ETV Bharat / bharat

Union Budget 2023: ঘরোয়া উড়ানের ভোল বদলাতে নির্মলার দাওয়াই 50 বিমানবন্দর, হেলিপ্যাড ও এয়ারোড্রোম - উড়ান পরিষেবা

ঘরোয়া উড়ান পরিষেবা এবং পর্যটনকে ঢেলে সাজানোর দাওয়াই দিলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ বাজেট ভাষণে (Union Budget 2023) এ নিয়ে কী বললেন তিনি ?

Nirmala Sitharaman announces 50 additional airports helipads and water aerodromes during Union Budget 2023
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 1, 2023, 5:33 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আকাশপথে যোগাযোগব্যবস্থাকে আরও উন্নত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশ করার সময় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ সরকারের লক্ষ্যপূরণে তাঁর দাওয়াই, 50টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এয়ারোড্রোম এবং উন্নত অবতরণ ক্ষেত্র তৈরির প্রস্তাব ৷ নির্মলার দাবি, এর ফলে আকাশপথে ভারতের নিজস্ব আঞ্চলিক যোগাযোগব্যবস্থা আরও মজবুত হবে ৷ উল্লেখ্য, এবারও কাগজবিহীন বাজেট পেশ করেন নির্মলা সীতারমন ৷ নিজের বাজেট ভাষণে তিনি বলেন, "50টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এয়ারোড্রোম এবং উন্নত অবতরণ ক্ষেত্র ভারতের আঞ্চলিক উড়ান পরিষেবার উন্নতি ঘটাবে ৷"

এর আগেরবারের বাজেটে আঞ্চলিক উড়ান পরিষেবার জন্য 10 হাজার 667 কোটি টাকা বরাদ্দ করেছিলেন নির্মলা ৷ এর মধ্যে 600.7 কোটি টাকা খরচ করার কথা ছিল উড়ান (UDAN) অর্থাৎ উড়ে দেশ কি আম নাগরিক (Ude Desh ka Aam Naagrik) প্রকল্পের আওতায় ৷

  • 50 tourist destinations will be selected through challenge mode to be developed as a whole package for domestic and international tourism: FM Nirmala Sitharaman pic.twitter.com/R3Ix2WEwjE

    — ANI (@ANI) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শীঘ্রই 5 ট্রিলিয়নের অর্থনীতি তৈরি করবে ভারত, আশা রাজনাথের

এদিনের বাজেটে পর্যটনকেও বাড়তি গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারমন ৷ তিনি জানান, দেশজুড়ে পর্যটনের গতি বাড়ানোর প্রক্রিয়াকে কার্যত একটি অভিযান বা মিশন হিসেবে পালন করা হবে ৷ এই মিশনে ভারতের প্রত্যেকটি রাজ্য অংশগ্রহণ করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকেও এই কর্মসূচির আওতায় আনা হবে ৷ নির্মলার বক্তব্য, ভারতের পর্যটনকেন্দ্রগুলিকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভারতীয়দের পাশপাশি বিদেশি পর্যটকরাও আকর্ষিত হন ৷

  • #Budget2023

    50 additional airports, helipods, water aerodromes and advanced landing grounds to be revived for improving regional air connectivity#AmritKaalBudget

    — PIB India (@PIB_India) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নির্মলা এদিন বলেন, পর্যটনক্ষেত্রকে ঢেলে সাজানো হলে শুধুমাত্র এই পরিসরেই অগুন্তি তরুণের কর্মসংস্থান করা সম্ভব ৷ এমনকী, পর্যটনকে আশ্রয় করে নতুন ব্যবসাও শুরু করতে পারেন অনেকে ৷ এই প্রসঙ্গে নির্মলা বলেন, "প্রাথমিকভাবে 50টি পর্যটনকেন্দ্রকে বেছে নেওয়া হবে ৷ সেই পর্যটনকেন্দ্রগুলিকে এমনভাবে সাজানো হবে, যাতে ভারতীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সেখানে বেড়াতে যান ৷"

প্রসঙ্গত, মোদি সরকারের আমলে কর্মসংস্থান যে তলানিতে এসে ঠেকেছে, এমন অভিযোগ বারবার উঠেছে ৷ তার মোকাবিলায় এবার পর্যটনকে হাতিয়ার করতে চাইছে কেন্দ্র ৷ উড়ান পরিষেবার উন্নয়ন এক্ষেত্রে বাড়তি সুবিধা করে দেবে বলেই দাবি সংশ্লিষ্ট মহলের ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আকাশপথে যোগাযোগব্যবস্থাকে আরও উন্নত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশ করার সময় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ সরকারের লক্ষ্যপূরণে তাঁর দাওয়াই, 50টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এয়ারোড্রোম এবং উন্নত অবতরণ ক্ষেত্র তৈরির প্রস্তাব ৷ নির্মলার দাবি, এর ফলে আকাশপথে ভারতের নিজস্ব আঞ্চলিক যোগাযোগব্যবস্থা আরও মজবুত হবে ৷ উল্লেখ্য, এবারও কাগজবিহীন বাজেট পেশ করেন নির্মলা সীতারমন ৷ নিজের বাজেট ভাষণে তিনি বলেন, "50টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এয়ারোড্রোম এবং উন্নত অবতরণ ক্ষেত্র ভারতের আঞ্চলিক উড়ান পরিষেবার উন্নতি ঘটাবে ৷"

এর আগেরবারের বাজেটে আঞ্চলিক উড়ান পরিষেবার জন্য 10 হাজার 667 কোটি টাকা বরাদ্দ করেছিলেন নির্মলা ৷ এর মধ্যে 600.7 কোটি টাকা খরচ করার কথা ছিল উড়ান (UDAN) অর্থাৎ উড়ে দেশ কি আম নাগরিক (Ude Desh ka Aam Naagrik) প্রকল্পের আওতায় ৷

  • 50 tourist destinations will be selected through challenge mode to be developed as a whole package for domestic and international tourism: FM Nirmala Sitharaman pic.twitter.com/R3Ix2WEwjE

    — ANI (@ANI) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শীঘ্রই 5 ট্রিলিয়নের অর্থনীতি তৈরি করবে ভারত, আশা রাজনাথের

এদিনের বাজেটে পর্যটনকেও বাড়তি গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারমন ৷ তিনি জানান, দেশজুড়ে পর্যটনের গতি বাড়ানোর প্রক্রিয়াকে কার্যত একটি অভিযান বা মিশন হিসেবে পালন করা হবে ৷ এই মিশনে ভারতের প্রত্যেকটি রাজ্য অংশগ্রহণ করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকেও এই কর্মসূচির আওতায় আনা হবে ৷ নির্মলার বক্তব্য, ভারতের পর্যটনকেন্দ্রগুলিকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভারতীয়দের পাশপাশি বিদেশি পর্যটকরাও আকর্ষিত হন ৷

  • #Budget2023

    50 additional airports, helipods, water aerodromes and advanced landing grounds to be revived for improving regional air connectivity#AmritKaalBudget

    — PIB India (@PIB_India) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নির্মলা এদিন বলেন, পর্যটনক্ষেত্রকে ঢেলে সাজানো হলে শুধুমাত্র এই পরিসরেই অগুন্তি তরুণের কর্মসংস্থান করা সম্ভব ৷ এমনকী, পর্যটনকে আশ্রয় করে নতুন ব্যবসাও শুরু করতে পারেন অনেকে ৷ এই প্রসঙ্গে নির্মলা বলেন, "প্রাথমিকভাবে 50টি পর্যটনকেন্দ্রকে বেছে নেওয়া হবে ৷ সেই পর্যটনকেন্দ্রগুলিকে এমনভাবে সাজানো হবে, যাতে ভারতীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সেখানে বেড়াতে যান ৷"

প্রসঙ্গত, মোদি সরকারের আমলে কর্মসংস্থান যে তলানিতে এসে ঠেকেছে, এমন অভিযোগ বারবার উঠেছে ৷ তার মোকাবিলায় এবার পর্যটনকে হাতিয়ার করতে চাইছে কেন্দ্র ৷ উড়ান পরিষেবার উন্নয়ন এক্ষেত্রে বাড়তি সুবিধা করে দেবে বলেই দাবি সংশ্লিষ্ট মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.