ETV Bharat / bharat

Nirmala Blasts on Rahul : বিরোধীদের হোমওয়ার্ক করা উচিত, রাহুলকে পাল্টা নির্মলার

কেন্দ্রের 6 লক্ষ কোটি টাকার ন্যাশনাল মনিটাইজ়েশন প্ল্যান নিয়ে সমালোচনা করছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিও তোপ দাগেন ৷ তাঁর জবাব দিলেন অর্থমন্ত্রী ৷ কংগ্রেস সরকারের আমলে বেসরকারিকরণের নানাবিধ উদাহরণ মনে করিয়ে দিলেন তিনি ৷

নির্মলা বনাম রাহুল
নির্মলা বনাম রাহুল
author img

By

Published : Aug 26, 2021, 8:25 AM IST

Updated : Aug 26, 2021, 11:30 AM IST

মুম্বই, 26 অগস্ট : "আমার মনে হয় প্রশ্ন করার আগে বিরোধীদের কিছুটা হোমওয়ার্ক করা উচিত", বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ৷ কেন্দ্রের "ন্যাশনাল মানিটাইজেশন প্ল্যান" (National Monetisation Plan) নিয়ে জনসাধারণের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে বলে তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বুধবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে তারই জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

নির্মলা সীতারামান এদিন প্রশ্ন তোলেন, ইউপিএ সরকারের (UPA government) জমানায় মুম্বই-পুনে হাইওয়ের (Mumbai-Pune Highway) বেসরকারিকরণ এবং নয়া দিল্লি রেলওয়ে স্টেশনের (New Delhi Railway station) জন্য "রিকোয়েস্ট ফর প্রোপোজাল"-এর (Request for Proposal, RPF) বিরোধিতা করেননি রাহুল গান্ধি, তার কারণ কী ? কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "মুম্বই-পুনে করিডোরের বেসরকারিকরণ আসলে কারা করেছিল ? এটা কংগ্রেস করেনি ? তখন এবং এখনও এই দলের প্রধান সোনিয়া গান্ধি ৷ 8 হাজার কোটি টাকা সেখান থেকে উঠে এসেছিল ৷"

আরও পড়ুন : Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রের

প্রধানমন্ত্রী বিদেশে থাকাকালীন মিডিয়ার সামনে রাহুল গান্ধি একটি অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেন, সেই প্রসঙ্গ টেনে তিনি ফের প্রশ্ন করেন তাহলে আরপিএফ কেন ছিঁড়ে ফেললেন না রাহুল ? বেসরকারিকরণের বিরুদ্ধে হলে এখন নয়াদিল্লি রেল স্টেশনের মালিক তাঁর জামাইবাবু কী করে হলেন ? তিনি বলেন, "তিনি (রাহুল) কি বুঝতে পারছেন বেসরকারিকরণ আসলে কী ?"

কংগ্রেস সরকারের সময় দেশের সম্পত্তি বেচে দেওয়ার আরও উদাহরণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন অর্থমন্ত্রী সীতারামন ৷ 2010-এ ভারতে আয়োজিত কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং (Manmohan Singh) আর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত (Sheila Dixit) ৷ এর আয়োজন ঘিরে নানাবিধ বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় ৷ সেই কথা মনে করিয়ে সীতারামন বলেন, "তাঁরা (কংগ্রেস) সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে ৷ 70 বছরেরও বেশি সময় ধরে যা কিছু গড়ে তোলা হয়েছিল, সব আপনারা বিক্রি করেছেন ৷ কমনওয়েলথ গেমস-এর সময় কী হয়েছিল ?" তিনি পাল্টা অভিযোগ করেন সেই সময় তাঁরা নিজেদের পকেট ভরেছেন ৷ এটা তাদের ব্যবসা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় ৷

মুম্বই, 26 অগস্ট : "আমার মনে হয় প্রশ্ন করার আগে বিরোধীদের কিছুটা হোমওয়ার্ক করা উচিত", বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ৷ কেন্দ্রের "ন্যাশনাল মানিটাইজেশন প্ল্যান" (National Monetisation Plan) নিয়ে জনসাধারণের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে বলে তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বুধবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে তারই জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

নির্মলা সীতারামান এদিন প্রশ্ন তোলেন, ইউপিএ সরকারের (UPA government) জমানায় মুম্বই-পুনে হাইওয়ের (Mumbai-Pune Highway) বেসরকারিকরণ এবং নয়া দিল্লি রেলওয়ে স্টেশনের (New Delhi Railway station) জন্য "রিকোয়েস্ট ফর প্রোপোজাল"-এর (Request for Proposal, RPF) বিরোধিতা করেননি রাহুল গান্ধি, তার কারণ কী ? কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "মুম্বই-পুনে করিডোরের বেসরকারিকরণ আসলে কারা করেছিল ? এটা কংগ্রেস করেনি ? তখন এবং এখনও এই দলের প্রধান সোনিয়া গান্ধি ৷ 8 হাজার কোটি টাকা সেখান থেকে উঠে এসেছিল ৷"

আরও পড়ুন : Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রের

প্রধানমন্ত্রী বিদেশে থাকাকালীন মিডিয়ার সামনে রাহুল গান্ধি একটি অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেন, সেই প্রসঙ্গ টেনে তিনি ফের প্রশ্ন করেন তাহলে আরপিএফ কেন ছিঁড়ে ফেললেন না রাহুল ? বেসরকারিকরণের বিরুদ্ধে হলে এখন নয়াদিল্লি রেল স্টেশনের মালিক তাঁর জামাইবাবু কী করে হলেন ? তিনি বলেন, "তিনি (রাহুল) কি বুঝতে পারছেন বেসরকারিকরণ আসলে কী ?"

কংগ্রেস সরকারের সময় দেশের সম্পত্তি বেচে দেওয়ার আরও উদাহরণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন অর্থমন্ত্রী সীতারামন ৷ 2010-এ ভারতে আয়োজিত কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং (Manmohan Singh) আর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত (Sheila Dixit) ৷ এর আয়োজন ঘিরে নানাবিধ বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় ৷ সেই কথা মনে করিয়ে সীতারামন বলেন, "তাঁরা (কংগ্রেস) সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে ৷ 70 বছরেরও বেশি সময় ধরে যা কিছু গড়ে তোলা হয়েছিল, সব আপনারা বিক্রি করেছেন ৷ কমনওয়েলথ গেমস-এর সময় কী হয়েছিল ?" তিনি পাল্টা অভিযোগ করেন সেই সময় তাঁরা নিজেদের পকেট ভরেছেন ৷ এটা তাদের ব্যবসা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় ৷

Last Updated : Aug 26, 2021, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.