চেন্নাই, 23 জুলাই: 2019 সালে থাঞ্জাভুর জেলার তিরুভুবনমে প্রাক্তন পাট্টালি মক্কাল কাচি (পিএমকে) কর্মীর হত্যার ঘটনায় তামিলনাড়ুজুড়ে তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ৷ রবিবার সকাল থেকে দক্ষিণের এই রাজ্যের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা ৷ পুলিশের একটি সূত্র এ কথা জানিয়েছে ।
অভিযোগ, 2019 সালে শহরে বেশ কয়েকটি ধর্মান্তরকরণের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রামালিঙ্গম ৷ এর কয়েক ঘণ্টা পরই তাঁকে কুপিয়ে হত্যা করে একদল দুষ্কৃতী ৷ এনআইএ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ আরও কয়েকজন সন্দেহভাজন পলাতক বলে জানা গিয়েছে । তাঁদের খোঁজেই জাতীয় তদন্তকারী সংস্থা চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে ৷
সূত্র এ দিনের তল্লাশির ব্যাপারে বিস্তারিত না জানালেও তাঁরা জানিয়েছেন যে, রবিবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল মাদুরাই, থাঞ্জাভুর, তিরুনেলভেলি এবং মায়িলাদুথুরাই জেলা ৷
আরও পড়ুন: বাড়ছে তদন্তভার, অতিরিক্ত 20 জন দক্ষ এনআইএ আধিকারিক পেতে চলেছে কলকাতা
এ দিকে, চলতি মাসের শুরুর দিকেও তামিলনাড়ুতে নাগরাজ নামে এক পাট্টালি মক্কাল কাচি (পিএমকে) কর্মকতাকে কুপিয়ে হত্যা করা হয় ৷ এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে নাগরাজের আত্মীয়-স্বজন ও পিএমকে কর্মী সমর্থকরা একটি মিছিল করেন ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয় । সন্দেহভাজনদের মধ্যে একজনের নাম অজয় ।
পুলিপাক্কামে রেলওয়ে ট্র্যাকের কাছে নাটকীয়ভাবে গোলাগুলির ঘটনা ঘটার সময় অভিযানে নামে একটি বিশেষ পুলিশ দল এবং সন্দেহভাজনদের একজনকে গ্রেফতার করা হয় । পুলিশ চেকিং-এর সময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক দেখে তাঁকে আটকায় পুলিশের বিশেষ দল ৷ তখই পুলিশের উপর হামলা চালান সন্দেহভাজন ব্যক্তি ৷ সেই সময় তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ ওই ব্যক্তি পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ যার ফলে পুলিশ তাঁকে তাঁর পায়ে গুলি করতে বাধ্য করেছে ।