ETV Bharat / bharat

Nigerian Man Arrested: বাড়িতেই মাদক তৈরির কারখানা, বেঙ্গালুরুতে গ্রেফতার নাইজেরিয়ার নাগরিক - বেঙ্গালুরু

Small Drugs Factory at Home: বেঙ্গালুরুতে বাড়িতে মাদক তৈরির কারখানা বানানোর অভিযোগ উঠেছে এক নাইজেরিয়ানের বিরুদ্ধে ৷ সেখানকার পুলিশ বেঞ্জামিন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ মার্চেন্ট ভিসায় ওই ব্যক্তি ভারতে আসেন ৷ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ তার পর তিনি অবৈধভাবে এদেশে থাকছিলেন ৷

Small Drugs Factory at Home
Small Drugs Factory at Home
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 3:47 PM IST

বেঙ্গালুরু, 10 নভেম্বর: বাড়িতেই মাদক তৈরি করে, তা দেশে-বিদেশে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে ৷ কর্ণাটকের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এর অ্যান্টি নারকোটিক্স স্কোয়াড অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তাঁর নাম বেঞ্জামিন ৷ তিনি নাইজেরিয়ার বাসিন্দা ৷ অভিযোগ, তিনি বাড়িতে রান্নার প্রেসার কুকারে সিনথেটিক ওষুধ তৈরি করে দেশ-বিদেশে বিক্রি করতেন ৷ তাঁর কাছ থেকে 10 কোটি টাকার এমডিএমএ উদ্ধার হয়েছে ৷ এছাড়াও এই এমডিএম-এ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক এবং রাসায়নিক অ্যাসিড-সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেঙ্গালুরুর আভাহাল্লি এলাকায় থাকতেন ৷ সেখানেই নিজের বাড়িতে কাঁচামাল ব্যবহার করে প্রেসার কুকারে সিন্থেটিক ওষুধ তৈরি করতেন । পরে সেগুলি কর্ণাটক, অন্যান্য রাজ্য ও অন্যান্য দেশের গ্রাহক এবং মাদক সরবরাহকারীদের কাছে বিক্রি করতেন । প্রাথমিকভাবে রামমূর্তি নগর থানার আশপাশে মাদক বিক্রির সময় তাঁকে 100 গ্রাম এমডিএমএ-সহ গ্রেফতার করা হয় । তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি আভাহাল্লিতে নিজের বাড়িতে একটি ছোট মাদক তৈরির কারখানা চালাচ্ছিলেন ।

Small Drugs Factory at Home
বেঙ্গালুরুতে উদ্ধার হওয়া মাদক

মার্চেন্ট ভিসায় বেঞ্চামিন ভারতে আসেন ৷ কিন্তু সেই ভিসার মেয়াদ 2022 সালে শেষ হয়ে যায় । তবে ভিসার শেষ হওয়ার আগেই 2021 সালে তিনি একটি বাড়ি ভাড়া নেন এবং একটি পোশাক ব্যবসার জন্য শহরে থাকা শুরু করেন । আর সেই পোশাক ব্যবসার আড়াই চলতে থাকে মাদক তৈরি ও বিক্রি ৷ তদন্তে জানা গিয়েছে যে এর আগে তেলেঙ্গানার হায়দরাবাদে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ।

Small Drugs Factory at Home
বেঙ্গালুরুতে উদ্ধার হওয়া মাদক

বেঞ্জামিনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীরা 10 কোটি টাকা মূল্যের 5 কেজি এমডিএমএ, মাদক তৈরির কাঁচামাল, 5 লিটারের প্রেসার কুকার, গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার, একটি মোবাইল ফোন, বাইক বাজেয়াপ্ত করেছে ৷ তাঁর বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট ও ফরেনার্স অ্যাক্টে একটি মামলা দায়ের করা হয়েছে । বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, আদালত অভিযুক্তকে 20 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ৷

আরও পড়ুন:

  1. বান্দ্রা টোল প্লাজায় 6টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত 3
  2. স্ত্রী'র সঙ্গে ঝামেলার রাগ পড়ল মেয়ের উপর, তিন বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন মদ্যপ বাবার
  3. কেরলে মদ্যপ অবস্থায় শ্বশুরকে কুপিয়ে খুন জামাইয়ের ! ছুরিকাঘাতে জখম স্ত্রীও

বেঙ্গালুরু, 10 নভেম্বর: বাড়িতেই মাদক তৈরি করে, তা দেশে-বিদেশে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে ৷ কর্ণাটকের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এর অ্যান্টি নারকোটিক্স স্কোয়াড অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তাঁর নাম বেঞ্জামিন ৷ তিনি নাইজেরিয়ার বাসিন্দা ৷ অভিযোগ, তিনি বাড়িতে রান্নার প্রেসার কুকারে সিনথেটিক ওষুধ তৈরি করে দেশ-বিদেশে বিক্রি করতেন ৷ তাঁর কাছ থেকে 10 কোটি টাকার এমডিএমএ উদ্ধার হয়েছে ৷ এছাড়াও এই এমডিএম-এ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক এবং রাসায়নিক অ্যাসিড-সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেঙ্গালুরুর আভাহাল্লি এলাকায় থাকতেন ৷ সেখানেই নিজের বাড়িতে কাঁচামাল ব্যবহার করে প্রেসার কুকারে সিন্থেটিক ওষুধ তৈরি করতেন । পরে সেগুলি কর্ণাটক, অন্যান্য রাজ্য ও অন্যান্য দেশের গ্রাহক এবং মাদক সরবরাহকারীদের কাছে বিক্রি করতেন । প্রাথমিকভাবে রামমূর্তি নগর থানার আশপাশে মাদক বিক্রির সময় তাঁকে 100 গ্রাম এমডিএমএ-সহ গ্রেফতার করা হয় । তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি আভাহাল্লিতে নিজের বাড়িতে একটি ছোট মাদক তৈরির কারখানা চালাচ্ছিলেন ।

Small Drugs Factory at Home
বেঙ্গালুরুতে উদ্ধার হওয়া মাদক

মার্চেন্ট ভিসায় বেঞ্চামিন ভারতে আসেন ৷ কিন্তু সেই ভিসার মেয়াদ 2022 সালে শেষ হয়ে যায় । তবে ভিসার শেষ হওয়ার আগেই 2021 সালে তিনি একটি বাড়ি ভাড়া নেন এবং একটি পোশাক ব্যবসার জন্য শহরে থাকা শুরু করেন । আর সেই পোশাক ব্যবসার আড়াই চলতে থাকে মাদক তৈরি ও বিক্রি ৷ তদন্তে জানা গিয়েছে যে এর আগে তেলেঙ্গানার হায়দরাবাদে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ।

Small Drugs Factory at Home
বেঙ্গালুরুতে উদ্ধার হওয়া মাদক

বেঞ্জামিনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীরা 10 কোটি টাকা মূল্যের 5 কেজি এমডিএমএ, মাদক তৈরির কাঁচামাল, 5 লিটারের প্রেসার কুকার, গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার, একটি মোবাইল ফোন, বাইক বাজেয়াপ্ত করেছে ৷ তাঁর বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট ও ফরেনার্স অ্যাক্টে একটি মামলা দায়ের করা হয়েছে । বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, আদালত অভিযুক্তকে 20 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ৷

আরও পড়ুন:

  1. বান্দ্রা টোল প্লাজায় 6টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত 3
  2. স্ত্রী'র সঙ্গে ঝামেলার রাগ পড়ল মেয়ের উপর, তিন বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন মদ্যপ বাবার
  3. কেরলে মদ্যপ অবস্থায় শ্বশুরকে কুপিয়ে খুন জামাইয়ের ! ছুরিকাঘাতে জখম স্ত্রীও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.