ETV Bharat / bharat

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ ব্রিটেনের আদালতের - নির্দেশ ব্রিটেনের আদালতের

ভারতে প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দিল বিচারক ৷ নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবকে ৷

nirav-modi-will-have-to-answer-the-case-in-india-uk-extradition-judge-orders
nirav-modi-will-have-to-answer-the-case-in-india-uk-extradition-judge-orders
author img

By

Published : Feb 25, 2021, 4:51 PM IST

Updated : Mar 1, 2021, 3:28 PM IST

লন্ডন, 25 ফেব্রুয়ারি : নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যর্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷ যদিও মোদি তাঁর "মানসিক স্বাস্থ্য ভালো নেই" বলে আবেদন করেন আদালতে ৷ এরপরও প্রত্যর্পণের নির্দেশ থেকে সরে আসেনি আদালত ৷

ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রায় দেন, ভারতে মোদির বিরুদ্ধে চলা মামলার উত্তর দিতে হবে অভিযুক্তকে ৷ এরপরেই আদালত আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ীর প্রত্যার্পণের নির্দেশ দেয় ৷ এইসঙ্গে নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবকে ৷ এখন দেখার, ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব কী নির্দেশ দেন ৷ অনুমান করা হচ্ছে, তাঁর প্রত্যর্পণ আটকাতে উচ্চ ন্যায়ালয়ে যাবেন নীরব মোদি ৷

আরও খবর : নীরব মোদি এবং চোক্সীর থেকে 1350 কোটির হিরে-মুক্তো ফেরাল ED

গত দু'বছর ধরে আর্থিক প্রতারণা মামলায় নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের মামলা চলছে ব্রিটেনের আদালতে ৷ তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা মামলার প্রমাণ লোপাট, সাক্ষীদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে নীরব মোদির বিরুদ্ধে ৷ ইতিমধ্যে মোদির নিজের স্বপক্ষে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে আদালত ৷ নীরব মোদির অভিযোগ ছিল, ভারতের আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ প্রত্যর্পণ মামলাকে প্রভাবিত করছে ৷

লন্ডন, 25 ফেব্রুয়ারি : নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যর্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷ যদিও মোদি তাঁর "মানসিক স্বাস্থ্য ভালো নেই" বলে আবেদন করেন আদালতে ৷ এরপরও প্রত্যর্পণের নির্দেশ থেকে সরে আসেনি আদালত ৷

ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রায় দেন, ভারতে মোদির বিরুদ্ধে চলা মামলার উত্তর দিতে হবে অভিযুক্তকে ৷ এরপরেই আদালত আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ীর প্রত্যার্পণের নির্দেশ দেয় ৷ এইসঙ্গে নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবকে ৷ এখন দেখার, ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব কী নির্দেশ দেন ৷ অনুমান করা হচ্ছে, তাঁর প্রত্যর্পণ আটকাতে উচ্চ ন্যায়ালয়ে যাবেন নীরব মোদি ৷

আরও খবর : নীরব মোদি এবং চোক্সীর থেকে 1350 কোটির হিরে-মুক্তো ফেরাল ED

গত দু'বছর ধরে আর্থিক প্রতারণা মামলায় নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের মামলা চলছে ব্রিটেনের আদালতে ৷ তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা মামলার প্রমাণ লোপাট, সাক্ষীদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে নীরব মোদির বিরুদ্ধে ৷ ইতিমধ্যে মোদির নিজের স্বপক্ষে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে আদালত ৷ নীরব মোদির অভিযোগ ছিল, ভারতের আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ প্রত্যর্পণ মামলাকে প্রভাবিত করছে ৷

Last Updated : Mar 1, 2021, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.