ETV Bharat / bharat

পোস্ট অফিসগুলির বেসরকারিকরণ করছে না কেন্দ্র, বিরোধীদের দাবি উড়িয়ে জানালেন অশ্বীনি বৈষ্ণব

Ashwini Vaishnaw: গত সাড়ে 9 বছরে দেশে ডাক ব্যবস্থান উন্নতি হয়েছে ৷ গড়ে উঠেছে বহুপোস্ট অফিস ৷ সোমবার রাজ্যসভায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণব ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 9:39 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: দেশের পোস্ট অফিসগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কোনও বিধান নেই, পোস্ট অফিসগুলি বেসরকারিকরণের কোনও পরিকল্পনা সরকারের নেই ৷ সোমবার রাজ্যসভায় পোস্ট অফিস বিল 2023 নিয়ে আলোচনার সময় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণব ৷ এদিন তিনি বলেন, "এই নয়া বিলের উদ্দেশ্য হল পোস্ট অফিসের কার্য পরিধি আরও বাড়ানো ৷" নরেন্দ্র মোদি জমানায় যে দেশে বহু নতুন পোস্ট অফিস তৈরি হয়েছে, এদিন তাও মনে করিয়ে দিয়েছেন বৈষ্ণব ৷

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, "গত সাড়ে 9 বছরে ডাক পরিষেবা, পোস্ট অফিসকে পরিষেবা প্রদানকারী এক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে, যা আগে শুধু চিঠি পাঠানোর কাজে ব্যবহার করা হতো ৷ কোনও কোনও সাংসদ অভিযোগ করছেন যে, ডাক বিভাগে কোনও নিয়োগ করা হচ্ছে না ৷ এটা সত্যি নয় ৷ ইউপিএ জমানায় পোস্ট অফিসগুলিকে ধ্বংস করার চিন্তাভাবনা করা হয়েছিল ৷ কিন্তু কংগ্রেসই এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে ৷

অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, গত সাড়ে 9 বছরে পোস্ট অফিস ও ডাক বিভাগের কীভাবে পুনরজ্জীবন হয়েছে; এই নয়া বিলে তা প্রতিফলিত হবে ৷ তাঁর দাবি, বর্তমানে দেশের পোস্ট অফিসগুলি প্রায় ব্যাংকের মতো কাজ করছে ৷ এদিন পরিসংখ্যান তুলে ধরে বৈষ্ণব জানান, 2004 থেকে 2014 সালের মধ্যে 660টি পোস্ট অফিস বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু 2014 থেকে 2023 এর মধ্যে 5 হাজারটি পোস্ট অফিস খোলা হয়েছে ও আরও 5 হাজার 746টি ডাকঘর খোলার প্রক্রিয়া চলছে ৷ দেশের 1.6 লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন ৷ পোস্ট অফিসগুলির মাধ্যমে 1.25 কোটি পাসপোর্টের আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ উল্লেখ্য, কেন্দ্রের প্রস্তাবিত এই নয়া বিল 1898 এর ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্টের জায়গা নেবে ৷

আরও পড়ুন:

  1. ডাকে 'রসগোল্লা'র বিদেশ পাড়ি, দূরদূরান্তে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে পছন্দের খাবার-সামগ্রী
  2. বিপুল আয় বৃদ্ধি, দুয়ারে পরিষেবা দিতে 'জাতীয় ডাক সপ্তাহ' পালন পশ্চিমবঙ্গ সার্কেলের
  3. করোনাকালে ডাক বিভাগের সঞ্চয় প্রকল্পে বিপুল টাকা জমা, দেশের মধ্যে শীর্ষে বাংলা

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: দেশের পোস্ট অফিসগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কোনও বিধান নেই, পোস্ট অফিসগুলি বেসরকারিকরণের কোনও পরিকল্পনা সরকারের নেই ৷ সোমবার রাজ্যসভায় পোস্ট অফিস বিল 2023 নিয়ে আলোচনার সময় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণব ৷ এদিন তিনি বলেন, "এই নয়া বিলের উদ্দেশ্য হল পোস্ট অফিসের কার্য পরিধি আরও বাড়ানো ৷" নরেন্দ্র মোদি জমানায় যে দেশে বহু নতুন পোস্ট অফিস তৈরি হয়েছে, এদিন তাও মনে করিয়ে দিয়েছেন বৈষ্ণব ৷

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, "গত সাড়ে 9 বছরে ডাক পরিষেবা, পোস্ট অফিসকে পরিষেবা প্রদানকারী এক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে, যা আগে শুধু চিঠি পাঠানোর কাজে ব্যবহার করা হতো ৷ কোনও কোনও সাংসদ অভিযোগ করছেন যে, ডাক বিভাগে কোনও নিয়োগ করা হচ্ছে না ৷ এটা সত্যি নয় ৷ ইউপিএ জমানায় পোস্ট অফিসগুলিকে ধ্বংস করার চিন্তাভাবনা করা হয়েছিল ৷ কিন্তু কংগ্রেসই এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে ৷

অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, গত সাড়ে 9 বছরে পোস্ট অফিস ও ডাক বিভাগের কীভাবে পুনরজ্জীবন হয়েছে; এই নয়া বিলে তা প্রতিফলিত হবে ৷ তাঁর দাবি, বর্তমানে দেশের পোস্ট অফিসগুলি প্রায় ব্যাংকের মতো কাজ করছে ৷ এদিন পরিসংখ্যান তুলে ধরে বৈষ্ণব জানান, 2004 থেকে 2014 সালের মধ্যে 660টি পোস্ট অফিস বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু 2014 থেকে 2023 এর মধ্যে 5 হাজারটি পোস্ট অফিস খোলা হয়েছে ও আরও 5 হাজার 746টি ডাকঘর খোলার প্রক্রিয়া চলছে ৷ দেশের 1.6 লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন ৷ পোস্ট অফিসগুলির মাধ্যমে 1.25 কোটি পাসপোর্টের আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ উল্লেখ্য, কেন্দ্রের প্রস্তাবিত এই নয়া বিল 1898 এর ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্টের জায়গা নেবে ৷

আরও পড়ুন:

  1. ডাকে 'রসগোল্লা'র বিদেশ পাড়ি, দূরদূরান্তে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে পছন্দের খাবার-সামগ্রী
  2. বিপুল আয় বৃদ্ধি, দুয়ারে পরিষেবা দিতে 'জাতীয় ডাক সপ্তাহ' পালন পশ্চিমবঙ্গ সার্কেলের
  3. করোনাকালে ডাক বিভাগের সঞ্চয় প্রকল্পে বিপুল টাকা জমা, দেশের মধ্যে শীর্ষে বাংলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.