ETV Bharat / bharat

পূর্ব পুরুষের ঐতিহ্য বজায় রেখে অযোধ্যা মন্দিরে নিহাঙ্গদের লঙ্গর সেবা - রাম মন্দির

Langar Sewa By Nihang Singhs In Ayodhya: 165 বছর আগে তৎকালীন বাবরি মসজিদে ঢুকে সেখানে রাম নাম লিখে ছিলেন 25 জন শিখ নিহাঙ্গ ৷ বাবা ফকির সিং -এর নেতৃত্বেই এই মসজিদে ঢুকে ছিলেন শিখ নিহাঙ্গরা ৷ সেখানে বসে যজ্ঞ করে আহারও করেছিলেন ৷ সেই থেকেই শুরু 'লঙ্গর সেবা' ৷

Langar Sewa By Nihang Singhs In Ayodhya
অযোধ্যা মন্দিরে নিহাঙ্গদের লঙ্গর সেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 1:56 PM IST

Updated : Jan 8, 2024, 2:25 PM IST

অযোধ্যা মন্দিরে নিহাঙ্গদের লঙ্গর সেবা

চন্ডীগড়, 8জানুয়ারি: আজ যেখানে গড়ে উঠেছে রাম মন্দির ৷ আগামী 22 জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে আজ এই রাম মন্দির তৈরির আগে সেখানে ছিল বাবরি মসজিদ ৷ কথিত আছ, আজ থেকে 165 বছর আগে এই মসজিদের মধ্যে প্রবেশ করে সেখানের দেওয়ালে রামের নাম লিখে ছিলেন নিহাঙ্গ সম্প্রদায়ের 25 শিখ ৷ এর পর মসজিদের ভিতর 'লঙ্গর সেবা'-র আয়োজন করেছিলেন ৷ এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন শিখ গুরু বাবা ফকির সিং ৷ পূব পুরুষের সেই ধারা বজায় রেখেই রাম মন্দিরে 'লঙ্গর সেবা'-র আয়োজন করেছেন নিহাঙ্গ বাবা হরজিৎ সিং রাসুলপুর ৷

আগামী, 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ৷ এদিন 'লঙ্গর সেবার' আয়োজন করা হয়েছে নিহাঙ্গ বাবা হরজিৎ সিং রাসুলপুরের পক্ষ থেকে ৷ আজ, সোমবারই চন্ডীগড় থেকে খাদ্য সামগ্রী নিয়ে অযোধ্যা রওনা দিয়েছে দু’টি ট্রাক ৷ রাম মন্দিরে উদ্বোধনের দিনই 'লঙ্গর সেবার' দেবেন এই নিহাঙ্গ শিখ গুরু বাবা হরজিৎ সিং রাসুলপুর ৷ যিনি বাবা ফকির সিং-এর অষ্টম বংশধর ৷

মাঘির দিন থেকে লঙ্গর চালু: নিহাঙ্গ শিখ গুরু বাবা হরজিৎ সিং রাসুলপুর বলেন, "তাঁরা ভগবান রামের ভক্ত ৷ তাই তাঁর প্রতি ভক্তি প্রদশর্ন করতে এই লঙ্গর সেবার আয়োজন ৷ পূর্ব পুরুষের ধারা বজায় রেখে সেক্টর 26-এ অবস্থিত আনাজ মান্ডি থেকে 2 ট্রাক রেশন পাঠানো হয়েছে ৷ নিহঙ্গ বাবা হারজিৎ সিং রসুলপুর বলেছেন যে তাঁর পূর্বপুরুষদেরও ভগবান রামের প্রতি সত্যিকারের ভক্তি ছিল।" তিনি আরও জানান, 22 জানুয়ারি রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে ৷ এই দিনটি উদযাপনের দিন ৷ শিশুরা অসময়ের দীপাবলির আনন্দে মেতে উঠবে ৷ সকলকে এদিনের লঙ্গর সেবায় উপস্থিত থাকায় জন্য আবেদন করেছন ৷ 14 জানুয়ারি, মাঘির শুভক্ষণে অযোধ্যায় লঙ্গর পরিষেবা শুরু হবে ৷ যা ধারাবাহিকভাবে চলবে বেশ কিছুদিন ।

শিখ ধর্মে লঙ্গরের গুরুত্বপূর্ণ ইতিহাস: শিখদের 'লঙ্গর সেবার' ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে । শিখ ধর্মগুরু গুরু নানক 15 শতকে লঙ্গর সেবা শুরু করেছিলেন । প্রথা অনুযায়ী গুরু নানক যেখানে যেতেন মাটিতে বসে খেতেন। বৈষম্য, জাতপাত ও কুসংস্কারের অবসান ঘটাতে একসঙ্গে খাওয়ার প্রথা চালু হয় । তৃতীয় গুরু অমরদাস জি লঙ্গরের সেবার ঐতিহ্যকে ধরে রেখেছেন ৷

আরও পড়ুন:

  1. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  2. 700 কিলোমিটার হেঁটে রাম মন্দিরের পথে মানবাধিকার কর্মী শবনম খান
  3. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত নবতিপর করসেবক, স্মৃতিচারণা বাবরি কাণ্ডের

অযোধ্যা মন্দিরে নিহাঙ্গদের লঙ্গর সেবা

চন্ডীগড়, 8জানুয়ারি: আজ যেখানে গড়ে উঠেছে রাম মন্দির ৷ আগামী 22 জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে আজ এই রাম মন্দির তৈরির আগে সেখানে ছিল বাবরি মসজিদ ৷ কথিত আছ, আজ থেকে 165 বছর আগে এই মসজিদের মধ্যে প্রবেশ করে সেখানের দেওয়ালে রামের নাম লিখে ছিলেন নিহাঙ্গ সম্প্রদায়ের 25 শিখ ৷ এর পর মসজিদের ভিতর 'লঙ্গর সেবা'-র আয়োজন করেছিলেন ৷ এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন শিখ গুরু বাবা ফকির সিং ৷ পূব পুরুষের সেই ধারা বজায় রেখেই রাম মন্দিরে 'লঙ্গর সেবা'-র আয়োজন করেছেন নিহাঙ্গ বাবা হরজিৎ সিং রাসুলপুর ৷

আগামী, 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ৷ এদিন 'লঙ্গর সেবার' আয়োজন করা হয়েছে নিহাঙ্গ বাবা হরজিৎ সিং রাসুলপুরের পক্ষ থেকে ৷ আজ, সোমবারই চন্ডীগড় থেকে খাদ্য সামগ্রী নিয়ে অযোধ্যা রওনা দিয়েছে দু’টি ট্রাক ৷ রাম মন্দিরে উদ্বোধনের দিনই 'লঙ্গর সেবার' দেবেন এই নিহাঙ্গ শিখ গুরু বাবা হরজিৎ সিং রাসুলপুর ৷ যিনি বাবা ফকির সিং-এর অষ্টম বংশধর ৷

মাঘির দিন থেকে লঙ্গর চালু: নিহাঙ্গ শিখ গুরু বাবা হরজিৎ সিং রাসুলপুর বলেন, "তাঁরা ভগবান রামের ভক্ত ৷ তাই তাঁর প্রতি ভক্তি প্রদশর্ন করতে এই লঙ্গর সেবার আয়োজন ৷ পূর্ব পুরুষের ধারা বজায় রেখে সেক্টর 26-এ অবস্থিত আনাজ মান্ডি থেকে 2 ট্রাক রেশন পাঠানো হয়েছে ৷ নিহঙ্গ বাবা হারজিৎ সিং রসুলপুর বলেছেন যে তাঁর পূর্বপুরুষদেরও ভগবান রামের প্রতি সত্যিকারের ভক্তি ছিল।" তিনি আরও জানান, 22 জানুয়ারি রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে ৷ এই দিনটি উদযাপনের দিন ৷ শিশুরা অসময়ের দীপাবলির আনন্দে মেতে উঠবে ৷ সকলকে এদিনের লঙ্গর সেবায় উপস্থিত থাকায় জন্য আবেদন করেছন ৷ 14 জানুয়ারি, মাঘির শুভক্ষণে অযোধ্যায় লঙ্গর পরিষেবা শুরু হবে ৷ যা ধারাবাহিকভাবে চলবে বেশ কিছুদিন ।

শিখ ধর্মে লঙ্গরের গুরুত্বপূর্ণ ইতিহাস: শিখদের 'লঙ্গর সেবার' ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে । শিখ ধর্মগুরু গুরু নানক 15 শতকে লঙ্গর সেবা শুরু করেছিলেন । প্রথা অনুযায়ী গুরু নানক যেখানে যেতেন মাটিতে বসে খেতেন। বৈষম্য, জাতপাত ও কুসংস্কারের অবসান ঘটাতে একসঙ্গে খাওয়ার প্রথা চালু হয় । তৃতীয় গুরু অমরদাস জি লঙ্গরের সেবার ঐতিহ্যকে ধরে রেখেছেন ৷

আরও পড়ুন:

  1. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  2. 700 কিলোমিটার হেঁটে রাম মন্দিরের পথে মানবাধিকার কর্মী শবনম খান
  3. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত নবতিপর করসেবক, স্মৃতিচারণা বাবরি কাণ্ডের
Last Updated : Jan 8, 2024, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.