বেঙ্গালুরু, 6 জানুয়ারি: জঙ্গি কার্যকলাপ রুখতে আবারও বড়সড় সাফল্য পেল এনআইএ (NIA arrested two Islamic State operatives)। এবার কর্নাটক থেকে গ্রেফতার হল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি। তদন্তকারীদের অনুমান, কর্নাটক থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষেছিল এই জঙ্গিরা। তার জন্য অর্থ সংগ্রহের কাজও চলছিল । কয়েকটি সূত্র থেকে খবর পেয়ে কর্নাটকের 6টি জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা । তাতেই মিলল সাফল্য।
তল্লাশি অভিযানে উডুপি জেলা থেকে রেশন তহাজুদ্দিন শেখ এবং শিবমোগা জেলা থেকে ফারহান বেগকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তদন্ত সংস্থার মুখপাত্র। মূলত দক্ষিণ কর্নাটকের কয়েকটি জায়গায় তল্লাশি চলে । তল্লাশি চলে বেঙ্গালুরুতেও। জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছিল শিবমোগা থানায় । 19 সেপ্টেম্বর দায়ের হওয়া এফআইআর নিয়ে তৎপর হয় এনআইএ (National Investigation Agency)। এরপর নভেম্বর মাসের 15 তারিখ সরকারিভাবে অভিযোগটি নথিভুক্ত করে এনআইএ । শুরু হয় তদন্ত । নির্দিষ্ট কয়েকটি তথ্য জোগাড় করার পর চলল তল্লাশি (NIA raided six locations in Karnataka) ।
সূত্রের খবর, এনআইএ-র গোয়ান্দারা জানতে পারেন এই দু'জন সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিধি বাড়াতে টাকা তুলেছে। সেই অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে । এই টাকা তাদের কে দিল তা জানতে টানা জেরা চলছে। তাছাড়া কীভাবে টাকা এল সেটাও খতিয়ে দেখা হচ্ছে । একইসঙ্গে ধৃতদের থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক ডিভাইস পাওয়া গিয়েছে । তাছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু নথিও । সেসবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা । সেখান থেকে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন: আগামী বছরের শুরুতেই খুলবে রাম মন্দির ! ত্রিপুরা ভোটে 'বহু ব্যবহৃত' অস্ত্রই ভরসা শাহ'র
2008 সালের মুম্বই হামলার পর দেশে জঙ্গি কার্যকলাপ রুখতে তৈরি হয় এই বিশেষ তদন্ত সংস্থা। এরপর থেকেই জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখে এই সংস্থা । কোনও ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে । 2015 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের তদন্তও এই সংস্থা করছিল। তাছাড়া বিভিন্ন সময় নানা ঘটনায় এনআইএ তদন্তের দাবি ওঠে।