ETV Bharat / bharat

Udhampur Blast: উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ - Jammu and Kashmir

উধমপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই ঘটনাস্থল বৃহস্পতিবার পরিদর্শন করল এনআইএ (NIA)-র উচ্চ পর্যায়ের তদন্তকারী দল ৷ একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে স্টিকি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটনা হয়েছিল বলে প্রাথমিক অনুমান ৷ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে ৷

nia-examined-the-scene-of-udhampur-blast-case
Udhampur Blast: উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ
author img

By

Published : Sep 29, 2022, 5:34 PM IST

Updated : Sep 29, 2022, 5:55 PM IST

জম্মু, 29 সেপ্টেম্বর : উধমপুরে যে দু’টি বিস্ফোরণ হয়েছে (Udhampur Blast), বৃহস্পতিবার সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন এনআইএ (NIA)-র আধিকারিকরা ৷ তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এদিকে বাসে বিস্ফোরণ হওয়ায় ওই বাস স্ট্যান্ড (Udhampur Bus Stand) সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ বম্ব ডিসপোজাল স্কোয়াড প্রতিটি গাড়িতে তল্লাশি করছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুর ও ডোমাইল চকে বুধবার রাতে দু’টি বিস্ফোরণ হয় ৷ প্রথমে বুধবার রাতে উধমপুরের একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণ হয় ৷ তাতে দু'জন আহত হন । দ্বিতীয় বিস্ফোরণটি হয় রাত 10টা 45 মিনিটে ডোমাইল চকের একটি বাসে ।

উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ

বৃহস্পতিবার সেই ঘটনার তদন্তেই সেখানে যায় এনআইএ ৷ ঘটনাস্থল খতিয়ে দেখে ৷ সূত্রের খবর, দু’টি বিস্ফোরণের তদন্ত তুলে দেওয়া হবে জাতীয় তদন্তকারী সংস্থার হাতেই ৷ সেই সংক্রান্ত সবুজ সংকেত পেয়েই গোয়েন্দারা প্রাথমিক তদন্তের কাজ সেরে রাখল ৷

একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিস্ফোরণের মাত্রা, তা কেমন ছিল, এসবই খতিয়ে দেখেন এনআইএ-র গোয়েন্দারা ৷ জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্টিকি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটনা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ৷ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে ৷

আরও পড়ুন : উধমপুরে 'রহস্যজনক' জোড়া বাস বিস্ফোরণ, তদন্তভার পেতে পারে এনআইএ

জম্মু, 29 সেপ্টেম্বর : উধমপুরে যে দু’টি বিস্ফোরণ হয়েছে (Udhampur Blast), বৃহস্পতিবার সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন এনআইএ (NIA)-র আধিকারিকরা ৷ তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এদিকে বাসে বিস্ফোরণ হওয়ায় ওই বাস স্ট্যান্ড (Udhampur Bus Stand) সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ বম্ব ডিসপোজাল স্কোয়াড প্রতিটি গাড়িতে তল্লাশি করছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুর ও ডোমাইল চকে বুধবার রাতে দু’টি বিস্ফোরণ হয় ৷ প্রথমে বুধবার রাতে উধমপুরের একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণ হয় ৷ তাতে দু'জন আহত হন । দ্বিতীয় বিস্ফোরণটি হয় রাত 10টা 45 মিনিটে ডোমাইল চকের একটি বাসে ।

উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ

বৃহস্পতিবার সেই ঘটনার তদন্তেই সেখানে যায় এনআইএ ৷ ঘটনাস্থল খতিয়ে দেখে ৷ সূত্রের খবর, দু’টি বিস্ফোরণের তদন্ত তুলে দেওয়া হবে জাতীয় তদন্তকারী সংস্থার হাতেই ৷ সেই সংক্রান্ত সবুজ সংকেত পেয়েই গোয়েন্দারা প্রাথমিক তদন্তের কাজ সেরে রাখল ৷

একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিস্ফোরণের মাত্রা, তা কেমন ছিল, এসবই খতিয়ে দেখেন এনআইএ-র গোয়েন্দারা ৷ জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্টিকি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটনা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ৷ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে ৷

আরও পড়ুন : উধমপুরে 'রহস্যজনক' জোড়া বাস বিস্ফোরণ, তদন্তভার পেতে পারে এনআইএ

Last Updated : Sep 29, 2022, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.