ETV Bharat / bharat

Nirmala Sitharaman বিনা পয়সায় পরিষেবা, রাজ্যগুলিকে তোপ নির্মলার - Nirmala Sitharaman statement

বেশ কয়েকটি রাজ্যের সরকার বিনামূল্যে বেশ কিছু জিনিস দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, এই ঘোষণাগুলি করার আগে তাদের এটা বোঝা উচিত সেই রাজ্যের আর্থিক পরিস্থিতি কেমন রয়েছে(Nirmala Sitharaman)৷

Nirmala Sitharaman
নির্মলা সীতারামন
author img

By

Published : Aug 14, 2022, 11:36 AM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে তবে বিনা পয়সা কিছু দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিক রাজ্যগুলি । এমনই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । সবদিক দেখে নিয়ে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত Nirmala Sitharaman asks states doling out freebies to check fiscal health of govt)। সেই মতো বাজেট বরাদ্দও করা উচিত । দিন কয়েক আগে এ প্রসঙ্গে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এরপর প্রায় একই সুরে কটাক্ষ ছুড়ে দিলেন অর্থমন্ত্রী । মনে করা হচ্ছে আপ যেভাবে দিল্লি এবং পাঞ্জাবে একাধিক পরিষেবা বিনা খরচে দেওয়ার কথা ঘোষণা করেছে তারই প্রতিক্রিয়া দিলেন নির্মলা । বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক জোর কতটা রয়েছে তা পরীক্ষা করতে এবং সেই অনুযায়ী বাজেটের বিধান করতে বিনামূল্যে বিভিন্ন জিনিস প্রদানকারী রাজ্যগুলিকে বেশ কিছু কথা বলেন(৷ প্রধানমন্ত্রী কিছু দিন আগে এ প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে 'রেওয়ারিস' শব্দটির সাহায্য নেন । এবার আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তাঁর কথায়, "আপনি কিছু প্রতিশ্রুতি দিতে পারেন ৷ এটা করতেই পারেন ৷ তবে এটি নিশ্চিত করুন যে, আপনার রাজ্যের আর্থিক স্তর, আর্থিক শক্তি এই কথা রাখার মতো অবস্থায় রয়েছে কিনা ৷"

নয়াদিল্লি, 14 অগস্ট: রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে তবে বিনা পয়সা কিছু দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিক রাজ্যগুলি । এমনই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । সবদিক দেখে নিয়ে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত Nirmala Sitharaman asks states doling out freebies to check fiscal health of govt)। সেই মতো বাজেট বরাদ্দও করা উচিত । দিন কয়েক আগে এ প্রসঙ্গে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এরপর প্রায় একই সুরে কটাক্ষ ছুড়ে দিলেন অর্থমন্ত্রী । মনে করা হচ্ছে আপ যেভাবে দিল্লি এবং পাঞ্জাবে একাধিক পরিষেবা বিনা খরচে দেওয়ার কথা ঘোষণা করেছে তারই প্রতিক্রিয়া দিলেন নির্মলা । বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক জোর কতটা রয়েছে তা পরীক্ষা করতে এবং সেই অনুযায়ী বাজেটের বিধান করতে বিনামূল্যে বিভিন্ন জিনিস প্রদানকারী রাজ্যগুলিকে বেশ কিছু কথা বলেন(৷ প্রধানমন্ত্রী কিছু দিন আগে এ প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে 'রেওয়ারিস' শব্দটির সাহায্য নেন । এবার আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তাঁর কথায়, "আপনি কিছু প্রতিশ্রুতি দিতে পারেন ৷ এটা করতেই পারেন ৷ তবে এটি নিশ্চিত করুন যে, আপনার রাজ্যের আর্থিক স্তর, আর্থিক শক্তি এই কথা রাখার মতো অবস্থায় রয়েছে কিনা ৷"

আরও পড়ুন : দেশের নিজস্ব ডিজিটাল রুপি আনছে আরবিআই, জেনে নিন এটা ঠিক কী ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.