ETV Bharat / bharat

NIA Probe in PFI Case: জঙ্গিযোগের তদন্তে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এনআইএ'র 24টি টিম - NIA conducts searches in relation to PFI case

অন্ধ্রপ্রদেশের কুর্নুল, নেলোর, কাদাপা এবং গুন্টুর এবং তেলেঙ্গানার নিজামবাদে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 24টিরও বেশি দল । পিএফআই ষড়যন্ত্র মামলার প্রধান আসামি শাদুল্লার বাড়িতেও চলছে তল্লাশি (NIA conducts searches in relation to PFI case) ৷

Etv Bharat
NIA
author img

By

Published : Sep 18, 2022, 12:37 PM IST

Updated : Sep 18, 2022, 2:32 PM IST

হায়দরাবাদ/ অমরাবতী, 18 সেপ্টেম্বর: পিএফআই ষড়যন্ত্রের মামলায় অভিযান চালাচ্ছে এনআইএ (National Investigation Agency) ৷ অন্ধ্রপ্রদেশের কুর্নুল, নেলোর, কাদাপা এবং গুন্টুর এবং তেলেঙ্গানার নিজামবাদে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 24টিরও বেশি দল । পিএফআই ষড়যন্ত্র মামলার প্রধান আসামি শাদুল্লার বাড়িতেও চলছে তল্লাশি (NIA conducts searches in relation to PFI case) ৷

তাকে 41(A) কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে নোটিশ দেওয়া হয়েছে । সেন্ট্রাল এজেন্সির সূত্র মারফৎ জানা গিয়েছে, সন্ত্রাসবাদের উৎস খুঁজে বের করার উপর ভিত্তি করেই তদন্ত চলছে । এনআইএ-র হায়দরাবাদ শাখা পিএফআই (Popular Front of India)-এর বিরুদ্ধে 26 অগস্ট একটি মামলা নথিভুক্ত করেছিল । এনআইএ'র এফআইআর'এ উল্লেখ করা হয়েছে যে, নিজামবাদের অটোনগরের বাসিন্দা আব্দুল খাদার এবং অন্যান্য 26 জনকে অভিযুক্ত করা হয়েছে ।

হায়দরাবাদ/ অমরাবতী, 18 সেপ্টেম্বর: পিএফআই ষড়যন্ত্রের মামলায় অভিযান চালাচ্ছে এনআইএ (National Investigation Agency) ৷ অন্ধ্রপ্রদেশের কুর্নুল, নেলোর, কাদাপা এবং গুন্টুর এবং তেলেঙ্গানার নিজামবাদে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 24টিরও বেশি দল । পিএফআই ষড়যন্ত্র মামলার প্রধান আসামি শাদুল্লার বাড়িতেও চলছে তল্লাশি (NIA conducts searches in relation to PFI case) ৷

তাকে 41(A) কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে নোটিশ দেওয়া হয়েছে । সেন্ট্রাল এজেন্সির সূত্র মারফৎ জানা গিয়েছে, সন্ত্রাসবাদের উৎস খুঁজে বের করার উপর ভিত্তি করেই তদন্ত চলছে । এনআইএ-র হায়দরাবাদ শাখা পিএফআই (Popular Front of India)-এর বিরুদ্ধে 26 অগস্ট একটি মামলা নথিভুক্ত করেছিল । এনআইএ'র এফআইআর'এ উল্লেখ করা হয়েছে যে, নিজামবাদের অটোনগরের বাসিন্দা আব্দুল খাদার এবং অন্যান্য 26 জনকে অভিযুক্ত করা হয়েছে ।

আরও পড়ুন: খেজুরিতে বোমা কাণ্ডে চার্জশিট পেশ করল এনআইএ

Last Updated : Sep 18, 2022, 2:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.