বেঙ্গালুরু, 9 এপ্রিল: কোভিড রুখতে এ বার নাইট কার্ফুর পথে হাঁটল কর্নাটক ৷ শনিবার থেকে বেঙ্গালুরু ও কর্নাটকের আরও 6টি শহরে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে ৷ বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে কর্নাটক সরকার ৷
সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা ঘো৷ষণা করেছেন, বেঙ্গালুরু ছাড়াও মাইসুরু, মেঙ্গালুরু, কালবুর্গী, বিদার, টুমাকুরু ও উদুপি-মণিপালে নাইট কার্ফু জারি করা হচ্ছে ৷ আপাতত 20 এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রি ও সরবরাহকে এর আওতার বাইরে রাখা হয়েছে ৷
আরও পড়ুন: দিল্লি লাগোয়া গৌতম বুদ্ধ নগরে জারি নাইট কার্ফু
দেশের যে 10টি রাজ্যে মাত্রাতিরিক্ত হারে কোভিডের দৈনিক সংক্রমণ বাড়ছে, তার মধ্যে কর্নাটক অন্যতম ৷ তারা ছাড়াও এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, ছত্তিসগঢ়, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, কেরালা ও পঞ্জাব ৷ গত কয়েকদিন ধরে রোজ কর্নাটকে দৈনিক সংক্রমণ 4000-এর উপরে থাকছে ৷ সে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে 50,000 ছাড়িয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত সেখানে কোভিড টিকা দেওয়া হয়েছে 50 লাখ মানুষকে ৷
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাইট কারফিউয়ের উপর জোর দেন । তিনি বলেন, ছোট ছোট কন্টেনমেন্ট জ়োন করতে হবে এবং করোনা টেস্টের পরিমাণ বাড়াতে হবে । তবেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ আটকানো যাবে ।