ETV Bharat / bharat

বিহারে মুখ্যমন্ত্রীর তখতে ফের নীতীশ, দুই উপমুখ্যমন্ত্রী BJP-র

author img

By

Published : Nov 16, 2020, 6:06 PM IST

শপথগ্রহণ করলেন নীতীশ কুমার -সহ মোট 15 জন । উপমুখ্যমন্ত্রী হলেন BJP-র তারকিশোর প্রসাদ ও রেণু দেবী ।

নীতীশ কুমারের শপথগ্রহণ
নীতীশ কুমারের শপথগ্রহণ

পটনা, 16 নভেম্বর : শপথ-গ্রহণ করলেন নীতীশ কুমার । বিহারের 37 তম মুখ্যমন্ত্রী হলেন তিনি । এই নিয়ে টানা চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন । শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন অমিত শাহ ও BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । গতকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমারের নামই চূড়ান্ত করেছিল NDA । নীতীশ কুমার -সহ 15 জন শপথ-গ্রহণ করেন আজ ।

বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের উপস্থিতিতে নীতীশ কুমারের পর একে একে শপথবাক্য পাঠ করেন BJP-র তারকিশোর প্রসাদ ও রেণু দেবী । বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ-গ্রহণ করেন তাঁরা । বিধানসভার অধ্যক্ষ হলেন নন্দকিশোর যাদব ।

শপথবাক্য পাঠ করেন জনতা দল (ইউনাইটেড) নেতা বিজয়কুমার চৌধুরি, বিজেন্দ্রপ্রসাদ যাদব, অশোক চৌধুরি ও মেওয়ালাল চৌধুরি । এরপর শপথ-গ্রহণ করেন বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানি, হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাঁঝির ছেলে সন্তোষকুমার সুমন । মন্ত্রী হিসাবে শপথ নিলেন BJP নেতা মঙ্গল পাণ্ডে এবং অমরেন্দ্রপ্রতাপ সিংও ।

বিহারে 243 টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগারের থেকে মাত্র তিনটি আসন বেশি পেয়েছিল NDA জোট । JD(U)-র তুলনায় BJP অনেকটাই বেশি আসন পেয়েছিল । এই পরিস্থিতিতে নীতীশকে মুখ্যমন্ত্রী করা হবে, নাকি BJP-র থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আনা হবে, তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা । তবে সব জল্পনার অবসান ঘটে গতকালের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে । নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে দু'জন উপমুখ্যমন্ত্রীই থাকছেন BJP -র থেকে ।

Congratulations to @NitishKumar Ji on taking oath as Bihar’s CM. I also congratulate all those who took oath as Ministers in the Bihar Government. The NDA family will work together for the progress of Bihar. I assure all possible support from the Centre for the welfare of Bihar.

— Narendra Modi (@narendramodi) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি । অভিনন্দন জানিয়েছেন বাকি মন্ত্রীদেরও । বিহারে NDA জোটের একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি । বিহারের উন্নতির জন্য কেন্দ্রের তরফে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি ।

পটনা, 16 নভেম্বর : শপথ-গ্রহণ করলেন নীতীশ কুমার । বিহারের 37 তম মুখ্যমন্ত্রী হলেন তিনি । এই নিয়ে টানা চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন । শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন অমিত শাহ ও BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । গতকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমারের নামই চূড়ান্ত করেছিল NDA । নীতীশ কুমার -সহ 15 জন শপথ-গ্রহণ করেন আজ ।

বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের উপস্থিতিতে নীতীশ কুমারের পর একে একে শপথবাক্য পাঠ করেন BJP-র তারকিশোর প্রসাদ ও রেণু দেবী । বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ-গ্রহণ করেন তাঁরা । বিধানসভার অধ্যক্ষ হলেন নন্দকিশোর যাদব ।

শপথবাক্য পাঠ করেন জনতা দল (ইউনাইটেড) নেতা বিজয়কুমার চৌধুরি, বিজেন্দ্রপ্রসাদ যাদব, অশোক চৌধুরি ও মেওয়ালাল চৌধুরি । এরপর শপথ-গ্রহণ করেন বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানি, হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাঁঝির ছেলে সন্তোষকুমার সুমন । মন্ত্রী হিসাবে শপথ নিলেন BJP নেতা মঙ্গল পাণ্ডে এবং অমরেন্দ্রপ্রতাপ সিংও ।

বিহারে 243 টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগারের থেকে মাত্র তিনটি আসন বেশি পেয়েছিল NDA জোট । JD(U)-র তুলনায় BJP অনেকটাই বেশি আসন পেয়েছিল । এই পরিস্থিতিতে নীতীশকে মুখ্যমন্ত্রী করা হবে, নাকি BJP-র থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে আনা হবে, তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা । তবে সব জল্পনার অবসান ঘটে গতকালের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে । নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে দু'জন উপমুখ্যমন্ত্রীই থাকছেন BJP -র থেকে ।

  • Congratulations to @NitishKumar Ji on taking oath as Bihar’s CM. I also congratulate all those who took oath as Ministers in the Bihar Government. The NDA family will work together for the progress of Bihar. I assure all possible support from the Centre for the welfare of Bihar.

    — Narendra Modi (@narendramodi) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি । অভিনন্দন জানিয়েছেন বাকি মন্ত্রীদেরও । বিহারে NDA জোটের একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি । বিহারের উন্নতির জন্য কেন্দ্রের তরফে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.