কলকাতা, 5 জুন : ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে তৃণমূলের তথাকথিত ফতোয়া ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷ বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ টুইটারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেলকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন নির্মলা সীতারমন ৷
ঘটনার সূত্রপাত পশ্চিম মেদিনীপুরের মহিষদা গ্রামে ৷ যা আদতে অভিনেতা তথা সাংসদ দেবের পৈতৃক গ্রাম ৷ অভিযোগ, সেখানেই বেছে বেছে 18 জন বিজেপি কর্মীকে সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে ৷ গ্রামের নানা জায়গায় পড়েছে পোস্টার ৷ তাতে ওই 18 জনকে কোনও সামগ্রী বিক্রি না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনকী, যদি কেউ ওই ব্যক্তিদের সহযোগিতা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট পোস্টারে দাবি করা হয়েছে, সেটি নাকি ‘মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর তরফে জারি করা হয়েছে ৷
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তাল সোশ্য়াল মিডিয়া ও সংবাদমাধ্যম ৷ এমনকী, দেব নিজেও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৷ এদিকে এই ঘটনা টুইটারে পোস্ট করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ ৷ পরে সেটিকে রিটুইট করেন নির্মলা সীতারমন ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে উদ্দেশ্য করে তিনি লেখেন, এই ঘটনা ‘‘shocking’’ ৷ মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেলকে ট্যাগ করে পদক্ষেপের আর্জিও জানান তিনি ৷
-
This is shocking. Would urge CM @MamataOfficial to see that ALL citizens in West Bengal are protected and not ostracised or denied the basics. Otherwise, a true shame. https://t.co/RnHYo6J6xN
— Nirmala Sitharaman (@nsitharaman) June 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is shocking. Would urge CM @MamataOfficial to see that ALL citizens in West Bengal are protected and not ostracised or denied the basics. Otherwise, a true shame. https://t.co/RnHYo6J6xN
— Nirmala Sitharaman (@nsitharaman) June 5, 2021This is shocking. Would urge CM @MamataOfficial to see that ALL citizens in West Bengal are protected and not ostracised or denied the basics. Otherwise, a true shame. https://t.co/RnHYo6J6xN
— Nirmala Sitharaman (@nsitharaman) June 5, 2021
আরও পড়ুন : দেবের গ্রামে বিজেপি কর্মীদের বয়কটের ফতোয়া; তৃণমূলের কাজ নয়, বললেন সাংসদ
যদিও ইতিমধ্যেই ঘাটালের সাংসদ দেব জানিয়েছেন, গোটা ঘটনাটিই অনভিপ্রেত এবং এর সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই ৷ দেবের দাবি, তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেছেন ৷ মহিষদা গ্রামে কাউকেই সামাজিকভাবে বয়কট করা হয়নি বলে জানিয়েছেন তিনি ৷