ETV Bharat / bharat

সন্ত্রাসবাদী গুরপতবন্ত পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করল এনআইএ - গুরপতবন্ত সিং পান্নু

NIA files case against designated terrorist Gurpatwant Pannun: পান্নুর বক্তব্য এবং হুমকির পর কানাডা, ভারত এবং অন্যান্য কিছু দেশে যেখানে এয়ার ইন্ডিয়ার বিমান যায় সেখানে নিরাপত্তা বাহিনীর তদন্তের পাশাপাশি চরম সতর্কতা জারি করা হয়েছে। 4 নভেম্বর প্রকাশিত পান্নুর ভিডিয়ো বার্তাগুলিতে, শিখদের তাদের জীবনের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে ওই তারিখে এবং তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ে যাওয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 9:48 PM IST

নয়াদিল্লি, 20 নভেম্বর: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সন্ত্রাসী তালিকাভুক্ত ব্যক্তি গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে একটি পৃথক মামলা নথিভুক্ত করেছে ৷ পান্নুর সর্বশেষ ভাইরাল ভিডিয়ো যেখানে এয়ার ইন্ডিয়া এবং এয়ারলাইন্সের কার্যক্রম 19 নভেম্বর থেকে বন্ধ করার হুমকি দেওয়া হয় ৷ যার প্রেক্ষিতেই পান্নুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এনআইএ সোমবার জানিয়েছে ৷

এনআইএ ভারতীয় দণ্ডবিধি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, 1967-এর বিভিন্ন ধারায় পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর নিষিদ্ধ 'বেআইনি সমিতি'-এর স্ব-ঘোষিত জেনারেল কাউন্সেল পান্নু বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়ো বার্তা প্রকাশ এবং প্রচারের পরে ফের একবার বিতর্কের মুখে। 19 নভেম্বর বা তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়লে যাত্রীদের জীবনের জন্য তা বড়সড় হুমকি হবে ৷ একই সঙ্গে, এয়ার ইন্ডিয়াকে গোটা বিশ্বে পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানায় পান্নু।

পান্নুর বক্তব্য এবং হুমকির পর কানাডা, ভারত এবং অন্যান্য কিছু দেশে যেখানে এয়ার ইন্ডিয়ার বিমান যায় সেখানে নিরাপত্তা বাহিনীর তদন্তের পাশাপাশি চরম সতর্কতা জারি করা হয়েছে। 4 নভেম্বর প্রকাশিত পান্নুর ভিডিয়ো বার্তাগুলিতে, শিখদের তাদের জীবনের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে ওই তারিখে এবং তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ে যাওয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি ভারত সরকারকে সতর্কও করে বলেছেন, "ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআইএ) আগামী 19 নভেম্বর বন্ধ থাকবে।" রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম একটি।

ভারতে সন্ত্রাসবাদ কার্যত জাগিয়ে তোলার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার করার জন্য পান্নু পঞ্জাবের চলতি সমস্যাগুলি, বিশেষ করে শিখ ধর্মের বিষয়ে শিখদের মধ্যে শত্রুতা প্রচার করে একটি মিথ্যা বর্ণনা তৈরি করছে বলে অভিযোগ। সর্বশেষ হুমকি একই বর্ণনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা পান্নু অতীতে সক্রিয়ভাবে প্রচার করেছে বলেও অভিযোগ ৷ রেল-সহ অপরিহার্য পরিবহণ নেটওয়ার্ক সিস্টেম, সেইসঙ্গে ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকেও টার্গেট করে হুমকি দিয়েছিল পান্নু ৷

গত 2019-এর 10 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রক এসএফজি-কে তার কার্যকলাপের জন্য বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে বেআইনি সংস্থা বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 1 জুলাই 2020 পান্নুকে কেন্দ্রীয় সরকার 'ব্যক্তি সন্ত্রাসী' হিসাবে তালিকাভুক্তও করেছিল। পান্নু 2019 সাল থেকে এনআইএ-এর নজরেও ছিল ৷ 2023 সালের সেপ্টেম্বরে এনআইএ অমৃতসর এবং চণ্ডীগড় অঞ্চলে সন্ত্রাসীর বাড়ি এবং জমির অংশ বাজেয়াপ্ত করেছিল। 3 ফেব্রুয়ারি 2021-এ এনআইএ বিশেষ আদালত পান্নুর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷

আরও পড়ুন

মণিপুরে গুলির লড়াইয়ে নিহত দুই, কাংপোকপি বনধের ঘোষণা আদিবাসী সংগঠনের

ইম্ফলের আকাশে ইউএফও! তল্লাশিতে বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান

নয়াদিল্লি, 20 নভেম্বর: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সন্ত্রাসী তালিকাভুক্ত ব্যক্তি গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে একটি পৃথক মামলা নথিভুক্ত করেছে ৷ পান্নুর সর্বশেষ ভাইরাল ভিডিয়ো যেখানে এয়ার ইন্ডিয়া এবং এয়ারলাইন্সের কার্যক্রম 19 নভেম্বর থেকে বন্ধ করার হুমকি দেওয়া হয় ৷ যার প্রেক্ষিতেই পান্নুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এনআইএ সোমবার জানিয়েছে ৷

এনআইএ ভারতীয় দণ্ডবিধি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, 1967-এর বিভিন্ন ধারায় পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর নিষিদ্ধ 'বেআইনি সমিতি'-এর স্ব-ঘোষিত জেনারেল কাউন্সেল পান্নু বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়ো বার্তা প্রকাশ এবং প্রচারের পরে ফের একবার বিতর্কের মুখে। 19 নভেম্বর বা তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়লে যাত্রীদের জীবনের জন্য তা বড়সড় হুমকি হবে ৷ একই সঙ্গে, এয়ার ইন্ডিয়াকে গোটা বিশ্বে পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানায় পান্নু।

পান্নুর বক্তব্য এবং হুমকির পর কানাডা, ভারত এবং অন্যান্য কিছু দেশে যেখানে এয়ার ইন্ডিয়ার বিমান যায় সেখানে নিরাপত্তা বাহিনীর তদন্তের পাশাপাশি চরম সতর্কতা জারি করা হয়েছে। 4 নভেম্বর প্রকাশিত পান্নুর ভিডিয়ো বার্তাগুলিতে, শিখদের তাদের জীবনের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে ওই তারিখে এবং তারপরে এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ে যাওয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি ভারত সরকারকে সতর্কও করে বলেছেন, "ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআইএ) আগামী 19 নভেম্বর বন্ধ থাকবে।" রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম একটি।

ভারতে সন্ত্রাসবাদ কার্যত জাগিয়ে তোলার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার করার জন্য পান্নু পঞ্জাবের চলতি সমস্যাগুলি, বিশেষ করে শিখ ধর্মের বিষয়ে শিখদের মধ্যে শত্রুতা প্রচার করে একটি মিথ্যা বর্ণনা তৈরি করছে বলে অভিযোগ। সর্বশেষ হুমকি একই বর্ণনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা পান্নু অতীতে সক্রিয়ভাবে প্রচার করেছে বলেও অভিযোগ ৷ রেল-সহ অপরিহার্য পরিবহণ নেটওয়ার্ক সিস্টেম, সেইসঙ্গে ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকেও টার্গেট করে হুমকি দিয়েছিল পান্নু ৷

গত 2019-এর 10 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রক এসএফজি-কে তার কার্যকলাপের জন্য বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে বেআইনি সংস্থা বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 1 জুলাই 2020 পান্নুকে কেন্দ্রীয় সরকার 'ব্যক্তি সন্ত্রাসী' হিসাবে তালিকাভুক্তও করেছিল। পান্নু 2019 সাল থেকে এনআইএ-এর নজরেও ছিল ৷ 2023 সালের সেপ্টেম্বরে এনআইএ অমৃতসর এবং চণ্ডীগড় অঞ্চলে সন্ত্রাসীর বাড়ি এবং জমির অংশ বাজেয়াপ্ত করেছিল। 3 ফেব্রুয়ারি 2021-এ এনআইএ বিশেষ আদালত পান্নুর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷

আরও পড়ুন

মণিপুরে গুলির লড়াইয়ে নিহত দুই, কাংপোকপি বনধের ঘোষণা আদিবাসী সংগঠনের

ইম্ফলের আকাশে ইউএফও! তল্লাশিতে বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.