পটনা, 9 এপ্রিল : প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় রাখতে হবে সাংবাদিকদেরও ৷ বয়সের বিধিনিষেধ না রেখে সমস্ত সাংবাদিককে দিতে হবে করোনার টিকা ৷ এমনই দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ শুক্রবার তিনি এই সংবাদমাধ্যমের কাছে তাঁর এই মত প্রকাশ করেছেন ৷
করোনার টিকার জরুরি ভিত্তিতে ব্যবহার চলতি বছরের গোড়ায় শুরু হয় ৷ প্রথম পর্যায়ে পেয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা ৷ এর পর দেওয়া হয় প্রথম সারির করোনা যোদ্ধাদের ৷ দ্বিতীয় পর্যায়ের পর তৃতীয় পর্যায় থেকে 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের করোনার টিকা দেওয়া শুরু হয় ৷ এখন 45 বছরের বেশি বয়সী করোনার টিকা পাচ্ছেন ৷
-
I am in the favour of the vaccination of journalists of all age groups. They go everywhere to cover news and should be included among frontline workers: Bihar Chief Minister Nitish Kumar pic.twitter.com/jqALOc2jR4
— ANI (@ANI) April 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am in the favour of the vaccination of journalists of all age groups. They go everywhere to cover news and should be included among frontline workers: Bihar Chief Minister Nitish Kumar pic.twitter.com/jqALOc2jR4
— ANI (@ANI) April 9, 2021I am in the favour of the vaccination of journalists of all age groups. They go everywhere to cover news and should be included among frontline workers: Bihar Chief Minister Nitish Kumar pic.twitter.com/jqALOc2jR4
— ANI (@ANI) April 9, 2021
তবে প্রথম সারির করোনা যোদ্ধাদের তালিকায় একাধিক পেশাকে অন্তর্ভুক্ত করা হলেও, সেখানে সাংবাদিকদের নাম ছিল না ৷ অথচ অন্যান্য প্রথম সারির করোনা যোদ্ধাদের মতো সাংবাদিকরাও করোনা-কালে পথে নেমে কাজ করেছেন ৷ খবর সংগ্রহ করেছেন ৷
আরও পড়ুন : সঙ্গে করোনা রোগী, অ্যাম্বুল্যান্স থামিয়ে মাস্ক খুলে জুস খাচ্ছেন স্বাস্থ্যকর্মী
শুক্রবার সেই বিষয়টিকে সামনে রেখেই করোনার টিকা সাংবাদিকদের দেওয়ার ব্যবস্থা করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷