মথুরা, 2 নভেম্বর: উত্তর ভারতে বিবাহিত মহিলাদের ব্রতগুলির মধ্যে করবা চৌথ অন্যতম ৷ স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্ত্রীরা এই ব্রত পালন করে থাকেন ৷ সাধারণত এই দিনে উপবাসের মধ্যে দিয়ে তাঁরা 16টি অলঙ্করণ অনুসরণ করে স্বামীদের দীর্ঘজীবন প্রার্থনা করেন ৷ কপালে সিঁদুর ও হাতে রঙিন চুড়ি পরে চাঁদের কাছে তাঁদের প্রার্থনা করতে দেখা যায় ৷ কিন্তু ব্যতিক্রম উত্তরপ্রদেশের মথুরার এক গ্রাম ৷ জেলা সদর দফতর মথুরা থেকে 40 কিলোমিটার দূরে সুরির কাছে অবস্থিত এই গ্রামটির নাম বাঘা ৷
এখানকার বিবাহিত মহিলারা চিরাচরিতভাবে চলে আসা এই ব্রত পালন করেন না ৷ এই গ্রামের মহিলাদের বিশ্বাস, করবা চৌথ পালন করলে তাঁদের স্বামীদের মৃত্যু হবে ৷ একজন মহিলার অভিশাপে এই ঘটনা ঘটবে বলেই বিশ্বাস তাঁদের ৷ ওই মহিলার স্বামীর এই করবা চৌথের দিনই মৃত্যু হয়েছিল ৷ শোনা যায়, তারপর থেকে যে সমস্ত মহিলারা করবা চৌথের উপবাস করার চেষ্টা করেছিল তাঁদের স্বামীই প্রাণ হারান ৷ প্রায় 250 বছর ধরে মহিলারা এই বিশ্বাসের উপর ভর করে করবা চৌথ পালনে বিরত থাকেন ৷ এখানকার বিবাহিত মহিলারা 16টি অলঙ্করণ অনুসরণ থেকে শুরু করে কপালে সিঁদুর ও হাতে রঙিন চুড়িও পরেন না ৷
পরিবর্তে এদিন তাঁরা স্থানীয় সতী মন্দিরে গিয়ে জল নিবেদন করেন ৷ পুজো সেরে বাড়ি ফেরেন ৷ এই বিষয়ে গ্রামের প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন, এর আগে অনেক মহিলা সতীদাহের অভিশাপে বিশ্বাস না করে করবা চৌথের উপবাস করেছিলেন তাঁদের করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছিল ৷ জনশ্রুতি আছে যে, এক ব্রাহ্মণ পিতা-মাতার কন্যা গাড়িতে বসে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ সেই সময় রাম নাগলার ঠাকুর সম্প্রদায়ের লোকজন গাড়ি থামিয়ে দেয় এবং বিবাহিত মহিলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মোষ চুরির অভিযোগ আনে ৷ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর মহিলার স্বামীকে পিটিয়ে হত্যা করে ঠাকুর সম্প্রদায়ের লোকজন ৷
এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী গ্রামের লোকেদের অভিশাপ দিয়েছিলেন যে করবা চৌথের দিন যেভাবে তাঁর স্বামীর প্রাণ গেল তাতে এই গ্রামের কোনও মহিলা করবা চৌথ পালন করলে সেও তার স্বামীকে হারাবে ৷ সেই থেকেই বাঘা গ্রামের বিবাহিত মহিলারা করবা চৌথ পালন করা থেকে বিরত থাকেন ৷
আরও পড়ুন : 'আয়ো তিজে গুলাহারা'! লাল শাড়িতে নাচে-গানে ব্রত পালন গোর্খা মহিলাদের