ETV Bharat / bharat

Covid vaccine is not mandatory: ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোভিড টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র - No person can be forced to get vaccinated

ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোভিড টিকা (Covid vaccine is not mandatory) দেওয়া হচ্ছে না ৷ সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে একথা জানাল কেন্দ্রীয় সরকার (Centre tells no force on Vaccination)৷

no-person-can-be-forced-to-get-vaccinated-against-their-wishes-centre-to-supreme court
ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোভিড টিকা দেওয়া হচ্ছে না, জানাল কেন্দ্র
author img

By

Published : Jan 17, 2022, 12:10 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কোভিড টিকা গ্রহণ বাধ্যতামূলক নয় (Covid vaccine is not mandatory) ৷ কোনও ব্যক্তির বিনা সম্মতিতে তাঁকে জোর করে টিকা দেওয়ার (Centre tells no force on Vaccination) কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়নি ৷ সুপ্রিম কোর্টে (No forcible vaccination, Centre tells Supreme Court) হলফনামা দিয়ে একথা জানাল কেন্দ্রীয় সরকার ৷

স্বেচ্ছাসেবী সংস্থা ইভারা ফাউন্ডেশনের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় বিশেষ ভাবে সক্ষমদের (COVID-19 vaccination for persons with disabilities) ঝুঁকির প্রবণতার কথা তুলে ধরা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতে কেন্দ্র হলফনামা দিয়ে জানায়, "সরকার কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর জারি করেনি, যেখানে বলা হয়েছে যে বিশেষ ভাবে সক্ষমদের কোনও প্রয়োজনে তাঁদের কোভিড শংসাপত্র অবশ্যই দেখাতে হবে ৷"

যদিও সেখানে আরও বলা হয়েছে, বিশেষ ভাবে সক্ষম-সহ অন্যান্য যোগ্য ব্যক্তিদের টিকাকরণ (Plea by NGO Evara Foundation seeking door-to-door) সুনিশ্চিত করতে 'নিয়ার টু হোম ভ্যাকসিন সেন্টার' (Near-to-Home Vaccine Centres) ও 'হর ঘর দস্তক অভিযান' (Har Ghar Dastak Abhiyan policy) ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Corona Update in India : দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল সংক্রমণের হার

কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক না করলেও কেন্দ্রের তরফে বলা হয়েছে, "বর্তমান অতিমারি পরিস্থিতিতে কোভিড টিকাকরণ বৃহত্তর ব্যক্তিস্বার্থের বিষয় ৷ বিভিন্ন গণমাধ্যম ব্যবস্থায় বিজ্ঞাপন দিয়ে, পরামর্শ দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে, সব নাগরিকদের টিকা দিয়ে নেওয়া উচিত ৷"

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ নামল 15 হাজারের নিচে, কমল মৃত্যু

দেশে আজ সামান্য কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 58 হাজার 89 জন (India reports 271202 fresh COVID cases in last 24 hours) ৷ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও 8,209 জন ৷ সংক্রমণের হার বেড়ে হয়েছে 19.65 শতাংশ ৷

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কোভিড টিকা গ্রহণ বাধ্যতামূলক নয় (Covid vaccine is not mandatory) ৷ কোনও ব্যক্তির বিনা সম্মতিতে তাঁকে জোর করে টিকা দেওয়ার (Centre tells no force on Vaccination) কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়নি ৷ সুপ্রিম কোর্টে (No forcible vaccination, Centre tells Supreme Court) হলফনামা দিয়ে একথা জানাল কেন্দ্রীয় সরকার ৷

স্বেচ্ছাসেবী সংস্থা ইভারা ফাউন্ডেশনের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় বিশেষ ভাবে সক্ষমদের (COVID-19 vaccination for persons with disabilities) ঝুঁকির প্রবণতার কথা তুলে ধরা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতে কেন্দ্র হলফনামা দিয়ে জানায়, "সরকার কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর জারি করেনি, যেখানে বলা হয়েছে যে বিশেষ ভাবে সক্ষমদের কোনও প্রয়োজনে তাঁদের কোভিড শংসাপত্র অবশ্যই দেখাতে হবে ৷"

যদিও সেখানে আরও বলা হয়েছে, বিশেষ ভাবে সক্ষম-সহ অন্যান্য যোগ্য ব্যক্তিদের টিকাকরণ (Plea by NGO Evara Foundation seeking door-to-door) সুনিশ্চিত করতে 'নিয়ার টু হোম ভ্যাকসিন সেন্টার' (Near-to-Home Vaccine Centres) ও 'হর ঘর দস্তক অভিযান' (Har Ghar Dastak Abhiyan policy) ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Corona Update in India : দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল সংক্রমণের হার

কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক না করলেও কেন্দ্রের তরফে বলা হয়েছে, "বর্তমান অতিমারি পরিস্থিতিতে কোভিড টিকাকরণ বৃহত্তর ব্যক্তিস্বার্থের বিষয় ৷ বিভিন্ন গণমাধ্যম ব্যবস্থায় বিজ্ঞাপন দিয়ে, পরামর্শ দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে, সব নাগরিকদের টিকা দিয়ে নেওয়া উচিত ৷"

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ নামল 15 হাজারের নিচে, কমল মৃত্যু

দেশে আজ সামান্য কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 58 হাজার 89 জন (India reports 271202 fresh COVID cases in last 24 hours) ৷ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও 8,209 জন ৷ সংক্রমণের হার বেড়ে হয়েছে 19.65 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.