By

Published : May 23, 2022, 11:02 AM IST

অজয় দেবগণের স্টান্ট রিয়েল লাইফে করতে গিয়ে শ্রীঘরে (Noida man arrested) যেতে হল নয়ডার এক তরুণকে (Ajay Devgn Style Stunt)৷ বাজেয়াপ্ত করা হয়েছে 2টি দামি এসইউভি (Expensive SUVs Seized)৷

Noida man arrested for doing Ajay Devgn-Style Stunt, 2 Expensive SUVs Seized
অজয় দেবগণের স্টান্ট করে শ্রীঘরে তরুণ, বাজেয়াপ্ত 2 দামি এসইউভি

নয়ডা, 23 মে: অজয় দেবগণ তাঁর প্রথম ফিল্ম 'ফুল অউর কাঁটে'তে বাইক স্টান্ট করে দর্শকদের অবাক করে দিয়েছিলেন (Ajay Devgn Style Stunt)৷ পাশাপাশি দুটি বাইকে দুই পা-রেখে দাঁড়িয়ে নবাগত নায়ক ৷ ওই অবস্থাতেই রাস্তায় এগিয়ে চলেছে বাইকে দুটি ৷ পরবর্তী তাঁর ছবি 'গোলমাল'এও জনপ্রিয় এই স্টান্টের রিক্রিয়েশন করেছিলেন সিংঘম স্টার ৷ সেখানে আবার একই রকমের স্টান্টে তিনি বাইকের বদলে ব্যবহার করেন দুটি এসইউভি-কে ৷ রুপোলি পর্দায় এই দৃশ্য দর্শকদের মন কাড়লেও রিয়েল লাইফে এই মারাত্মক বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে শ্রীঘরে যেতে হল 21 বছরের এক তরুণকে ৷

নয়ডার ঘটনা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই তরুণের স্টান্ট ৷ তাঁর নাম রাজীব ৷ 'গোলমাল' ও 'ফুল অউর কাঁটে' ছবিতে যে স্টান্টের মাধ্যমে অজয় দেবগণের এন্ট্রি হয়েছিল, সেটাই ব্যস্ত রাস্তায় করতে দেখা যায় রাজীবকে ৷ নিজের ও অন্যান্যদের জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়াভাবে গাড়িও চালাতে দেখা যায় তাঁকে ৷ এই ঘটনা নজরে আসতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে (Noida man arrested)৷ পুলিশের তরফে জানানো হয়েছে যে, ওই তরুণের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

সেক্টর 113 থানার এসএইচও শরদ কান্ত জানিয়েছেন, "ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই ছেলেটিকে চিহ্নিত করা হয় ৷ তাঁর নাম রাজীব, বয়স 21 বছর ৷ তিনি সোরাখা গ্রামের বাসিন্দা ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ ভিডিয়োটি তৈরি করার জন্য যে দুটি এসইউভি (Expensive SUVs Seized) ও একটি বাইক ব্যবহার করা হয়েছিল, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

  • गाड़ियों व बाइक पर खतरनाक स्टंट करने वाले युवक को थाना सेक्टर-113 नोएडा पुलिस द्वारा गिरफ्तार कर स्टंट में प्रयुक्त वाहनों को सीज किया गया।#UPPolice pic.twitter.com/92yYu33O45

    — POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Ajay Devgn on tobacco ad controversy : বিতর্কিত 'ইলাইচি'র বিজ্ঞাপন নিয়ে প্রশ্নের মুখে অজয়

পুলিশ জানিয়েছে, একটি টয়োটা ফরচুনার্স ও একটি বাইক রাজীবের পরিবারের ৷ তিনি ভিডিয়োটি করার জন্য এক আত্মীয়ের কাছ থেকে আর একটি ফরচুনার নিয়েছিলেন ৷ রাজীব কোনও কাজ করেন না ৷ তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ৷ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন বলেই ভিডিয়োটি তৈরি করেন ওই তরুণ ৷

মোটর ভেহিকলস আইনে রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ওই তরুণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানার প্রশংসা করেছেন গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনার অলোক সিং ৷ অভিভাবকরা যাতে এ সব ব্যাপারে তাঁদের সন্তানদের সঠিক পথে চালনা করেন, সেই আর্জি জানিয়েছেন তিনি ৷

নয়ডা, 23 মে: অজয় দেবগণ তাঁর প্রথম ফিল্ম 'ফুল অউর কাঁটে'তে বাইক স্টান্ট করে দর্শকদের অবাক করে দিয়েছিলেন (Ajay Devgn Style Stunt)৷ পাশাপাশি দুটি বাইকে দুই পা-রেখে দাঁড়িয়ে নবাগত নায়ক ৷ ওই অবস্থাতেই রাস্তায় এগিয়ে চলেছে বাইকে দুটি ৷ পরবর্তী তাঁর ছবি 'গোলমাল'এও জনপ্রিয় এই স্টান্টের রিক্রিয়েশন করেছিলেন সিংঘম স্টার ৷ সেখানে আবার একই রকমের স্টান্টে তিনি বাইকের বদলে ব্যবহার করেন দুটি এসইউভি-কে ৷ রুপোলি পর্দায় এই দৃশ্য দর্শকদের মন কাড়লেও রিয়েল লাইফে এই মারাত্মক বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে শ্রীঘরে যেতে হল 21 বছরের এক তরুণকে ৷

নয়ডার ঘটনা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই তরুণের স্টান্ট ৷ তাঁর নাম রাজীব ৷ 'গোলমাল' ও 'ফুল অউর কাঁটে' ছবিতে যে স্টান্টের মাধ্যমে অজয় দেবগণের এন্ট্রি হয়েছিল, সেটাই ব্যস্ত রাস্তায় করতে দেখা যায় রাজীবকে ৷ নিজের ও অন্যান্যদের জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়াভাবে গাড়িও চালাতে দেখা যায় তাঁকে ৷ এই ঘটনা নজরে আসতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে (Noida man arrested)৷ পুলিশের তরফে জানানো হয়েছে যে, ওই তরুণের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

সেক্টর 113 থানার এসএইচও শরদ কান্ত জানিয়েছেন, "ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই ছেলেটিকে চিহ্নিত করা হয় ৷ তাঁর নাম রাজীব, বয়স 21 বছর ৷ তিনি সোরাখা গ্রামের বাসিন্দা ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ ভিডিয়োটি তৈরি করার জন্য যে দুটি এসইউভি (Expensive SUVs Seized) ও একটি বাইক ব্যবহার করা হয়েছিল, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

  • गाड़ियों व बाइक पर खतरनाक स्टंट करने वाले युवक को थाना सेक्टर-113 नोएडा पुलिस द्वारा गिरफ्तार कर स्टंट में प्रयुक्त वाहनों को सीज किया गया।#UPPolice pic.twitter.com/92yYu33O45

    — POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Ajay Devgn on tobacco ad controversy : বিতর্কিত 'ইলাইচি'র বিজ্ঞাপন নিয়ে প্রশ্নের মুখে অজয়

পুলিশ জানিয়েছে, একটি টয়োটা ফরচুনার্স ও একটি বাইক রাজীবের পরিবারের ৷ তিনি ভিডিয়োটি করার জন্য এক আত্মীয়ের কাছ থেকে আর একটি ফরচুনার নিয়েছিলেন ৷ রাজীব কোনও কাজ করেন না ৷ তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ৷ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন বলেই ভিডিয়োটি তৈরি করেন ওই তরুণ ৷

মোটর ভেহিকলস আইনে রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ওই তরুণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানার প্রশংসা করেছেন গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনার অলোক সিং ৷ অভিভাবকরা যাতে এ সব ব্যাপারে তাঁদের সন্তানদের সঠিক পথে চালনা করেন, সেই আর্জি জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.