ETV Bharat / bharat

Gas Cylinder Blast: ওড়িশার পাথর ক্রাশারে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত বাংলার 3 শ্রমিক - Nitrogen gas cylinder blast leaves 3 workers from west bengal critical in Odisha

নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বালাঙ্গিরের একটি পাথর ক্রাশার ইউনিটে গুরুতর আহত তিন শ্রমিক । তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে (Nitrogen Gas Cylinder blast leaves 3 Workers Critical) ৷

Balangir
ওড়িশার পাথর ক্রাশারে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
author img

By

Published : Jul 5, 2022, 1:17 PM IST

বালাঙ্গির, 5 জুলাই: ওড়িশার বালাঙ্গিরে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 শ্রমিক । আহতদের নাম বিকাশ পাত্র, বাপি বাগদি এবং রাজীব বাগদি । এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা (Nitrogen Gas Cylinder blast leaves 3 Workers Critical)।

দেওগাঁও থানার ভুটিয়াবাহল গ্রামের কাছে একটি পাথর ক্রাশার ইউনিটে সিলিন্ডারটি বিস্ফোরণ হয় । জানা গিয়েছে, সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস ভর্তি করার সময় এই দুর্ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভীমভই মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ওড়িশার পাথর ক্রাশারে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আরও পড়ুন : ফিশ প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক করে ম্যাঙ্গালোরে মৃত বাংলার 5 শ্রমিক

বালাঙ্গির, 5 জুলাই: ওড়িশার বালাঙ্গিরে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 শ্রমিক । আহতদের নাম বিকাশ পাত্র, বাপি বাগদি এবং রাজীব বাগদি । এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা (Nitrogen Gas Cylinder blast leaves 3 Workers Critical)।

দেওগাঁও থানার ভুটিয়াবাহল গ্রামের কাছে একটি পাথর ক্রাশার ইউনিটে সিলিন্ডারটি বিস্ফোরণ হয় । জানা গিয়েছে, সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস ভর্তি করার সময় এই দুর্ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভীমভই মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ওড়িশার পাথর ক্রাশারে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আরও পড়ুন : ফিশ প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক করে ম্যাঙ্গালোরে মৃত বাংলার 5 শ্রমিক

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.