ETV Bharat / bharat

COVID-19 Guidelines for Children : রেমডিসিভিরে না, ছয় মিনিট হাঁটা; শিশুদের জন্য করোনা গাইডলাইন - শিশুদের জন্য করোনা গাইডলাইন কেন্দ্রের

চিকিৎসদের উদ্দেশে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, করোনা আক্রান্ত শিশু-কিশোরদের ক্ষেত্রে সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া যাবে তখনই, যখন চিকিৎসক অনন্যপায় বোধ করছেন ৷

no-remdesivir-6-minute-walk-test-guidelines-for-covid-management-in-children-from-health-ministry
no-remdesivir-6-minute-walk-test-guidelines-for-covid-management-in-children-from-health-ministry
author img

By

Published : Jun 10, 2021, 8:26 AM IST

নয়া দিল্লি, 10 জুন : করোনার তৃতীয় ঢেউ বিপজ্জনক হতে পারে কম বয়সিদের (অনুর্ধ্ব 18) জন্যে ৷ সেকথা মাথায় রেখে এবার শিশু-কিশোরদের করোনা চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

বিস্তারিত গাইডলাইনটির ইংরেজি শিরোনামের (Comprehensive Guidelines for Management of COVID-19 in Children) বাংলা করলে দাঁড়ায়, ছোটদের মধ্যে করোনা নিয়ন্ত্রণে বিস্তারিত নির্দেশিকা ৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে, রেমডিসিভির (Remdesivir) ছোটদের জন্য উপযুক্ত নয় ৷ স্টেরয়েড ব্যবহার করা যাবে শুধুমাত্র হাসপাতালে চিকিৎসাধীন সংকটজনক রোগীর ক্ষেত্রে ৷

গাইডলাইনে বলা হয়েছে, "শিশুদের ক্ষেত্রে রেমডিসিভির প্রয়োগ করা যাবে না ৷ অনুর্ধ্ব 18-দের ক্ষেত্রে রেমডিসিভির ব্যবহার ঝুঁকির হতে পারে ৷"

বরং স্বাস্থ্যমন্ত্রকের সুপারিশ, "12 বছরের বেশিদের 'কার্ডিও পালমোনারি টলারেন্স' আন্দাজ করতে তাদের 'ছয় মিনিটের হাঁটা পরীক্ষা' করে দেখা হবে ৷ হাঁটার সময় আঙুলে পাল্স অক্সিমিটার লাগাতে হবে ৷ যদি দেখা যায়, ছয় মিনিট হাঁটার পর অক্সিজেন স্যাচুরেশন 94 শতাংশের নিচে, এমনকী স্বাভাবিকের থেকে 3 থেকে 4 শতাংশ পর্যন্ত কমে গিয়েছে, এইসঙ্গে মাথায় অস্বস্তি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তবে শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে ৷"

অ্যাসথমা থাকলে অবশ্য এই শারীরিক পরীক্ষা করা হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সদ্য প্রকাশিত গাইডলাইনে ৷ গাইডলাইনে আরও বলা হয়েছে, 5 বছর ও তার চেয়ে কম বয়সিদের মাস্ক পরার প্রয়োজন নেই ৷ 6 থেকে 11 বছর বয়সিরা বাবা-মায়ের তত্ত্বাবধানে মাস্ক পরবে ৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডে 10 দিনে 1000 শিশু করোনায় আক্রান্ত

চিকিৎসদের উদ্দেশে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, করোনা আক্রান্ত শিশু-কিশোরদের ক্ষেত্রে সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া যাবে তখনই, যখন চিকিৎসক অনন্যপায় হবেন ৷ অন্যদিকে, কম বয়সিরা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করতে বলা হয়েছে চিকিৎসকদের ৷

নয়া দিল্লি, 10 জুন : করোনার তৃতীয় ঢেউ বিপজ্জনক হতে পারে কম বয়সিদের (অনুর্ধ্ব 18) জন্যে ৷ সেকথা মাথায় রেখে এবার শিশু-কিশোরদের করোনা চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

বিস্তারিত গাইডলাইনটির ইংরেজি শিরোনামের (Comprehensive Guidelines for Management of COVID-19 in Children) বাংলা করলে দাঁড়ায়, ছোটদের মধ্যে করোনা নিয়ন্ত্রণে বিস্তারিত নির্দেশিকা ৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে, রেমডিসিভির (Remdesivir) ছোটদের জন্য উপযুক্ত নয় ৷ স্টেরয়েড ব্যবহার করা যাবে শুধুমাত্র হাসপাতালে চিকিৎসাধীন সংকটজনক রোগীর ক্ষেত্রে ৷

গাইডলাইনে বলা হয়েছে, "শিশুদের ক্ষেত্রে রেমডিসিভির প্রয়োগ করা যাবে না ৷ অনুর্ধ্ব 18-দের ক্ষেত্রে রেমডিসিভির ব্যবহার ঝুঁকির হতে পারে ৷"

বরং স্বাস্থ্যমন্ত্রকের সুপারিশ, "12 বছরের বেশিদের 'কার্ডিও পালমোনারি টলারেন্স' আন্দাজ করতে তাদের 'ছয় মিনিটের হাঁটা পরীক্ষা' করে দেখা হবে ৷ হাঁটার সময় আঙুলে পাল্স অক্সিমিটার লাগাতে হবে ৷ যদি দেখা যায়, ছয় মিনিট হাঁটার পর অক্সিজেন স্যাচুরেশন 94 শতাংশের নিচে, এমনকী স্বাভাবিকের থেকে 3 থেকে 4 শতাংশ পর্যন্ত কমে গিয়েছে, এইসঙ্গে মাথায় অস্বস্তি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তবে শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে ৷"

অ্যাসথমা থাকলে অবশ্য এই শারীরিক পরীক্ষা করা হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সদ্য প্রকাশিত গাইডলাইনে ৷ গাইডলাইনে আরও বলা হয়েছে, 5 বছর ও তার চেয়ে কম বয়সিদের মাস্ক পরার প্রয়োজন নেই ৷ 6 থেকে 11 বছর বয়সিরা বাবা-মায়ের তত্ত্বাবধানে মাস্ক পরবে ৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডে 10 দিনে 1000 শিশু করোনায় আক্রান্ত

চিকিৎসদের উদ্দেশে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, করোনা আক্রান্ত শিশু-কিশোরদের ক্ষেত্রে সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া যাবে তখনই, যখন চিকিৎসক অনন্যপায় হবেন ৷ অন্যদিকে, কম বয়সিরা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করতে বলা হয়েছে চিকিৎসকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.