ETV Bharat / bharat

প্রেমিক না থাকলে ছাত্রীদের প্রবেশ নিষেধ, আগ্রার কলেজে ভাইরাল ভুয়ো নোটিস - ভুয়ো চিঠি

ভ্যালেন্টাইন ডে’র দিন প্রেমিক ছাড়া ছাত্রীদের প্রবেশ করতে দেওয়া হবে না কলেজে৷ উত্তর প্রদেশের আগরার সেন্ট জন কলেজে এমনই একটি ভুয়ো নোটিস ছড়িয়ে পড়ে৷ এই নোটিস ভাইরাল হতেই হইচই পড়ে যায়৷

প্রেমিক না থাকলে ছাত্রীদের প্রবেশ নিষেধ, আগ্রার কলেজে ভাইরাল ভুয়ো নোটিস
প্রেমিক না থাকলে ছাত্রীদের প্রবেশ নিষেধ, আগ্রার কলেজে ভাইরাল ভুয়ো নোটিস
author img

By

Published : Jan 27, 2021, 3:51 PM IST

আগ্রা, 27 জানুয়ারি : ভ্যালেন্টাইন ডে’র দিন প্রেমিক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না কলেজে৷ তাই তার আগে সমস্ত ছাত্রীকে জোগাড় করতে হবে প্রেমিক৷ এমনই একটি নির্দেশিকা ভাইরাল হয়ে যায় উত্তর প্রদেশের আগরার সেন্ট জন কলেজে৷ যার জেরে চরম অস্বস্তিতে পড়েছে কলেজের ম্যানেজমেন্ট৷ কিন্তু ভাইরাল হওয়া এই নির্দেশিকা ভুয়ো বলে জানা গিয়েছে৷

ভাইরাল হওয়া সেই নোটিস
ভাইরাল হওয়া সেই নোটিস

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘14 ফেব্রুয়ারির আগে প্রত্যেক ছাত্রীর জন্য অন্তত একজন প্রেমিক যোগাড় করা বাধ্যতামূলক৷ এটা নিরাপত্তার কারণে করা হয়েছে৷ একা কোনও ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না৷ তাঁদের প্রেমিকের সঙ্গে একটি সাম্প্রতিক ছবি দেখাতে হবে৷ ভালোবাসা ছড়িয়ে দিন৷’’

ভাইরাল হওয়া সেই নোটিস
ভাইরাল হওয়া সেই নোটিস

এই নোটিস ভাইরাল হতেই হইচই পড়ে যায়৷ কেন এই ধরনের নোটিস জারি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ কিন্তু পরে জানা যায় যে ওই নোটিসটি ভুয়ো৷ এমনটাই জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. এসপি সিং৷ নোটিসে আশিস শর্মা নামে এক অধ্যাপকের নাম ছিল৷ ড. এসপি সিংয়ের দাবি, ওই নামে কোনও অধ্যাপক নেই৷ চিঠিটি ভুয়ো৷ তিনি জানিয়েছেন, যে এই কাজ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

আরও পড়ুন : অহিংস, শান্তিপূর্ণ আন্দোলনকে সম্মান করা জরুরি : রাষ্ট্রসংঘ

এদিকে এই ধরনের একটি নোটিস ভাইরাল হয়েছে দয়ালবাগ এডুকেশনাল ইনস্টিটিউটেও৷

আগ্রা, 27 জানুয়ারি : ভ্যালেন্টাইন ডে’র দিন প্রেমিক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না কলেজে৷ তাই তার আগে সমস্ত ছাত্রীকে জোগাড় করতে হবে প্রেমিক৷ এমনই একটি নির্দেশিকা ভাইরাল হয়ে যায় উত্তর প্রদেশের আগরার সেন্ট জন কলেজে৷ যার জেরে চরম অস্বস্তিতে পড়েছে কলেজের ম্যানেজমেন্ট৷ কিন্তু ভাইরাল হওয়া এই নির্দেশিকা ভুয়ো বলে জানা গিয়েছে৷

ভাইরাল হওয়া সেই নোটিস
ভাইরাল হওয়া সেই নোটিস

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘14 ফেব্রুয়ারির আগে প্রত্যেক ছাত্রীর জন্য অন্তত একজন প্রেমিক যোগাড় করা বাধ্যতামূলক৷ এটা নিরাপত্তার কারণে করা হয়েছে৷ একা কোনও ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না৷ তাঁদের প্রেমিকের সঙ্গে একটি সাম্প্রতিক ছবি দেখাতে হবে৷ ভালোবাসা ছড়িয়ে দিন৷’’

ভাইরাল হওয়া সেই নোটিস
ভাইরাল হওয়া সেই নোটিস

এই নোটিস ভাইরাল হতেই হইচই পড়ে যায়৷ কেন এই ধরনের নোটিস জারি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ কিন্তু পরে জানা যায় যে ওই নোটিসটি ভুয়ো৷ এমনটাই জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. এসপি সিং৷ নোটিসে আশিস শর্মা নামে এক অধ্যাপকের নাম ছিল৷ ড. এসপি সিংয়ের দাবি, ওই নামে কোনও অধ্যাপক নেই৷ চিঠিটি ভুয়ো৷ তিনি জানিয়েছেন, যে এই কাজ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

আরও পড়ুন : অহিংস, শান্তিপূর্ণ আন্দোলনকে সম্মান করা জরুরি : রাষ্ট্রসংঘ

এদিকে এই ধরনের একটি নোটিস ভাইরাল হয়েছে দয়ালবাগ এডুকেশনাল ইনস্টিটিউটেও৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.