হায়দরাবাদ, 19 নভেম্বর: মে, 2021 । ইটিভি ভারতে যোগ দিয়েছিলেন নিবেদিতা সুরজ (Nivedita Sooraj) । ত্রিশুরের বাসিন্দা কর্মরত ছিলেন কেরল ডেস্কে । তাঁর একের পর এক লেখনীতে সমৃদ্ধ হয়েছিল সংস্থা । কিন্তু, শনিবার সাতসকালেই ছন্দপতন । বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বছর 26-এর এই উদীয়মান সাংবাদিক । দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরেক সাংবাদিক, সোনালি চাওরে (Sonali chawre) ।
এদিন ভোর 5টা নাগাদ অফিসে যাওয়ার জন্যে বেরিয়েছিলেন । ভাগ্যলতার বাসস্টপে রোজকার মতো দাঁড়িয়ে ছিল অফিসের বাস । সেটি ধরার জন্য বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে (ন্যাশনাল হাইওয়ে 65) পেরোচ্ছিলেন তাঁরা । সেসময়েই একটি গাড়ি ধাক্কা দেয় তাঁদের । ঘটনাস্থলেই প্রাণ হারান নিবেদিতা (ETV Bharat Journalist Passes Away) । আহত সোনালিকে প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । সোনালি চাওরে, মহারাষ্ট্রের এই সাংবাদিক ইটিভি ভারত উত্তরপ্রদেশ ডেস্কে কর্মরত । এই মুহূর্তে শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট নিয়ে তিনি চিকিৎসাধীন ।
ময়নাতদন্তের পর নিবেদিতার মরদেহ ত্রিশুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে । রিপোর্টার টিভির ত্রিশুর ব্যুরোতেও কাজ করেছেন নিবেদিতা। রবিবার সকাল সাড়ে 9টায় বাসভবনে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে । সহকর্মীর অকাল প্রয়াণে শোকাহত ইটিভি ভারতের কর্মীরা । আরেক সহকর্মী সোনালির দ্রুত আরোগ্য কামনা করছি আমরা ।
আরও পড়ুন: প্রয়াত রামোজি গ্রুপের প্রাক্তন অধিকর্তা, বাল্যবন্ধুকে শেষশ্রদ্ধা জানালেন রামোজি রাও
দুর্ঘটনার পরেই গাড়ির চালক পালিয়ে যায় । ধাক্কা খেয়ে ডিভাইডারে উঠে যায় গাড়িটি । পরে পুলিশ এসে গাড়িটি হেফাজতে নেয় । হায়াতনগর থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।