ETV Bharat / bharat

টিকাকরণে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রক

অগ্রাধিকারের সুযোগ নিয়ে স্বাস্থ্যকর্মী ও 45 বছরের বেশি বয়সিদের একাংশ এমন কিছু মানুষের টিকাকরণে ব্যবস্থা করেছেন, যাঁদের আদতে প্রথমেই করোনার টিকা পাওয়ার কথা নয় ৷ বিষয়টি জানার পরই পদক্ষেপ করেছে স্বাস্থ্য মন্ত্রক ৷ স্থির হয়েছে, নতুন করে করোনার টিকাকরণে অগ্রাধিকার পাওয়ার বিষয়ে স্বাস্থ্যকর্মীদের নাম আর নথিভুক্ত করা হবে না ৷

author img

By

Published : Apr 4, 2021, 9:16 PM IST

No Fresh Registrations For Healthcare Workers For Covid Vaccine, declare Centre
করোনার টিকাকরণে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, 4 এপ্রিল : করোনার টিকাকরণে অগ্রাধিকার পাওয়ার বিষয়ে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম আর নথিভুক্ত করা হবে না ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাদের তরফে জানানো হয়েছে, টিকাকরণের প্রথম ধাপেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে ৷ এখন সেই পরিসরে আনা হয়েছে 45 বছরের বেশি বয়সিদেরও ৷ 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সকলকেই টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রক ৷ সেই অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে ৷ কিন্তু দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং 45 বছরের বেশি বয়সিদের একাংশ অগ্রাধিকারের সুযোগ নিয়ে এমন কিছু মানুষের টিকাকরণের ব্যবস্থা করেছেন, যাঁরা আদৌ এই অগ্রাধিকার পাওয়ার যোগ্য নন ৷ এতে সরকারি নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠছে ৷ বিষয়টি সামনে আসার পরই টিকাকরণের জন্য নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যে স্বাস্থ্যকর্মী ও 45 বছরের বেশি বয়সিরা ইতিমধ্যেই করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব টিকা দেওয়া হবে ৷ এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, টিকাকরণের জন্য তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলবে ৷ নাম নথিভুক্ত করা হবে সরকারি কোউইন ওয়েবসাইটের মাধ্যমেই ৷

আরও পড়ুন : এবছরের সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 93 হাজারের বেশি

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে যখন দেশজুড়ে টিকাকরণের কাজ শুরু হয়েছিল, তখন স্বাস্থ্যকর্মীদের অনেকেই টিকা নিতে রাজি ছিলেন না ৷ তাঁদের আশঙ্কা ছিল, টিকা নিলে শরীরে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ৷ যদিও সরকারের তরফে বারবার আবেদন করা হয়, কোনও স্বাস্থ্যকর্মীই যেন টিকাকরণ থেকে নিজেকে সরিয়ে না রাখেন ৷ পরে অবশ্য টিকাকরণ নিয়ে এই দ্বিধা অনেকটাই কেটে গিয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শনিবার পর্যন্ত গোটা দেশে 7 কোটি 44 লাখ করোনা টিকার ডোজ ব্য়বহার করা হয়েছে ৷ 89 লাখ 53 হাজার 552 জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার যুক্ত ব্য়ক্তি ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৷ দ্বিতীয় ডোজ নিয়েছেন 53 লাখ 6 হাজার 671 জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার যুক্ত ব্য়ক্তি ৷

নয়াদিল্লি, 4 এপ্রিল : করোনার টিকাকরণে অগ্রাধিকার পাওয়ার বিষয়ে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম আর নথিভুক্ত করা হবে না ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাদের তরফে জানানো হয়েছে, টিকাকরণের প্রথম ধাপেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে ৷ এখন সেই পরিসরে আনা হয়েছে 45 বছরের বেশি বয়সিদেরও ৷ 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সকলকেই টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রক ৷ সেই অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে ৷ কিন্তু দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং 45 বছরের বেশি বয়সিদের একাংশ অগ্রাধিকারের সুযোগ নিয়ে এমন কিছু মানুষের টিকাকরণের ব্যবস্থা করেছেন, যাঁরা আদৌ এই অগ্রাধিকার পাওয়ার যোগ্য নন ৷ এতে সরকারি নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠছে ৷ বিষয়টি সামনে আসার পরই টিকাকরণের জন্য নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যে স্বাস্থ্যকর্মী ও 45 বছরের বেশি বয়সিরা ইতিমধ্যেই করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব টিকা দেওয়া হবে ৷ এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, টিকাকরণের জন্য তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলবে ৷ নাম নথিভুক্ত করা হবে সরকারি কোউইন ওয়েবসাইটের মাধ্যমেই ৷

আরও পড়ুন : এবছরের সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 93 হাজারের বেশি

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে যখন দেশজুড়ে টিকাকরণের কাজ শুরু হয়েছিল, তখন স্বাস্থ্যকর্মীদের অনেকেই টিকা নিতে রাজি ছিলেন না ৷ তাঁদের আশঙ্কা ছিল, টিকা নিলে শরীরে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ৷ যদিও সরকারের তরফে বারবার আবেদন করা হয়, কোনও স্বাস্থ্যকর্মীই যেন টিকাকরণ থেকে নিজেকে সরিয়ে না রাখেন ৷ পরে অবশ্য টিকাকরণ নিয়ে এই দ্বিধা অনেকটাই কেটে গিয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শনিবার পর্যন্ত গোটা দেশে 7 কোটি 44 লাখ করোনা টিকার ডোজ ব্য়বহার করা হয়েছে ৷ 89 লাখ 53 হাজার 552 জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার যুক্ত ব্য়ক্তি ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৷ দ্বিতীয় ডোজ নিয়েছেন 53 লাখ 6 হাজার 671 জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার যুক্ত ব্য়ক্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.